বারাসত, 29 ডিসেম্বর: ইটিভি ভারতে প্রকাশিত খবরের জেরে অবশেষে হুঁশ ফিরল বারাসত পৌরসভার (Barasat Municipality) । দিনের পর দিন অবহেলায় পড়ে থাকা মহান বিপ্লবী এবং মনীষীদের মর্মর মূর্তিগুলির (statue of eminent personalities) পরিচর্যায় নামল তৃণমূল পরিচালিত বারাসত পৌরবোর্ড । যা কিছুটা হলেও প্রলেপ লাগল শহরবাসীর ক্ষোভে । পৌরসভার এই উদ্যোগকে বাসিন্দারা সাধুবাদ জানালেও ধূলোর আস্তরণ এবং বিষ্ঠায় মুখ ঢাকা মনীষীদের মূর্তির যাতে যথাযথ মর্যাদা দেওয়া হয় তারও দাবি রেখেছেন পৌর কর্তৃপক্ষের কাছে । যদিও, মনীষীদের মর্মর মূর্তিগুলির পরিচর্যা কিংবা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে পৌরসভার উদ্যোগের অভাব নেই বলে দাবি করেছেন উপ পৌরপ্রধান তাপস দাশগুপ্ত ।
দেড়শো বছরেরও অধিক প্রাচীন শহর উত্তর 24 পরগনা জেলাসদর বারাসত । এর আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস । এই শহরেই একসময় মহান বিপ্লবী এবং নমস্য মনীষীদের পায়ের ধূলো পড়েছিল । সেই মহান ইতিহাসের সাক্ষীস্বরূপ শহরের নানা প্রান্তে স্থাপন করা হয় মনিষীদের একাধিক মর্মর মূর্তি । ঘটা করে সেসবের উদ্ধোধন করা হলেও সেগুলোর যত্ন নেওয়া হয় না বলে অভিযোগ । কার্যত পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে দিনের পর দিন অবহেলায় পড়ে থেকে ধূলোর আস্তরণে মুখ ঢেকেছে মহান বিপ্লবী ও মনীষীদের মর্মর মূর্তিগুলি । সেই খবরই সবার প্রথমে তুলে ধরেছিল ইটিভি ভারত ।
গত 16 ডিসেম্বর ইটিভি ভারতে প্রকাশিতও হয়েছিল মহান বিপ্লবী এবং মনীষীদের বেহাল দশায় পড়ে থাকার ঘটনার খবর । প্রকাশিত খবরের জেরেই শেষে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ । তৃণমূলের পৌর বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নেয়, অবহেলিত মহান বিপ্লবী এবং মনীষীদের মর্মর মুর্তিগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে আবারও হাত দেওয়া হবে । সেই মতো বৃহস্পতিবার থেকে পরিচর্যার কাজ শুরু হয় পৌরসভার উদ্যোগে ।
এদিন সকাল থেকেই পৌরসভার 17,19,22 এবং 5 নম্বর ওয়ার্ডের একের পর এক মুর্তি জল দিয়ে পরিষ্কার করার কাজে নামে সাফাই কর্মীরা । দাঁড়িয়ে থেকে সেই কাজের তদারকি করতে দেখা যায় পৌরসভার উপ পৌরপ্রধান তাপস দাশগুপ্ত এবং পৌর পারিষদ সৌমেন আচার্যকে । একসময় নিজের হাতেই জলের ফোর্স পাইপ তুলে নেন তাঁরা ।
আরও পড়ুন: ধুলো আর বিষ্ঠায় ঢাকছে মনীষীদের মূর্তি ! ক্ষুব্ধ বারাসত
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর বারাসত পৌরসভার তৃণমূল পরিচালিত নয়া বোর্ড প্রতিশ্রুতি দিয়েছিল, শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সমস্ত মহান বিপ্লবী এবং মনীষীদের মর্মর মুর্তিগুলি মাসে অন্তত দু'বার করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে । কিন্তু, সেই প্রতিশ্রুতির পরও সেদিকে ফিরে তাকায়নি পৌরসভা ! বাস্তবে তৃণমূলের পৌরসভাকে কোনও উদ্যোগই নিতে দেখা যায়নি । যা নিয়ে পৌরসভার ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করে । ক্ষোভ প্রকাশ করে শহরবাসীও ।
এরপরই পৌর কর্তৃপক্ষের এই পদক্ষেপ । যার প্রশংসা করতে ভুলছেন না বাসিন্দাদের একাংশ । এই বিষয়ে শুভ্র দত্ত নামে শহরের এক বাসিন্দা বলেন, "বিপ্লবী ও মনীষীদের যথাযথ মর্যাদা দেওয়া উচিত । তাঁদের মর্মর মুর্তিগুলি অবহেলায় পড়ে থাকলে তার চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারেনা । আমরা চাই, পৌর কর্তৃপক্ষ নিয়মিত পরিচর্চা করে মনীষীদের যথাযথ সন্মান দিক । ভালো লাগছে পৌরসভা এই পদক্ষেপ নেওয়ায় । "একই সুর শোনা গিয়েছে গণেশ নাগ নামে শহরের আরেক বাসিন্দার গলাতেও । তাঁর কথায়, "উপ পৌরপ্রধান এবং পৌর পারিষদ দু'জনে দাঁড়িয়ে থেকে যেভাবে মূর্তি পরিষ্কারের কাজে তদারকি করছেন, তা সত্যিই প্রশংসনীয় । পৌর কর্তৃপক্ষ এভাবেই মূর্তিগুলির নিয়মিত পরিচর্চা করুক, সেটাই আমরা চাই ।"
আরও পড়ুন: জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, বারাসতে যত্রতত্র পড়ে আবর্জনা
এদিকে, বিষয়টি নিয়ে পৌরসভার উপ পৌরপ্রধান ও জেলা তৃণমূল নেতা তাপস দাশগুপ্ত বলেন, "ইটিভি ভারতকে আমরা সাধুবাদ জানাই, তারাই প্রথমে নজরে এনেছিল বিষয়টি । সেই খবর দেখেই আমরা উদ্যোগী হয়েছি শহরের বিভিন্ন প্রান্তের মনীষীদের মর্মর মূর্তিগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে । কিছু সমস্যা থাকায় আমাদের সিদ্ধান্ত বাস্তবায়িত করতে দেরি হয়েছিল ঠিকই । কিন্তু, এখন থেকে মাসে দু'বার করে নিয়মিত পরিচর্চা করা হবে মহান বিপ্লবী ও মনীষীদের মর্মর মুর্তিগুলি । প্রতিশ্রুতি পালন এবার আর কোনও সমস্যা হবে না ।"