বনগাঁ, 30 মার্চ : মঙ্গলবার দুপুরে বনগাঁ মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন বনগাঁ মহকুমার সংযুক্ত মোর্চার ৪ প্রার্থী । উত্তর ২৪ পরগনার বনগাঁ ৪৪ বাসস্ট্যান্ড থেকে কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে আসেন তাঁরা । টুম্পা সোনা গানের তালে চার প্রার্থী বনগাঁ এসডিও অফিসে পৌঁছান ।
এদিন বনগাঁ উত্তর কেন্দ্রের জোটের সিপিআইএম প্রার্থী পীযূষকান্তি সাহা, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের সিপিআই প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী তাপসকুমার বিশ্বাস ও বাগদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনিয়া একসঙ্গে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে আসেন । প্রার্থীরা যখন মহকুমা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিতে ব্যস্ত তখন বাইরে সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা টুম্পা সোনা গানের তালে নাচতে থাকেন ।
আরও পড়ুন : রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়
মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পীযূষকান্তি দাস বলেন, "তৃণমূল ও বিজেপি উভয়ই আমাদের প্রতিপক্ষ । অপশাসন, তোলাবাজির বিরুদ্ধে মানুষ জোটের প্রার্থীদের ভোট দেবেন । জোট এবার জয়লাভ করবে ।’’ বাগদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রবীর কীর্তনীয়া বলেন, "২০১৬ সালে জোটের হয়ে কংগ্রেস প্রার্থী দুলাল বর জয়লাভ করেছিলেন । মানুষ এবারও আমাদের আশীর্বাদ করবেন ।"