ETV Bharat / state

Bangaon BJP Agitation : ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের মন্তব্যে বিতর্ক - Encounter Threat by BJP Leader

ক্ষমতায় এলে এনকাউন্টার করানোর হুমকি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের (Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC) ৷ কল্যাণীতে বনগাঁ বিজেপির সভাপতির উপর হামলার প্রেক্ষিতে একথা বলেন স্বপন মজুমদার ৷ যা নিয়ে স্বপন মজুমদারকে কটাক্ষ করে তৃণমূলের তরফে বলা হয়, তাঁর সেই স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷

Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC
Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC
author img

By

Published : Jan 19, 2022, 5:06 PM IST

বনগাঁ, 19 জানুয়ারি : যারা তালিবানি শাসনে বিশ্বাসী, তাদের আগামী দিনে পুলিশ দিয়ে এনকাউন্টার করানো হবে ৷ তৃণমূলকে উদ্দেশ্য করে এমনি হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC) ৷ বুধবার গাইঘাটায় চাঁদপাড়ায় পথ অবরোধ করে বিজেপি ৷ মঙ্গলবার কল্যাণীতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির উপর হামলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি ৷ সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দেন তিনি ৷ পাল্টা স্বপন মজুমদারকে নিশানা করেন বনগাঁ তৃণমূলের সভাপতি শঙ্কর দত্ত ৷ বলেন, স্বপন মজুমদারের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷

মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে বিজেপির কর্মীসভায় আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা করেছিল ৷ রামপদ দাসের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ এমনকি পুলিশে অভিযোগ করতে গেলে মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে বনগাঁ বিজেপি নেতৃত্ব ৷ সেই ঘটনার প্রতিবাদেই আজ বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি ৷ তেমনি গাইঘাটার চাঁদপাড়া বাসস্ট্যান্ডের অবরোধ কর্মসূচিতে অংশ নেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷

আরও পড়ুন : TMC leader attacked : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

সেখানে তিনি বলেন, ‘‘গতকাল তৃণমূলের হার্মাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে ৷ এটা খুবই নিন্দনীয় ৷ সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে ৷’’ এর পরেই আসে তাঁর হুমকি ৷ বলেন, ‘‘যারা তালিবানি শাসনে বিশ্বাসী ৷ তাদের বলে দিতে চাই, আগামী দিনে এই পুলিশকে দিয়েই এনকাউন্টার করাব আমরা (Encounter Threat by BJP Leader) ৷’’

এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর দত্ত বলেন, ‘‘তৃণমূল মারামারি রাজনীতিতে বিশ্বাস করে না ৷ ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভর্তি ৷ নিজেরাই মারামারি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে ৷ স্বপনবাবু যে দুঃস্বপ্ন দেখছেন, তা পূরণ হবে না ৷ পশ্চিমবঙ্গে ওনারা কোনদিনই ক্ষমতায় আসবেন না ৷ ফলে পশ্চিমবঙ্গে এনকাউন্টারের স্বপ্ন তাদের কোনদিনও পূরণ হবে না ৷’’

বনগাঁ, 19 জানুয়ারি : যারা তালিবানি শাসনে বিশ্বাসী, তাদের আগামী দিনে পুলিশ দিয়ে এনকাউন্টার করানো হবে ৷ তৃণমূলকে উদ্দেশ্য করে এমনি হুমকি দিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (Bangaon South BJP MLA Swapan Majumder Threatens to TMC) ৷ বুধবার গাইঘাটায় চাঁদপাড়ায় পথ অবরোধ করে বিজেপি ৷ মঙ্গলবার কল্যাণীতে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতির উপর হামলার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি ৷ সেখানেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের এনকাউন্টার করার হুঁশিয়ারি দেন তিনি ৷ পাল্টা স্বপন মজুমদারকে নিশানা করেন বনগাঁ তৃণমূলের সভাপতি শঙ্কর দত্ত ৷ বলেন, স্বপন মজুমদারের স্বপ্ন কোনওদিন পূরণ হবে না ৷

মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে বিজেপির কর্মীসভায় আক্রান্ত হন বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা করেছিল ৷ রামপদ দাসের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ ওঠে ৷ এমনকি পুলিশে অভিযোগ করতে গেলে মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে বনগাঁ বিজেপি নেতৃত্ব ৷ সেই ঘটনার প্রতিবাদেই আজ বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিজেপি ৷ তেমনি গাইঘাটার চাঁদপাড়া বাসস্ট্যান্ডের অবরোধ কর্মসূচিতে অংশ নেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ৷

আরও পড়ুন : TMC leader attacked : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

সেখানে তিনি বলেন, ‘‘গতকাল তৃণমূলের হার্মাদ বাহিনীর লোকেরা জেলা সভাপতির উপর আক্রমণ চালিয়েছে ৷ এটা খুবই নিন্দনীয় ৷ সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের উপর অত্যাচার করছে ৷’’ এর পরেই আসে তাঁর হুমকি ৷ বলেন, ‘‘যারা তালিবানি শাসনে বিশ্বাসী ৷ তাদের বলে দিতে চাই, আগামী দিনে এই পুলিশকে দিয়েই এনকাউন্টার করাব আমরা (Encounter Threat by BJP Leader) ৷’’

এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর দত্ত বলেন, ‘‘তৃণমূল মারামারি রাজনীতিতে বিশ্বাস করে না ৷ ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে ভর্তি ৷ নিজেরাই মারামারি করে আমাদের উপর দোষ চাপাচ্ছে ৷ স্বপনবাবু যে দুঃস্বপ্ন দেখছেন, তা পূরণ হবে না ৷ পশ্চিমবঙ্গে ওনারা কোনদিনই ক্ষমতায় আসবেন না ৷ ফলে পশ্চিমবঙ্গে এনকাউন্টারের স্বপ্ন তাদের কোনদিনও পূরণ হবে না ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.