ETV Bharat / state

ইটভাটার 135টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য "সমন্বয়"-এর

author img

By

Published : May 1, 2020, 8:05 PM IST

লকডাউনে ইটভাটার অভুক্ত শ্রমিক পরিবারগুলির হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বারাসতের "সমন্বয়" নামে একটি সামাজিক সংগঠন ।

barasat samannay gave food stuff to 135 families , north 24 paraganas
লকডাউনে ইটভাটার 135 টি পরিবারের হাতে খাবার তুলে দিল বারাসতের 'সম্বনয়'

বারাসত, 1 মে : লকডাউনে ইটভাটার শ্রমিকদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বারাসতের "সমন্বয়" নামে একটি সামাজিক সংগঠন । সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পান্নাঝিল ডেভেলপমেন্ট কমিটিও । আজ মে দিবসে ইটভাটার প্রায় 135 শ্রমিক পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

আজ সকালে দত্তপুকুরের জগন্নাথপুরের কাছে একটি ইটভাটায় খাদ্যসামগ্রী , দুধ, কলা নিয়ে পৌঁছে যান সংগঠনের সদস্যরা । এরপর, সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় শ্রমিক পরিবারগুলির হাতে । খাদ্যসামগ্রী পেয়ে খুশি ইটভাটার শ্রমিক পরিবার ।

বারাসত, দত্তপুকুর সহ জেলার কয়েকটি ইটভাটায় বিহার, ঝাড়খণ্ড থেকে আসা অনেকেই কাজ করছেন ৷ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কোনওরকমে ইটভাটায় দিন কাটাচ্ছেন তাঁরা । এরই মধ্যে কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । এর জেরে বিভিন্ন কলকারখানার মতো বন্ধ রাখতে হয়েছে ইটভাটাগুলো । ফলে, থমকে গিয়েছে ইটভাটার শ্রমিকদের জীবনযাপনও । একদিকে কাজ নেই । অন্যদিকে হাতে অর্থ না থাকায় সমস্যায় পড়েছেন । কখনও আধপেটা আবার কখনও অনাহারে থেকেই তাঁদের দিন কাটছে ৷ অভিযোগ, রেশন কার্ড না থাকায় রেশন ব্যবস্থার সুবিধাও পাচ্ছেন না তাঁরা ৷ এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াল বারাসতের "সমন্বয়" ও পান্নাঝিল ডেভেলপমেন্ট কমিটি । চাল, ডাল, আলু, সবজি সহ অন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওই পরিবারগুলির হাতে ।

এবিষয়ে "সমন্বয়"-এর কর্মকর্তা রজত বিশ্বাস বলেন, "লকডাউনে কাজ হারিয়ে কষ্টের মধ্যে রয়েছেন অনেকে । তাঁদের অনেকের ঠিকমতো খাবার জুটছে না । এই অবস্থায় যতদিন লকডাউন চলছে, ততদিন আমরা সংগঠনগতভাবে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি । আজও 135 পরিবারের হাতে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছি । শিশুদের দেওয়া হয়েছে কলা ও দুধের প্যাকেটও । এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে ৷ "

বারাসত, 1 মে : লকডাউনে ইটভাটার শ্রমিকদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল বারাসতের "সমন্বয়" নামে একটি সামাজিক সংগঠন । সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পান্নাঝিল ডেভেলপমেন্ট কমিটিও । আজ মে দিবসে ইটভাটার প্রায় 135 শ্রমিক পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ।

আজ সকালে দত্তপুকুরের জগন্নাথপুরের কাছে একটি ইটভাটায় খাদ্যসামগ্রী , দুধ, কলা নিয়ে পৌঁছে যান সংগঠনের সদস্যরা । এরপর, সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় শ্রমিক পরিবারগুলির হাতে । খাদ্যসামগ্রী পেয়ে খুশি ইটভাটার শ্রমিক পরিবার ।

বারাসত, দত্তপুকুর সহ জেলার কয়েকটি ইটভাটায় বিহার, ঝাড়খণ্ড থেকে আসা অনেকেই কাজ করছেন ৷ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কোনওরকমে ইটভাটায় দিন কাটাচ্ছেন তাঁরা । এরই মধ্যে কোরোনা মোকাবিলায় দেশজুড়ে জারি হয়েছে লকডাউন । এর জেরে বিভিন্ন কলকারখানার মতো বন্ধ রাখতে হয়েছে ইটভাটাগুলো । ফলে, থমকে গিয়েছে ইটভাটার শ্রমিকদের জীবনযাপনও । একদিকে কাজ নেই । অন্যদিকে হাতে অর্থ না থাকায় সমস্যায় পড়েছেন । কখনও আধপেটা আবার কখনও অনাহারে থেকেই তাঁদের দিন কাটছে ৷ অভিযোগ, রেশন কার্ড না থাকায় রেশন ব্যবস্থার সুবিধাও পাচ্ছেন না তাঁরা ৷ এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াল বারাসতের "সমন্বয়" ও পান্নাঝিল ডেভেলপমেন্ট কমিটি । চাল, ডাল, আলু, সবজি সহ অন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ওই পরিবারগুলির হাতে ।

এবিষয়ে "সমন্বয়"-এর কর্মকর্তা রজত বিশ্বাস বলেন, "লকডাউনে কাজ হারিয়ে কষ্টের মধ্যে রয়েছেন অনেকে । তাঁদের অনেকের ঠিকমতো খাবার জুটছে না । এই অবস্থায় যতদিন লকডাউন চলছে, ততদিন আমরা সংগঠনগতভাবে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছি । আজও 135 পরিবারের হাতে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়েছি । শিশুদের দেওয়া হয়েছে কলা ও দুধের প্যাকেটও । এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.