বনগাঁ, 21 মে : বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালকে কোভিড হাসপাতাল করল জেলা স্বাস্থ্য বিভাগ । বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রোগী ভর্তি । এতদিন হাসপাতালে 50 শয্যার কোভিড ইউনিট ছিল । তা বাড়িয়ে 250 শয্যার করা হয়েছে ।
উত্তর 24 পরগনায় লাগাতার বাড়ছে করোনার সংক্রমণ ৷ উদ্বেগ বাড়ছে বনগাঁতে । একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কোভিড শয্যার চাহিদা ৷ অনেক ক্ষেত্রেই করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন পরিবারের সদস্যরা ৷ এতে পরিবারের বাকিদের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে ৷ বনগাঁ হাসপাতালে চাহিদার তুলনায় শয্যা কম থাকায় অন্যত্র রেফার করা হচ্ছিল রোগীকে । বিভিন্ন ক্ষেত্রে রোগীদের ওয়ার্ডের বাইরে বসে অক্সিজেন দিতেও দেখা গিয়েছিল । এই পরিস্থিতিতে বনগাঁ মহকুমা হাসপাতালে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন ৷ স্বাস্থ্য দফতর থেকে নির্দেশ আসে হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য 250 শয্যা নিশ্চিত করতে হবে । এরপরই স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো হাসপাতালটিকে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে । ইতিমধ্যেই শুরু হয়েছে সেখানে রোগী ভর্তি ৷
আরও পড়ুন : সংক্রমণ কমলেই হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা : ব্রাত্য বসু
বনগাঁ হাসপাতালের সুপার শঙ্করপ্রসাদ মাহাত বলেন, "জেলা স্বাস্থ্য বিভাগ থেকে নির্দেশ আসে বনগাঁ হাসপাতালে কোভিড আক্রান্তদের জন্য 250 বেড নিশ্চিত করতে হবে । কিন্তু আমাদের যা পরিকাঠামো তাতে আমরা হিসাব করে দেখলাম সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া সম্ভব নয় । তাই সুপার স্পেশালিটি হাসপাতালটিকে কোভিড হাসপাতাল করে দেওয়া হল ।"