ETV Bharat / state

বকুনির ভয়ে বাড়ি থেকে পালাল ভাই-বোন, উদ্ধার রেল পুলিশের - Barrackpore latest news

পরীক্ষার নম্বর ভালো না হওয়ায় মা বকতে পারে, এই ভয়ে বাড়ি থেকে পালিয়েছিল দুই শিশু । তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ব্যারাকপুর রেলপুলিশ ।

barrackpore
barrackpore
author img

By

Published : Dec 11, 2019, 1:22 AM IST

Updated : Dec 11, 2019, 5:32 AM IST

ব্যারাকপুর , ১১ ডিসেম্বর : স্কুলের পরীক্ষায় ভাল নম্বর পায়নি । মা বকবে । এই ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল দুই নাবালক । তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ব্যারাকপুর রেলপুলিশ । এক যুবতির সহযোগিতায় দুই নাবালককে উদ্ধার করা হয়েছে ।

মাঝেরহাট-রানাঘাট লোকালে ওই যুবতির নজরে আসে সাত এবং আট বছরের দুই নাবালক । অন্যান্য দিনের মতই সন্ধ্যা ৭:৫০ মিনিটে বেলঘড়িয়া স্টেশনে ঢোকে ট্রেনটি । ট্রেনে ওই দুই নাবালককে দেখে সন্দেহ হয় কলেজ পড়ুয়া ওই যুবতির । নাম জিজ্ঞাসা করেন তিনি । তখনই কান্নায় ভেঙে পড়ে ভাই-বোন । তারা জানায়, বাড়ি বড়বাজারের জোড়াবাগান এলাকায় । মা বকাবকি করার ভয়ে পালিয়ে এসেছিল ৷ তারপর বড়বাজার রেলস্টেশনে এসে পৌঁছায় । সেই মুহূর্তে কী করবে বুঝতে পারেনি । তখন প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়েছিল । সেই ট্রেনে উঠে পড়ে তারা ।

দেখুন ভিডিয়ো

এরপর সেই যুবতি দুই ভাই-বোনকে নিয়ে ব্যারাকপুর স্টেশনে নামে ও GRPS-এ নিয়ে যায় । সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রশ্ন করা হয় কেন তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে । উত্তরে তারা বলে, "স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় মা বকাবকি করবে বলে ভয় পেয়েছিলাম । তাই বাড়ি থেকে পালিয়েছি।" পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । বাবা-মা এসে বারাকপুর GRPS থেকে তাঁদের ছেলে ও মেয়েকে ফিরিয়ে নিয়ে যান । ধন্যবাদ জানান পুলিশ এবং ওই যুবতিকে ।

ব্যারাকপুর , ১১ ডিসেম্বর : স্কুলের পরীক্ষায় ভাল নম্বর পায়নি । মা বকবে । এই ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল দুই নাবালক । তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ব্যারাকপুর রেলপুলিশ । এক যুবতির সহযোগিতায় দুই নাবালককে উদ্ধার করা হয়েছে ।

মাঝেরহাট-রানাঘাট লোকালে ওই যুবতির নজরে আসে সাত এবং আট বছরের দুই নাবালক । অন্যান্য দিনের মতই সন্ধ্যা ৭:৫০ মিনিটে বেলঘড়িয়া স্টেশনে ঢোকে ট্রেনটি । ট্রেনে ওই দুই নাবালককে দেখে সন্দেহ হয় কলেজ পড়ুয়া ওই যুবতির । নাম জিজ্ঞাসা করেন তিনি । তখনই কান্নায় ভেঙে পড়ে ভাই-বোন । তারা জানায়, বাড়ি বড়বাজারের জোড়াবাগান এলাকায় । মা বকাবকি করার ভয়ে পালিয়ে এসেছিল ৷ তারপর বড়বাজার রেলস্টেশনে এসে পৌঁছায় । সেই মুহূর্তে কী করবে বুঝতে পারেনি । তখন প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়েছিল । সেই ট্রেনে উঠে পড়ে তারা ।

দেখুন ভিডিয়ো

এরপর সেই যুবতি দুই ভাই-বোনকে নিয়ে ব্যারাকপুর স্টেশনে নামে ও GRPS-এ নিয়ে যায় । সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রশ্ন করা হয় কেন তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে । উত্তরে তারা বলে, "স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় মা বকাবকি করবে বলে ভয় পেয়েছিলাম । তাই বাড়ি থেকে পালিয়েছি।" পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । বাবা-মা এসে বারাকপুর GRPS থেকে তাঁদের ছেলে ও মেয়েকে ফিরিয়ে নিয়ে যান । ধন্যবাদ জানান পুলিশ এবং ওই যুবতিকে ।

Intro:মায়ের বকুনি ভয়ে বাড়ি থেকে পালিয়ে শেষপর্যন্ত ব্যারাকপুর রেল পুলিশের হাতে উদ্ধার দুই শিশুBody:আরপিএফ ও এক কলেজছাত্রীর সহযোগিতায় উদ্ধার হলো দুই নাবালক আপ মাঝেরহাট রানাঘাট লোকাল 7:50 বেলঘড়িয়া স্টেশন ঢোকার পর ওই কলেজছাত্রী দেখতে পান 2 ছাত্র-ছাত্রী ট্রেনের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে আছে তাদের দুজনকে দেখে ওই ছাত্রী সন্দেহ হয়. সাত ও আট বছরের বাচ্চা ছেলে মেয়ে. জিজ্ঞাসাবাদ করলে কান্নায় ভেঙে পড়ে ওই দুই কিশোর-কিশোরী তিন নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ঢুকলে আরপিএফ এর সঙ্গে যোগাযোগ করে ওই কলেজ ছাত্রী বারাকপুর স্টেশনে তাদের নামানো হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করতে তারা বলে বড়বাজারে জোড়াবাগান এলাকায় তাদের বাড়ি মা বকাবকি করায় দুই ভাইবোন বাড়ি থেকে বেরিয়ে আসে বড়বাজার স্টেশন থেকে তারা কিছু না বুঝে ট্রেনে উঠে পড়ে। আরপিএফ তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় মা স্কুলের রেজাল্ট খারাপ হওয়ায় বকাবকি করবে সেই ভয়ে তারা বাড়ি থেকে পালিয়েছে। দুজনই ক্লাস টু এর ছাত্র ছাত্রী. আরপিএফ যোগাযোগ করে তার পরিবারের সাথে. বাবা-মা এসে বারাকপুর স্টেশন থেকে আরপিএফ এর কাছ থেকে নিয়ে যায় তাদের ছেলে ও মেয়েকেConclusion:
Last Updated : Dec 11, 2019, 5:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.