ETV Bharat / state

কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে - Bongao Hospital

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের গ্রাফ । রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে বেড সংকট দেখা দিয়েছে । সেই একই ছবি ধরা পড়ল বনগাঁ মহকুমা হাসপাতালে ৷ চলতি মাসের 23 তারিখের এই হাসপাতালে খোলা হয়েছে কোভিড ইউনিট ।

কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে
কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে
author img

By

Published : May 1, 2021, 1:14 PM IST

Updated : May 1, 2021, 2:14 PM IST

বনগাঁ, 1 মে : কোভিড ইউনিট চালু হওয়ার এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বেড সঙ্কট দেখা গেল বনগাঁ মহাকুমা হাসপাতালে । ইউনিটের বাইরে হুইল চেয়ারে বসিয়ে করোনা আক্রান্তকে দেওয়া হচ্ছে অক্সিজেন । শুক্রবার এমনই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনা বনগাঁ মহকুমার জীবনরতন ধর হাসপাতালে ।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের গ্রাফ । রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে বেড সংকট দেখা দিয়েছে । সেই একই ছবি ধরা পড়ল বনগাঁ মহকুমা হাসপাতালে ৷ চলতি মাসের 23 তারিখের এই হাসপাতালে খোলা হয়েছে কোভিড ইউনিট । যেখানে কোভিড আক্রান্তদের জন্য রয়েছে 50 টি শয্যা । সপ্তাহ ঘুরতে না ঘুরতে বেড সঙ্কট দেখা গেল হাসপাতালে ।

জানা গিয়েছে, বনগাঁয় এক ব্যক্তির বৃহস্পতিবার করোনায় আক্রান্ত রিপোর্ট আসে । গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় শুক্রবার সকালে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে আসেন । তারপর থেকে একটি হুইল চেয়ারে বসিয়ে অক্সিজেন দিয়ে তাঁকে আইসোলেশন ওয়ার্ডের বাইরের বারান্দায় বসিয়ে রাখা হয়েছে । তাঁকে দিনভর আইসোলেশান ওয়ার্ডের বাইরে বসিয়ে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত ব্যক্তি ।

আরও পড়ুন : উত্তর প্রদেশে পঞ্চায়েত ভোটের গণনা কি পিছিয়ে দেওয়া যেতে পারে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

বনগাঁ হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, "করোনা ওয়ার্ডে আমাদের 50 টি বেড ভর্তি । ওনাকে অন্য কোনও হাসপাতাল পাঠানোর কথা বলা হয়েছে । পাশাপাশি একটি আলাদা জায়গায় অক্সিজেন দিয়ে ওনার চিকিৎসা চালানো হচ্ছে । বেড ফাঁকা হলে ওনাকে দ্রুত বেড দিয়ে দেওয়া হবে ।’’

কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে

বনগাঁ, 1 মে : কোভিড ইউনিট চালু হওয়ার এক সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বেড সঙ্কট দেখা গেল বনগাঁ মহাকুমা হাসপাতালে । ইউনিটের বাইরে হুইল চেয়ারে বসিয়ে করোনা আক্রান্তকে দেওয়া হচ্ছে অক্সিজেন । শুক্রবার এমনই ছবি ধরা পড়ল উত্তর 24 পরগনা বনগাঁ মহকুমার জীবনরতন ধর হাসপাতালে ।

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের গ্রাফ । রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে বেড সংকট দেখা দিয়েছে । সেই একই ছবি ধরা পড়ল বনগাঁ মহকুমা হাসপাতালে ৷ চলতি মাসের 23 তারিখের এই হাসপাতালে খোলা হয়েছে কোভিড ইউনিট । যেখানে কোভিড আক্রান্তদের জন্য রয়েছে 50 টি শয্যা । সপ্তাহ ঘুরতে না ঘুরতে বেড সঙ্কট দেখা গেল হাসপাতালে ।

জানা গিয়েছে, বনগাঁয় এক ব্যক্তির বৃহস্পতিবার করোনায় আক্রান্ত রিপোর্ট আসে । গতকাল রাতে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ায় শুক্রবার সকালে তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে আসেন । তারপর থেকে একটি হুইল চেয়ারে বসিয়ে অক্সিজেন দিয়ে তাঁকে আইসোলেশন ওয়ার্ডের বাইরের বারান্দায় বসিয়ে রাখা হয়েছে । তাঁকে দিনভর আইসোলেশান ওয়ার্ডের বাইরে বসিয়ে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত ব্যক্তি ।

আরও পড়ুন : উত্তর প্রদেশে পঞ্চায়েত ভোটের গণনা কি পিছিয়ে দেওয়া যেতে পারে, জানতে চাইল সুপ্রিম কোর্ট

বনগাঁ হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, "করোনা ওয়ার্ডে আমাদের 50 টি বেড ভর্তি । ওনাকে অন্য কোনও হাসপাতাল পাঠানোর কথা বলা হয়েছে । পাশাপাশি একটি আলাদা জায়গায় অক্সিজেন দিয়ে ওনার চিকিৎসা চালানো হচ্ছে । বেড ফাঁকা হলে ওনাকে দ্রুত বেড দিয়ে দেওয়া হবে ।’’

কোভিড ইউনিট হওয়ার পরের সপ্তাহেই বেড সংকট বনগাঁ হাসপাতালে
Last Updated : May 1, 2021, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.