বারাসত, 10 সেপ্টেম্বর: ট্রেকিংয়ে যাওয়া বরাবরই নেশা ছেলেটার ! সেই নেশায় এবারও বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে । উদ্দেশ্য ছিল হিমাচল প্রদেশের (Himachal Pradesh) দুর্গম 'মাউন্ট আলি রত্নি টিব্বা' (Mount Ali Ratni Tibba) শৃঙ্গ জয় করে বাংলার মুখ উজ্জ্বল করা । কিন্তু তার আগেই বিপত্তি সন্মুখীন হতে হয় ৷ পর্বতশৃঙ্গ অভিযানের ট্রেকিংয়ে গিয়ে খারাপ আবহাওয়ার মুখে পড়ে খোঁজ মিলছে না উত্তর 24 পরগনার বারাসতের হৃদয়পুরের বাসিন্দা চিন্ময় মণ্ডলের (Chinmay Mandal) । তাঁরই সঙ্গে নিখোঁজ রয়েছেন বাংলার আরও তিন অভিযাত্রী অভিজিৎ বণিক, দিবস দাস এবং বিনয় দাসও (Four trekkers from West Bengal missing) ।
তাঁরা সকলেই কলকাতার বাসিন্দা । ট্রেকিং করতে গিয়ে ছেলের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকেই চরম উৎকন্ঠায় দিন কাটছে চিন্ময়ের পরিবারের (Chinmay Mandal family worried for him) । ছেলের ছবি বুকে জড়িয়ে অঝোরে কেঁদে চলেছেন মা প্রমিলা মণ্ডল । বারবার একটাই আর্তি জানিয়ে চলেছেন, "সুস্থ অবস্থায় আমার ছেলেটাকে তোমরা ফিরিয়ে দাও । জানি না ছেলে কী অবস্থায় রয়েছে ।"
হৃদয়পুরের শান্তিনগরে বাবা, মা, ভাই, বৌদি ও এক দিদিকে নিয়ে থাকেন বছর 42'র চিন্ময় । বাড়িতেই ব্যাগের কারখানা রয়েছে তাঁর । এছাড়া বিভিন্ন ট্রেকিং সেন্টারে গিয়ে মাঝেমধ্যে প্রশিক্ষণও দিয়ে থাকেন তিনি ।
পরিবার সূত্রে খবর, 18 অগস্ট বাড়ি থেকে হিমাচল প্রদেশের কুলুর উদ্দেশ্যে ট্রেকিং করার জন্য রওনা হয়েছিলেন চিন্ময় । সঙ্গী হয়েছিলেন আরও পাঁচ পর্বতারোহী । সেখানে পৌঁছে একটি বেস ক্যাম্পে থাকতে শুরু করেন বাংলার ছয় অভিযাত্রী (Bengal Trekker Missing in Kullu)।
বেস ক্যাম্প থেকে চলতি মাসের 7 সেপ্টেম্বর চিন্ময়-সহ ওই চার পর্বতারোহী ট্রেকিং করার জন্য রওনা হয় 'মাউন্ট আলি রত্নি টিব্বা' শৃঙ্গের দিকে । বাকি দু'জন অসুস্থ থাকায় সেই সময় সঙ্গী হননি তাঁদের । যাওয়ার আগে বেস ক্যাম্পের রাধুনি অর্থাৎ শেরপাকে বলে গিয়েছিলেন রান্না করা খাবার ট্রেকিং থেকে ফিরে এসে খাবেন। কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেলেও ওই চার অভিযাত্রী ফিরছেন না দেখে, চিন্তায় পড়ে যান শেরপা । কোনও উপায় না-দেখে শেষে দুই ট্রেকারকে নিয়ে তিনি কুলুর মালানার কাছে ওয়াচেম নামে একটি গ্রামে পৌঁছে যোগাযোগ করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে । এরপরই ঘটনাটি সামনে আসে ।
এদিকে, চার অভিযাত্রীর নিখোঁজের খবর বাড়িতে পৌঁছতেই দুশ্চিন্তার প্রহর গুণছে পরিবার । চিন্তায় দু-চোখের পাতা এক করতে পারছে না চিন্ময়ের পরিবারের লোকেরাও । প্রশাসনের কাছে আর্জি, যেভাবেই হোক নিখোঁজ চার পর্বতারোহীকে খুঁজে বার করা হোক । প্রশাসন যেন এই কাজে দ্রুত উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠায় । যত দেরি হবে, বিপদ ততই বাড়বে বলে আশঙ্কা পরিবারের সদস্যদের ।
আরও পড়ুন: কুলুতে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী