ETV Bharat / state

সীমান্তে গ্রেপ্তার 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী - ভারতীয় সীমানা

চোরাপথে বাংলাদেশ যাওয়ার পথে দুই শিশুসহ 6 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করে BSF ৷ ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় ৷

Ghaighata Thana
গাইঘাটা থানা
author img

By

Published : Feb 21, 2020, 1:55 AM IST

গাইঘাটা, 20 ফেব্রুয়ারি : অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে দুই শিশুসহ 6 বাংলাদেশিকে পাকড়াও করল BSF । গতকাল রাতে BSF তাদের পাকড়াও করে গাইঘাটা পুলিশের হাতে তুলে দেয় । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে চোরাপথে বাংলাদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের ৷ গত দু’তিন মাসে বনগাঁ মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী পাকড়াও করেছে ৷

খোদ BSF-এর ADG বনগাঁ সীমান্ত পরিদর্শন করে যাওয়ার পরেও রোখা যায়নি বেআইনি পারাপার ৷ গতকাল রাতে গাইঘাটার আংরাইল সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাওয়ার সময় দুই শিশুসহ ছয় বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনীর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাকড়াও করেন । আজ BSF-এর পক্ষ থেকে তাদের গাইঘাটা থানার হেপাজতে তুলে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনালি বিশ্বাস (২১), মুন্নালাল মুনশি (৩৩), মহম্মদ তুফান ইসলাম (৪০), সজল মণ্ডল (১৮) । তাদের সঙ্গে দুই শিশু রযেছে। তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল ও বাগেরহাট জেলায় । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে । বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

পুলিশের প্রাথমিক অনুমান, NRC ও সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনেকেই দেশে ফিরতে চাইছে । তারা একসময় চোরাপথে ভারতীয় সীমানায় ঢুকেছিল । তাদের কাছে বৈধ কাগজপত্র নেই ।

গাইঘাটা, 20 ফেব্রুয়ারি : অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে দুই শিশুসহ 6 বাংলাদেশিকে পাকড়াও করল BSF । গতকাল রাতে BSF তাদের পাকড়াও করে গাইঘাটা পুলিশের হাতে তুলে দেয় । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে ।

NRC ও নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে চোরাপথে বাংলাদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের ৷ গত দু’তিন মাসে বনগাঁ মহকুমার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বেশ কিছু বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী পাকড়াও করেছে ৷

খোদ BSF-এর ADG বনগাঁ সীমান্ত পরিদর্শন করে যাওয়ার পরেও রোখা যায়নি বেআইনি পারাপার ৷ গতকাল রাতে গাইঘাটার আংরাইল সীমান্ত দিয়ে চোরাপথে বাংলাদেশ যাওয়ার সময় দুই শিশুসহ ছয় বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনীর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা পাকড়াও করেন । আজ BSF-এর পক্ষ থেকে তাদের গাইঘাটা থানার হেপাজতে তুলে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সোনালি বিশ্বাস (২১), মুন্নালাল মুনশি (৩৩), মহম্মদ তুফান ইসলাম (৪০), সজল মণ্ডল (১৮) । তাদের সঙ্গে দুই শিশু রযেছে। তাদের বাড়ি বাংলাদেশের বরিশাল ও বাগেরহাট জেলায় । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে । বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

পুলিশের প্রাথমিক অনুমান, NRC ও সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনেকেই দেশে ফিরতে চাইছে । তারা একসময় চোরাপথে ভারতীয় সীমানায় ঢুকেছিল । তাদের কাছে বৈধ কাগজপত্র নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.