ETV Bharat / state

BSF-এর হেপাজতে মৃত বাংলাদেশি, বিতর্ক - ডোবারপাড়া BSF ক্যাম্পে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু

গাইঘাটার ডোবারপাড়া BSF ক্যাম্পে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ঘিরে বিতর্ক ৷ মৃত হানিফ আলি (32) বাংলাদেশের যশোরের বাসিন্দা ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে৷

Bangladeshi death in BSF Camp
মৃত হানিফ আলি
author img

By

Published : Jan 24, 2020, 8:17 AM IST

Updated : Jan 24, 2020, 9:40 AM IST

গাইঘাটা, 24 জানুয়ারি : BSF-এর হেপাজতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ BSF অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷

উত্তর 24 পরগনার গাইঘাটার ডোবারপাড়া BSF ক্যাম্পে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ঘিরে বিতর্ক ৷ মৃত হানিফ আলি (32) বাংলাদেশের যশোরের বাসিন্দা ৷ BSF সূত্রে খবর, পরশুদিন সকালে ডোবারপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই অনুপ্রবেশকারী ৷ সেইসময় BSF-এর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করেন ৷ একজন পালিয়ে গেলেও হানিফ ধরা পড়ে ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডোবারপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে হানিফ ৷ তৎক্ষণাত তাকে বনগাঁর জীবন ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

হানিফের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মৃতের আত্মীয় নাসির হোসেন অভিযোগ করেন, ''BSF জওয়ানরাই হানিফকে পিটিয়ে খুন করেছে ৷ মারধরের পর ও বমি করে ৷ ওইভাবেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আমরা এর বিচার চাই ৷’'

মৃতের আত্মীয়

BSF-এর পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, ''অসুস্থ হয়েই হানিফের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ জীবন ধর হাসপাতালের ওয়ার্ড মাস্টার অখিল মণ্ডল বলেন, ‘BSF-এর জওয়ানরা হানিফকে হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷’'

নিষিদ্ধ তরল মাদকসহ গ্রেপ্তার 1

গাইঘাটা, 24 জানুয়ারি : BSF-এর হেপাজতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে মারা হয়েছে ৷ মৃতের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ BSF অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ৷

উত্তর 24 পরগনার গাইঘাটার ডোবারপাড়া BSF ক্যাম্পে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু ঘিরে বিতর্ক ৷ মৃত হানিফ আলি (32) বাংলাদেশের যশোরের বাসিন্দা ৷ BSF সূত্রে খবর, পরশুদিন সকালে ডোবারপাড়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই অনুপ্রবেশকারী ৷ সেইসময় BSF-এর 158 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করেন ৷ একজন পালিয়ে গেলেও হানিফ ধরা পড়ে ৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডোবারপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে বিকেলের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে হানিফ ৷ তৎক্ষণাত তাকে বনগাঁর জীবন ধর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷

হানিফের পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ মৃতের আত্মীয় নাসির হোসেন অভিযোগ করেন, ''BSF জওয়ানরাই হানিফকে পিটিয়ে খুন করেছে ৷ মারধরের পর ও বমি করে ৷ ওইভাবেই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আমরা এর বিচার চাই ৷’'

মৃতের আত্মীয়

BSF-এর পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, ''অসুস্থ হয়েই হানিফের মৃত্যু হয়েছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ জীবন ধর হাসপাতালের ওয়ার্ড মাস্টার অখিল মণ্ডল বলেন, ‘BSF-এর জওয়ানরা হানিফকে হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয় ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷’'

নিষিদ্ধ তরল মাদকসহ গ্রেপ্তার 1

Intro:বিএসএফের হেফাজতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যুর অভিযোগ উঠল।মৃতের নাম হানিফ আলী(৩২)।বাড়ি বাংলাদেশের যশোরে।ঘটনাটি গাইঘাটার ডোবারপাড়া ক্যাম্পের।অভিযোগ,বিএসএফের মারধরে অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর।যদিও তা অস্বীকার করেছে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান কর্তৃপক্ষ।তাদের পাল্টা দাবি,মারধরে নয়।শারীরিক অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে তার।তবে,ঠিক কিভাবে তার মৃত্যু হল তা জানতে এখন ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে পুলিশ। Body:গাইঘাটাঃবিএসএফের হেপাজতে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যুর অভিযোগ উঠল।মৃতের নাম হানিফ আলী(৩২)।বাড়ি বাংলাদেশের যশোরে। অভিযোগ,বিএসএফের মারধরে অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে হানিফের।যদিও তা অস্বীকার করেছে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ান কর্তৃপক্ষ।তাদের দাবি,মারধরে নয়।অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে ওই অনুপ্রবেশকারীর।তবে,ঠিক কি কারনে তার মৃত্যু হয়েছে,তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে পুলিশ।বিএসএফ সূত্রে জানা গেছে,বুধবার সকালে গাইঘাটার ডোবারপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশের চেষ্টা করছিলেন হানিফ।সঙ্গে ছিলেন তার আরেক সঙ্গী।সেই সময় বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ওই দুই অনুপ্রবেশকারীকে রুখতে তাড়া করে বলে অভিযোগ।অপর পাচারকারী পালিয়ে গেলেও বিএসএফের হাতে ধরা পড়ে যান হানিফ।এরপর,জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডোবারপাড়া ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।হেপাজতে থাকাকালীন হঠাতই বিকালের দিকে অসুস্থ হয়ে পড়ে সে।তড়িঘড়ি হানিফকে নিয়ে যাওয়া হয় বনগাঁর জীবন ধর মহকুমা হাসপাতালে।সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন।হাসপাতালের ওয়ার্ড মাস্টার অখিল মন্ডল বলেন,"এদিন বিকালে বিএসএফের জওয়ানরাই তাকে হাসপাতালে নিয়ে আসে।মৃত অবস্থাতেই হানিফকে নিয়ে আসা হয়েছিল।আজ মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে"।এদিকে,এই ঘটনা চাউর হতেই শোরগোল পড়েছে।অভিযোগ উঠেছে,হেফাজতে থাকাকালীন বিএসএফের মারেই মৃত্যু হয়েছে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীর।তবে,এই অভিযোগ খন্ডন করা হয়েছে বিএসএফের তরফে।তাদের পাল্টা দাবি,অসুস্থ হয়েই মৃত্যু হয়েছে তার।অন্যদিকে,এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে গাইঘাটা থানার পুলিশ।ঘটনার বিস্তারিত বিবরনও নেওয়া হয়েছে।মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।দেহ হস্তান্তর করতে বিজেডি-র সঙ্গে কথাবার্তা শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ।Conclusion:বিএসএফ সূত্রে খবর,মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।দেহ হস্তান্তর করতে বিজেডি-র সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে।
Last Updated : Jan 24, 2020, 9:40 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.