ব্যারাকপুর, 25 মে: সোনার দোকানে বুধবার সন্ধেয় শুটআউটের ঘটনায় ক্ষোভপ্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং । বৃহস্পতিবার সকালে ব্যারাকপুরের পৌরসভার চেয়ারম্যান উত্তম দাসের সঙ্গে সাংসদ অর্জুন সিং সিংহ জুয়েলার্সের মালিক নীলরতন সিংয়ের বাড়িতে যান । তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান । পরিবারের লোকজন অর্জুন সিং, প্রশাসন ও পুলিশের উপরে ক্ষোভ জানান ।
অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন । বিজেপিতে থাকাকালীন তিনি বারবার পুলিশের উপর ক্ষোভ দেখিয়েছিলেন, এই আইনি ব্যবস্থার ভগ্নদশার জন্য । তবে আজ তিনি বকলমে পুলিশ-প্রশাসনকে দায়ী করেছেন এবং একথাও জানান জনপ্রতিনিধি হিসাবে তাঁদের সঙ্গে পুলিশের কোনওরকম যোগাযোগ নেই । আজ তিনি পুলিশ কমিশনারের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করবেন বলে জানান ।
গতকাল সন্ধ্যায় ডাকাতির ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করায় এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন । সবাই আতঙ্কে রয়েছেন । তাঁদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে ৷ এই সব দুষ্কৃতীদের ধরে তাদের যেন মেরে ফেলা হয় এটাই একমাত্র পথ । এই এলাকায় নিরাপত্তার ক্ষেত্রে ।
প্রসঙ্গত, গতকাল সন্ধে 6টা নাগাদ চারজনের একটি দল ঢুকে ডাকাতি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় দোকানের মালিক নীলরতন সিংহের ছেলে নীলাদ্রির কাছে । এরপর ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ও দোকানের এক কর্মচারীও গুলিবিদ্ধ হন । প্রাথমিক চিকিৎসার পর নীলরতনবাবুকে ছেড়ে দেওয়া হলেও দোকানের কর্মচারী এখনও বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন । গতকাল পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া ঘটনার কথা স্বীকার করেন এবং এর জন্য যা যা করার তাই তাই করবার আশ্বাস দেন ।
ঘটনাস্থলে আজ ফরেনসিক দলের আসার কথা রয়েছে । এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । সাধারণ ও পথচলতি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । ভর সন্ধেবেলায় এই ঘটনা পুলিশি নিরাপত্তার অভাবেই হয়েছে বলে দাবি স্থানীয়দের । মৃত নীলাদ্রি সিংহের দিদি জানান, সারাদিন ওখানে বিভিন্ন ধরনের দুষ্কৃতীদের কার্যকলাপ হলেও পুলিশ কিছু বলে না । মদ্যপ যুবকরা এলাকায় দাপিয়ে বেড়ায় এবং মহিলাদের কটূক্তি করে ৷ কিন্তু তা রুখতে পুলিশের কোনও ভূমিকাই দেখতে পাওয়া যায় না ৷ গতকালের সন্ধ্যার ঘটনার সিসিটিভি ফুটেজ দেখলেই তা বোঝা যায় । যে কতটা নিরাপত্তাহীন এই এলাকা । এতক্ষণ ধরে ডাকাতরা সেখানে তাণ্ডব চালালো, কিন্তু তারা কোথায় গেল, তার এখনও কোনও খোঁজ পেল না পুলিশ । স্বর্ণশিল্পী কারিগরদের পক্ষ থেকে আগামী শনিবার বন্ধ পালন করা হবে বলে জানা গিয়েছে ৷ এইদিন মিছিল করে তারা পুলিশ কমিশনার অফিসে যাবেন ।
আরও পড়ুন : ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানে চলল গুলি, মৃত মালিকের ছেলে