বারাসত, 26 মার্চ : বৃহস্পতিবার রামপুরহাটের বগটুইয়ে দাঁড়িয়ে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র, বোমা উদ্ধারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee orders) ৷ তাঁর এই নির্দেশের পরই বিভিন্ন জেলায় তৎপরতা শুরু হয়েছে পুলিশের ৷ যার থেকে ব্যতিক্রম নয় বারাসত জেলা পুলিশও । মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই উত্তর 24 পরগনা জেলার পুলিশ কর্তাদের তৎপরতা চোখে পড়ার মতো ৷ পরপর দু'দিনে বারাসত, দত্তপুকুর, হাবরা, অশোকনগর, দেগঙ্গা, আমডাঙা প্রভৃতি থানা এলাকা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র, কার্তুজ, বোমা উদ্ধার হয়েছে (Barasat police seized illegal arms and ammunition) ৷ মোট সাত কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিশ। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷
রামপুরহাট কাণ্ডের পরই অস্ত্র উদ্ধারে কড়া পদক্ষেপ করতে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ এর পরেই প্রত্যেক জেলা পুলিশের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয় রাজ্য পুলিশের তরফে ৷ 10 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বেআইনি অস্ত্র উদ্ধারে স্পেশাল ড্রাইভ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সূত্রের খবর, রাজ্য পুলিশের ডিজির তরফ থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারটের পুলিশ কমিশনারের কাছে এই সংক্রান্ত নির্দেশের কপি এসে পৌঁছায় দু'দিন আগেই ৷ এরপরই বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ।
আরও পড়ুন : বীরভূমের মারগ্রামে উদ্ধার 200টি বোমা
বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকরী করতে স্পষ্ট বার্তা দেওয়া হয় । নির্দেশ পেয়েই সক্রিয় হয়ে ওঠেন বারাসত পুলিশ জেলার অন্তর্গত প্রতিটি থানার আইসি এবং ওসি-রা। পরপর দু'দিনে পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র,বোমা ও বন্দুক উদ্ধার হয় । শুধু বোমা এবং বন্দুক উদ্ধারই নয়, বিশেষ অভিযান চালিয়ে সাত কুখ্যাত দুষ্কৃতীকেও পাকড়াও করা হয়েছে । জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত ও লাগোয়া দত্তপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। একই সঙ্গে হাবরা, দেগঙ্গা ও আমডাঙা থানা এলাকা থেকে 6টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে । অশোকনগরে আবার উদ্ধার হয়েছে ৩টি বোমা । সবমিলিয়ে, এই সমস্ত থানা এলাকা থেকে মোট 8টি আগ্নেয়াস্ত্র, 10 রাউন্ড কার্তুজ ও 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ । গ্রেফতার হয়েছে সাত কুখ্যাত দুষ্কৃতীকে । এই প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন,"এই ধরণের অভিযান লাগাতার চলবে। বিভিন্ন থানা এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং বোমা উদ্ধার করাই হবে অভিযানের মূল লক্ষ্য"।