বারাসত, 24 জুন : "সরাসরি কোনও রাজ্যের দখল নিতে পারছে না বিজেপি । তাই, ঘুরপথে মহারাষ্ট্র দখল করার চেষ্টা করছে তারা ।" মহারাষ্ট্রের উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এভাবেই গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূল নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। শুক্রবার উত্তর 24 পরগনা জেলা পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বারাসতের রবীন্দ্র ভবনে এক কর্মসূচিতে যোগ দেন অর্জুন । সেখানেই মহারাষ্ট্র ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পদ্ম শিবিরকে আক্রমণ করেন ব্যারাকপুরের সাংসদ (Barrackpore MP Arjun Singh criticises Suvendu Adhikari and BJP Leadership)।
এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকেও এদিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিং । প্রাক্তন বিজেপি নেতা বলেন, "ক্ষমতা থাকলে উনি ব্যারাকপুর লোকসভা নির্বাচনে লড়ে দেখান । তাহলে বুঝতে পারবে, কত ধানে কত চাল।" উল্লেখ্য, ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব পাওয়ার পরই অর্জুনের খাসতালুকে বিশেষভাবে নজর দিতে শুরু করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কয়েকবার সেখানে গিয়ে মিটিং, মিছিলও করেছেন তিনি । এমনকি নিহত বিজেপি নেতা মনীশ শুক্লার পরিবারের সঙ্গে দেখা করে তাঁর খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও সরব হয়েছেন শুভেন্দু ।
আরও পড়ুন : 'একটি সর্বভারতীয় দল সমর্থন করছে আমাদের', শিন্ডের ইঙ্গিত কি গেরুয়া শিবিরের দিকে ?
এই বিষয়ে এদিন অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বিজেপিতে থাকাকালীন এই নিয়ে অনেকবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলাম আমি । তখন কেউ আমার কথা শোনেনি । সিবিআই তদন্তের আপিলও করা হয়েছিল আদালতে । এখন সিবিআই তদন্তের দাবি করে কী হবে ? সিআইডি তদন্ত করছে । পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে । কেউ জামিন পেয়ে যদি আমাকে নমস্কার করার জন্য আসে, তাকে তো আমি বাধা দিতে পারব না !" রাজ্যে বিজেপি'র বর্তমান সাংগঠনিক ক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, "আমি তো আগেই বলেছি বিজেপির কোনও সাংগঠনিক ক্ষমতা এই রাজ্যে নেই । যারা পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে লড়াই করতে পারে না, তারা কীভাবে 2024-এর লোকসভা নির্বাচনে লড়াই করবে ? এখানে ওরা শূন্য ৷"