ETV Bharat / state

Bengal Covid Death Compensation: উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের - Covid Death Compensation

রাজ্যে করোনায় মৃতদের আর্থিক সাহায্য দেওয়া শুরু করল রাজ্য সরকার (Bengal Covid Death Compensation) ৷ সেই মতো উত্তর 24 পরগনার জেলাশাসকের দফতর থেকে সেই আর্থিক সাহায্য প্রদান শুরু করা হল ৷ জেলাশাসক কয়েকজন আবেদনকারীর হাতে সেই চেক তুলে দেন ৷ পরবর্তী সময়ে যাঁরা আবেদন করবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে ৷ তার জন্য প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা করতে হবে ৷

Bengal Covid Death Compensation
উত্তর 24 পরগনায় করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের
author img

By

Published : Nov 26, 2021, 9:46 AM IST

বারাসত, 26 নভেম্বর: করোনায় মৃতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার (Bengal Covid Death Compensation) ৷ সেই মতো উত্তর 24 পরগনায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দেওয়া শুরু করল জেলা প্রশাসন ৷ বৃহস্পতিবার বারাসতে উত্তর 24 পরগনার জেলাশাসকের দফতরে করোনায় মৃত এমন বেশ কয়েকজনের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় (Covid Death Compensation Starts in North 24 Pargana) ৷ জেলাশাসক সুমিত গুপ্তা সেই চেকগুলি তুলে দেন মৃতদের পরিবারের হাতে ৷

জেলাশাসকের দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনায় করোনায় মৃত্যু হয়েছে 4 হাজার 905 জনের (North 24 Pargana Covid Copensation News) ৷ মৃতদের প্রত্যেকের মাথাপিছু 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে পরিবারকে ৷ তবে, এর জন্য প্রয়োজনীয় নথি-সহ আবেদন করতে হবে পরিবারের সদস্যদের ৷ সেখানে যিনি আবেদন করছেন তাঁর এপিক কার্ড (ভোটার কার্ড) বা আধার কার্ড ৷ মৃতের এপিক কার্ড (ভোটার কার্ড) বা আধার কার্ড মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্রের কপি (করোনায় মৃত্যু হয়েছে সেই প্রমাণের জন্য), যিনি করোনায় মারা গিয়েছেন, তাঁর সঙ্গে আবেদনকারীর কী সম্পর্ক সেটা জানিয়ে একটি হলফনামা ৷ সেই সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথমপাতার ফটোকপি বা জেরক্স এবং আবেদনপত্র জমা করতে হবে ৷ এই সব নথি গ্রামীণ এলাকায় বিডিও অফিসে এবং শহর এলাকায় এসডিও অফিসে জমা করতে হবে (Covid Death Compensation by Bengal Government) ৷

আরও পড়ুন : Calcutta High Court : করোনা যোদ্ধাদের মৃত্য়ুতে ক্ষতিপূরণ, রাজ্য়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ হাইকোর্টের

জেলা প্রশাসনের কাছে যেমন করোনায় মৃতদের তালিকা রয়েছে ৷ তেমনি রাজ্য সরকারের কাছেও একটি তালিকা রয়েছে ৷ সেই সব তালিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনার জেলাশাসক (North 24 Pargana News) ৷ এর পিছনে উদ্দেশ্য যাতে কোনও মৃত ব্যক্তির পরিবার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় এবং সেই সঙ্গে কেউ যাতে ভুয়ো নথি পেশ করে টাকা না তুলতে পারে সেটাও দেখা হচ্ছে ৷ করোনায় মৃত ব্যক্তিদের সেই সব নথি এসডিও এবং বিডিও দফতরেও পাঠানো হচ্ছে জেলাশাসকের দফতর থেকে ৷ যাতে আবেদনপত্রগুলিকে অনুযায়ী যাচাই করে দেখা যায় ৷

বারাসত, 26 নভেম্বর: করোনায় মৃতদের পরিবারকে 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার (Bengal Covid Death Compensation) ৷ সেই মতো উত্তর 24 পরগনায় করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের টাকা দেওয়া শুরু করল জেলা প্রশাসন ৷ বৃহস্পতিবার বারাসতে উত্তর 24 পরগনার জেলাশাসকের দফতরে করোনায় মৃত এমন বেশ কয়েকজনের পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দেওয়া হয় (Covid Death Compensation Starts in North 24 Pargana) ৷ জেলাশাসক সুমিত গুপ্তা সেই চেকগুলি তুলে দেন মৃতদের পরিবারের হাতে ৷

জেলাশাসকের দফতরের তরফে জানানো হয়েছে, উত্তর 24 পরগনায় করোনায় মৃত্যু হয়েছে 4 হাজার 905 জনের (North 24 Pargana Covid Copensation News) ৷ মৃতদের প্রত্যেকের মাথাপিছু 50 হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে পরিবারকে ৷ তবে, এর জন্য প্রয়োজনীয় নথি-সহ আবেদন করতে হবে পরিবারের সদস্যদের ৷ সেখানে যিনি আবেদন করছেন তাঁর এপিক কার্ড (ভোটার কার্ড) বা আধার কার্ড ৷ মৃতের এপিক কার্ড (ভোটার কার্ড) বা আধার কার্ড মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্রের কপি (করোনায় মৃত্যু হয়েছে সেই প্রমাণের জন্য), যিনি করোনায় মারা গিয়েছেন, তাঁর সঙ্গে আবেদনকারীর কী সম্পর্ক সেটা জানিয়ে একটি হলফনামা ৷ সেই সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথমপাতার ফটোকপি বা জেরক্স এবং আবেদনপত্র জমা করতে হবে ৷ এই সব নথি গ্রামীণ এলাকায় বিডিও অফিসে এবং শহর এলাকায় এসডিও অফিসে জমা করতে হবে (Covid Death Compensation by Bengal Government) ৷

আরও পড়ুন : Calcutta High Court : করোনা যোদ্ধাদের মৃত্য়ুতে ক্ষতিপূরণ, রাজ্য়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ হাইকোর্টের

জেলা প্রশাসনের কাছে যেমন করোনায় মৃতদের তালিকা রয়েছে ৷ তেমনি রাজ্য সরকারের কাছেও একটি তালিকা রয়েছে ৷ সেই সব তালিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উত্তর 24 পরগনার জেলাশাসক (North 24 Pargana News) ৷ এর পিছনে উদ্দেশ্য যাতে কোনও মৃত ব্যক্তির পরিবার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় এবং সেই সঙ্গে কেউ যাতে ভুয়ো নথি পেশ করে টাকা না তুলতে পারে সেটাও দেখা হচ্ছে ৷ করোনায় মৃত ব্যক্তিদের সেই সব নথি এসডিও এবং বিডিও দফতরেও পাঠানো হচ্ছে জেলাশাসকের দফতর থেকে ৷ যাতে আবেদনপত্রগুলিকে অনুযায়ী যাচাই করে দেখা যায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.