ETV Bharat / state

জোড়াফুলের কারখানাতেই চাষ হচ্ছে পদ্মফুলের, স্বরূপনগরের সভায় মমতাকে খোঁচা আব্বাসের - আইএসএফ

সোমবার স্বরূপনগরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলের সমর্থনে ওই সভায় যোগ দেন আব্বাস সিদ্দিকি ৷ এদিন সভায় ভাষণে আগাগোড়া তৃণমূল কংগ্রেসকে ধুয়ে ফুরফুরা শরিফের ভাইজান বলেন, জোড়াফুলের কারখানাতেই চাষ হচ্ছে পদ্মফুলের ৷ তাই ছোট থেকে বড় বতেই মুকুল-শুভেন্দু-রাজীবের মতো নেতাদের মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে দিয়েছেন গেরুয়া শিবিরে ৷

স্বরূপনগরের সভায় মমতাকে খোঁচা আব্বাসের ৷
স্বরূপনগরের সভায় মমতাকে খোঁচা আব্বাসের ৷
author img

By

Published : Apr 19, 2021, 10:23 PM IST

স্বরূপনগর, 19 এপ্রিল : "সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই শুভেন্দু, মুকুল ও রাজীবকে উপহার হিসাবে বিজেপির হাতে তুলে দিয়েছেন দিদিমণি । সরকার গঠনে এই দিদিমণিই আবার বিজেপিকে প্রয়োজনে বিধায়ক দিয়ে সহযোগিতা করবেন । সেটাও হবে সিবিআই জুজুর থেকে রক্ষা পেতে । তাই জোড়াফুলের কারখানায় তালা দিলেই পদ্মফুলের চাষ বন্ধ হয়ে যাবে ।" সোমবার বিকেলে উত্তর 24 পরগনার স্বরূপনগরে এক নির্বাচনী সভায় এসে এমনই মন্তব্য করেন আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকি ।

আব্বাস এদিন বলেন, "জোড়াফুলের কারখানাতেই চাষ হচ্ছে পদ্মফুলের । তাই পদ্মফুলকে আটকাতে হলে আগে জোড়াফুলের কারখানায় তালা ঝোলাতে হবে । তাহলেই দেখবেন বাজারে আর পদ্মফুল পাওয়া যাচ্ছে না ৷" তৃণমূল এবং বিজেপিকে রুখতে সংযুক্ত মোর্চার হাত শক্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি ।

স্বরূপনগরের সভায় মমতাকে খোঁচা আব্বাসের ৷

এদিন স্বরূপনগরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলের সমর্থনে ওই সভায় যোগ দেন আব্বাস ৷ তৃণমূল কংগ্রেস তো বটেই স্বরূপনগরের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক বীণা মণ্ডল‌কেও এদিনের সভা থেকে কটাক্ষ করে তিনি বলেন, "জোড়াফুলের আশ্চর্য একটি সিস্টেম রয়েছে । যাঁরা সেখানে বড় হন, পরে বয়স হলে তাঁরাই যোগ দেন পদ্ম শিবিরে ৷" উদাহরণস্বরূপ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন আইএসএফ প্রধান ।

আরও পড়ুন: রাজ্যে রুচি, সংস্কৃতি নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ; কটাক্ষ বাবুলের

তাঁর কথায়, "এঁরা সকলেই জোড়াফুলে বড় হয়েছেন । আর একটু বয়স হলেই পদ্মফুলে নাম লিখিয়েছেন । তাই যাতে জোড়াফুল বড় হতে না পারে তার আগেই গোডাউন বন্ধ করে দিতে হবে । তা হলেই বিজেপিকে রোখা যাবে ৷" এই বিষয়ে নাম না করে মমতা বন্দোপাধ্যায়কে বিদ্রুপও করেছেন আব্বাস । মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "বিজেপির কেউ যদি বলেন, দিদি খিদে পেয়েছে । ওমনি দিদিমণি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে গিফট হিসেবে মুকুল, শুভেন্দু এবং রাজীবকে পাঠিয়ে দিলেন বিজেপিতে ৷"

স্বরূপনগর, 19 এপ্রিল : "সিবিআইয়ের হাত থেকে বাঁচতেই শুভেন্দু, মুকুল ও রাজীবকে উপহার হিসাবে বিজেপির হাতে তুলে দিয়েছেন দিদিমণি । সরকার গঠনে এই দিদিমণিই আবার বিজেপিকে প্রয়োজনে বিধায়ক দিয়ে সহযোগিতা করবেন । সেটাও হবে সিবিআই জুজুর থেকে রক্ষা পেতে । তাই জোড়াফুলের কারখানায় তালা দিলেই পদ্মফুলের চাষ বন্ধ হয়ে যাবে ।" সোমবার বিকেলে উত্তর 24 পরগনার স্বরূপনগরে এক নির্বাচনী সভায় এসে এমনই মন্তব্য করেন আইএসএফের প্রধান আব্বাস সিদ্দিকি ।

আব্বাস এদিন বলেন, "জোড়াফুলের কারখানাতেই চাষ হচ্ছে পদ্মফুলের । তাই পদ্মফুলকে আটকাতে হলে আগে জোড়াফুলের কারখানায় তালা ঝোলাতে হবে । তাহলেই দেখবেন বাজারে আর পদ্মফুল পাওয়া যাচ্ছে না ৷" তৃণমূল এবং বিজেপিকে রুখতে সংযুক্ত মোর্চার হাত শক্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি ।

স্বরূপনগরের সভায় মমতাকে খোঁচা আব্বাসের ৷

এদিন স্বরূপনগরের সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী বিশ্বজিৎ মণ্ডলের সমর্থনে ওই সভায় যোগ দেন আব্বাস ৷ তৃণমূল কংগ্রেস তো বটেই স্বরূপনগরের তৃণমূল প্রার্থী এবং বিদায়ী বিধায়ক বীণা মণ্ডল‌কেও এদিনের সভা থেকে কটাক্ষ করে তিনি বলেন, "জোড়াফুলের আশ্চর্য একটি সিস্টেম রয়েছে । যাঁরা সেখানে বড় হন, পরে বয়স হলে তাঁরাই যোগ দেন পদ্ম শিবিরে ৷" উদাহরণস্বরূপ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দোপাধ্যায়, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে আনেন আইএসএফ প্রধান ।

আরও পড়ুন: রাজ্যে রুচি, সংস্কৃতি নষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ; কটাক্ষ বাবুলের

তাঁর কথায়, "এঁরা সকলেই জোড়াফুলে বড় হয়েছেন । আর একটু বয়স হলেই পদ্মফুলে নাম লিখিয়েছেন । তাই যাতে জোড়াফুল বড় হতে না পারে তার আগেই গোডাউন বন্ধ করে দিতে হবে । তা হলেই বিজেপিকে রোখা যাবে ৷" এই বিষয়ে নাম না করে মমতা বন্দোপাধ্যায়কে বিদ্রুপও করেছেন আব্বাস । মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, "বিজেপির কেউ যদি বলেন, দিদি খিদে পেয়েছে । ওমনি দিদিমণি সিবিআইয়ের হাত থেকে বাঁচতে গিফট হিসেবে মুকুল, শুভেন্দু এবং রাজীবকে পাঠিয়ে দিলেন বিজেপিতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.