ETV Bharat / state

পানিহাটিতে অধীর-মীনাক্ষীর রোড শো - west bengal election 2021

রবিবার পানিহাটিতে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের সমর্থনে রোড শো করলেন অধীররঞ্জন চৌধুরী ৷ প্রচারে উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দুলাল চক্রবর্তীরাও ৷ আগরপাড়া স্টেশন রোড দিয়ে মিছিল এই বর্ণাঢ্য শোভাযাত্রা এগিয়ে যায় ৷ শেষ হয় সোদপুরের মহোৎসবতলা ঘাটে ৷

পানিহাটিতে অধীর-মিনাক্ষীর রোড শো ৷
পানিহাটিতে অধীর-মিনাক্ষীর রোড শো ৷
author img

By

Published : Apr 11, 2021, 7:34 PM IST

পানিহাটি, 11 এপ্রিল: রবিবার পানিহাটিতে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের সমর্থনে রোড শো করলেন অধীর চৌধুরী ৷ মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের মীনাক্ষী মুখোপাধ্যায়, দুলালরা চক্রবর্তীরাও ৷ এদিন মিছিলে বাম-কং কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷

আগরপাড়া স্টেশন রোড থেকে শুরু হয় বর্ণাঢ্য এই মিছিল ৷ আগরপাড়া স্টেশন রোড দিয়ে নীলগঞ্জ রোড, সোদপুর সরকারি আবাসন, সোদপুর স্টেশন রোড, বিটি রোড, সোদপুর টাফিক মোড়ের ওপর দিয়ে রোড শো শেষ হয় সোদপুরের মহোৎসবতলা ঘাটে ৷ তাপস মজুমদারের সমর্থনে সুসজ্জিত এই মহামিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা বামফ্রন্ট কনভেনার দুলাল চক্রবর্তী, সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির দুই সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী, আরএসপি নেতা পঙ্কজ দাস ৷ এছাড়াও বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মেলান ৷

পানিহাটি, 11 এপ্রিল: রবিবার পানিহাটিতে কংগ্রেস প্রার্থী তাপস মজুমদারের সমর্থনে রোড শো করলেন অধীর চৌধুরী ৷ মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের মীনাক্ষী মুখোপাধ্যায়, দুলালরা চক্রবর্তীরাও ৷ এদিন মিছিলে বাম-কং কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷

আগরপাড়া স্টেশন রোড থেকে শুরু হয় বর্ণাঢ্য এই মিছিল ৷ আগরপাড়া স্টেশন রোড দিয়ে নীলগঞ্জ রোড, সোদপুর সরকারি আবাসন, সোদপুর স্টেশন রোড, বিটি রোড, সোদপুর টাফিক মোড়ের ওপর দিয়ে রোড শো শেষ হয় সোদপুরের মহোৎসবতলা ঘাটে ৷ তাপস মজুমদারের সমর্থনে সুসজ্জিত এই মহামিছিলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএমের নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা বামফ্রন্ট কনভেনার দুলাল চক্রবর্তী, সিপিএমের উত্তর 24 পরগনা জেলা কমিটির দুই সদস্য অনির্বাণ ভট্টাচার্য এবং শুভব্রত চক্রবর্তী, আরএসপি নেতা পঙ্কজ দাস ৷ এছাড়াও বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেসের কর্মী-সমর্থকরা এই মিছিলে পা মেলান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.