গাইঘাটা, 24 জানুয়ারি : BSF-এর হেপাজতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ BSF অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷
উত্তর 24 পরগনার গাইঘাটার ডোবারপাড়া BSF ক্যাম্পে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ঘিরে বিতর্ক ৷ মৃত হানিফ আলি (32) বাংলাদেশের যশোরের বাসিন্দা ৷ BSF সূত্রে খবর, পরশুদিন সকালে ডোবারপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই অনুপ্রবেশকারী ৷ সেইসময় BSF-এর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করেন ৷ একজন পালিয়ে গেলেও হানিফ ধরা পড়ে ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডোবারপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে হানিফ ৷ তৎক্ষণাত তাকে বনগাঁর জীবন ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷
হানিফের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মৃতের আত্মীয় নাসির হোসেন অভিযোগ করেন, ''BSF জওয়ানরাই হানিফকে পিটিয়ে খুন করেছে ৷ মারধরের পর ও বমি করে ৷ ওইভাবেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আমরা এর বিচার চাই ৷’'
BSF-এর পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, ''অসুস্থ হয়েই হানিফের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ জীবন ধর হাসপাতালের ওয়ার্ড মাস্টার অখিল মণ্ডল বলেন, ‘BSF-এর জওয়ানরা হানিফকে হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷’'