দমদম, 7 অক্টোবর: দমদম থানা এলাকার সুভাষনগর দুধপুকুর থেকে মধ্যবয়সী এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে শনিবার চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে দমদম থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিকেল কলেজে পাঠিয়েছে বলে খবর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হয়েছে স্থানীয় এক পুকুর থেকে। যদিও ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে এখনও কোনও তথ্য পায়নি পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মৃত গলা কাটা দেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনকী কীভাবে এই ব্যক্তির দেহ এখানে এল; তা তদন্ত করে দেখছে পুলিশ ৷
একইসঙ্গে, পুকুরের আশেপাশে মেইন রাস্তার ওপরে সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই মৃতদেহ দু'দিন পেরিয়ে গিয়েছে ৷ কে বা কারা পুকুরে এইভাবে দেহ ফেলেছে বা সেখানেই এই ব্যক্তিকে খুন করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ ইতিমধ্যে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এর পাশাপাশি দমদম থানা অঞ্চলে পুলিশের তরফ থেকে খোঁজ খবর চালানো হচ্ছে বলেও খবর ৷
আরও পড়ুন: আবহাওয়া সহায় হলেই সিকিমে আকাশপথে পর্যটকদের উদ্ধার করবে এনডিআরএফ
তবে খুন বলেই প্রাথমিক পর্যায়ে সন্দেহ তদন্তকারীদের। ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকা বাসিন্দারা জানায়, পুকুর পাড়ে সকালে গাছ থেকে ফুল পাড়তে গিয়ে স্থানীয় এক মহিলা মৃতদেহটি দেখতে পান ৷ পুকুরে একটি জিনিস ভাসতে দেখে সন্দেহ হয় তার ৷ তিনি গিয়ে এলাকার লোকজনকে ডেকে আনলে জানা যায় একটি মৃতদেহ জলে ভাসছে ৷ তার গলা থেকে রক্ত গড়াচ্ছে ৷ এরপরে এলাকার লোকজনরা দমদম থানায় খবর দেয় ৷ ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছয় দমদম থানার পিসিআর ভ্যান ৷ এরপর পুলিশের তরফে শুরু হয়েছে তদন্ত ৷