বারাসত, 22 অক্টোবর: করোনার প্রকোপ কাটিয়ে পুজোর শহর বারাসতে আবারও নতুন উদ্যমে শুরু হয়েছে কালীপুজোর আরোধনা (Kali Puja 2022) । যা গত দু'বছর করোনার জেরে কোথায়ও যেন ভাটা পড়েছিল। ফলে ধুমধাম করে ফের এখানে কালীপুজোর আয়োজন হওয়ায় দর্শনার্থীদের নজর থাকবে বিগ বাজেটের পুজো মণ্ডপগুলির দিকে। বারাসতের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই আগুয়ান সঙ্ঘ।
এবছর আবার 50তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো কমিটি (Barasat Aguan Sangha Celebrates Their Kali Puja) । এটি আবার বিধায়কের পাড়ার পুজোও বটে। পুজো কমিটির প্রধান হলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) নারায়ণ গোস্বামী। তার ফলে শাসকদলের বিধায়ক এবং পুজো কমিটির কর্মকর্তাদের পরিকল্পনায় আকর্ষিত হতে চলেছে 50 ফুটের এই কালী। দু'পাশে পাহাড়ের ঠিক মাঝে শোভা বাড়িয়েছে সুবিশাল এই মাতৃ প্রতিমা। যা নিঃসন্দেহে দর্শনার্থীদের নজর কাড়বে বলেই মত পুজো কমিটির কর্মকর্তাদের।
এই বিষয়ে পুজো কমিটির সম্পাদক পীযূষ কান্তি দাস বলেন, "50তম বর্ষে আমাদের থিম 'মা'। মাকে এবছর আমরা আগুয়ান সঙ্ঘের মাঠে নিয়ে এসেছি। উচ্চতার কথা যখনই আমাদের মাথায় আসে তখনই সবার প্রথমে মায়ের কথা মনে পড়ে। তাই, পাহাড়ের থেকেও বেশি উচ্চতায় মায়ের প্রতিমা গড়ার কথা ভেবেছি আমরা। সেই মতো 50 ফুট উচ্চতার কালী প্রতিমা স্থান পেয়েছে পুজো মণ্ডপে।"
আরও পড়ুন: 'ভূত মহল'-এর পর কালীপুজোয় বিশেষ আকর্ষণ 'ভূতুড়ে হাসপাতাল'
তিনি আরও বলেন, "পুলিশ প্রশাসনের নির্দেশ মেনে এবছর আমরা কোনও ধরনের ভিআইপি পাস রাখছি না। কৃত্রিমভাবে ভিড় তৈরির চেষ্টাও করব না আমরা। দর্শনার্থীদের কাছে আবেদন তাঁরা যেন ভিড় সামাল দিতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। ক্লাবের সদস্যরাও ভিড় সামাল দিতে প্রস্তুত রয়েছে।" অন্যদিকে, যার হাত ধরে 50 ফুটের সুবিশাল এই কালী প্রতিমা গড়ে উঠেছে তিনি শিল্পী শুভাশিস সিকদার ৷ তাঁর কথায়, "বারাসতে বিগ বাজেটের অনেক পুজোয় হচ্ছে। তবে, এত বড় প্রতিমা বারাসতে এই প্রথম। শিল্পী হিসেবে আমি আমার কাজ করেছি। এবার বাকিটা বিচার করার বিষয় দর্শনার্থীদের।"