বারাসত , 31 মার্চ : কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঘরে থাকার বার্তা দিতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে বারাসত থানার পুলিশ । কখনও পরিস্থিতি সামাল দিতে তাঁদের যেমন কঠোর হতে দেখা যাচ্ছে , তেমনই আবার কখনও বুঝিয়ে ঘরে পাঠাতে হচ্ছে আমজনতাকে । পাশাপাশি আজ বারাসতের পুলিশকে সম্পূর্ণ এক অন্য ভূমিকায় দেখা গেল । গরিব মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিল বারাসত থানার পুলিশ । আর তা করা হল সামাজিক দূরত্ব বজায় রেখেই । পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি আমজনতা ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । আর তার জেরে বন্ধ ব্যবসা-বাণিজ্য । অনেকের আবার কাজ না থাকায় অসহায়, অনাহারে দিন কাটাচ্ছেন । এই পরিস্থিতিতে সেই সমস্ত অসহায়,দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই নির্দেশ অনুযায়ী বারাসত পৌর এলাকার হতদরিদ্র , দুস্থ মানুষের পাশে দাঁড়ায় পুলিশ । গত কয়েকদিন ধরে এই কাজ ধারাবাহিকভাবে চলছিল । আজও পুলিশকে দেখা গেল , পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে গিয়ে অসহায় মানুষের মধ্যে চাল,ডাল,তেল-সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিতে । আর তা করার সময় সামাজিক দূরত্বের ওপর জোর দেয় পুলিশ । এই কাজে তদারকি করতে দেখা যায় বারাসতের মহকুমা পুলিশ আধিকারিক সত্যব্রত চক্রবর্তী , IC দীপঙ্কর ভট্টাচার্যকে । সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে এলাকার বাসিন্দাদের কোরোনা নিয়ে সচেতন ও সতর্ক করা হয়েছে পুলিশের তরফে ।
এই বিষয়ে বারাসত থানার IC দীপঙ্কর ভট্টাচার্য বলেন ,"লকডাউনের জেরে সবচেয়ে অসুবিধের মধ্যে পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ ।লকডাউন চলায় তাঁরা কাজেও যেতে পারছেন না । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য । দেশের এই পরিস্থিতিতে এখন যদি পাশে না দাঁড়াই তাহলে আর কবে দাঁড়াব ! অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর ।" তাঁর কথায়,"সাধারণ মানুষের কাছে আমরা আবারও আবেদন করছি , প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোবেন না । কোনও অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন । আমরাই সহযোগিতা করব ।"