ETV Bharat / state

নজরে সৌন্দর্যায়ন, গাছের গায়ের ফ্লেক্স খোলার কাজ শুরু বনগাঁয় - BONGAON

শহরের সৌন্দর্যবৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে পদক্ষেপ করল বনগাঁ পৌরসভা । শুক্রবার শহরের গাছে পুঁতে রাখা পেরেক তোলা ও ফ্লেক্স খোলার কাজ শুরু করল পৌরসভা । প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা ।

BONGAON
গাছের গায়ের ফ্লেক্স খোলার কাজ শুরু করল বনগাঁ পৌরসভা
author img

By

Published : Jul 16, 2021, 9:56 PM IST

বনগাঁ, 16 জুলাই: শহরের সৌন্দর্যবৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে পদক্ষেপ করল বনগাঁ পৌরসভা । শুক্রবার শহরের গাছে পুঁতে রাখা পেরেক তোলা ও ফ্লেক্স খোলার কাজ শুরু করল তারা । শহরবাসীর জন্য ফুটপাত তৈরির পরিকল্পনা করছে প্রশাসন । প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন ।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁ শহরের চাকদা ও যশোর রোডের দু'ধারে শতাব্দীপ্রাচীন শিশু গাছ রয়েছে । সেই গাছগুলি ঢেকে গিয়েছে বিজ্ঞাপনে । গাছের গায়ে পেরেক পুঁতে বিভিন্ন পোস্টার-ব্যানার টাঙানো হয়েছে । এর ফলে সীমান্ত শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পেরেক পোঁতায় জীবনীশক্তি নষ্ট হচ্ছে গাছগুলির । পেরেক পোঁতার ফলে জরাজীর্ণ হয়ে অনেকক্ষেত্রেই মৃত্যু ঘটছে গাছের ।

ঐতিহ্যবাহী এই গাছগুলিকে সংরক্ষণের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়েছে বনগাঁ পৌরসভা । পেরেক তোলার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হয়। মাইকিং করে । বলা হয়, আগামীদিনে গাছের গায়ে পেরেক পোতা যাবে না । লাগানো যাবে না কোনও ধরনের হোর্ডিং । বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন,"শহর মুখ ডেকেছে ব্যানার-পোস্টারে ৷ শহরের সৌন্দর্যবৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ ধারাবাহিকভাবে চলবে । আগামীতে যশোর রোডের দু'পাশ দিয়ে চার ফুটের ফুটপাত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: অব্যাহত ভোট পরবর্তী হিংসা, জগদ্দলে ভাঙচুর বিজেপি সমর্থকের দোকান-বাড়ি

পৌরসভার এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছে, শহরের বাসিন্দারাও । তারা বলছে, "গাছের আরেক নাম জীবন গাছ বাঁচলে আমরা বাঁচবো তাই গাছরক্ষা করার দায়িত্ব আমাদের । গাছের গায়ে এভাবে পেরেক লাগিয়ে হোর্ডিং যারা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ।"

বনগাঁ, 16 জুলাই: শহরের সৌন্দর্যবৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে পদক্ষেপ করল বনগাঁ পৌরসভা । শুক্রবার শহরের গাছে পুঁতে রাখা পেরেক তোলা ও ফ্লেক্স খোলার কাজ শুরু করল তারা । শহরবাসীর জন্য ফুটপাত তৈরির পরিকল্পনা করছে প্রশাসন । প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন ।

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বনগাঁ শহরের চাকদা ও যশোর রোডের দু'ধারে শতাব্দীপ্রাচীন শিশু গাছ রয়েছে । সেই গাছগুলি ঢেকে গিয়েছে বিজ্ঞাপনে । গাছের গায়ে পেরেক পুঁতে বিভিন্ন পোস্টার-ব্যানার টাঙানো হয়েছে । এর ফলে সীমান্ত শহরের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমনি পেরেক পোঁতায় জীবনীশক্তি নষ্ট হচ্ছে গাছগুলির । পেরেক পোঁতার ফলে জরাজীর্ণ হয়ে অনেকক্ষেত্রেই মৃত্যু ঘটছে গাছের ।

ঐতিহ্যবাহী এই গাছগুলিকে সংরক্ষণের উদ্দেশ্যেই এমন উদ্যোগ নিয়েছে বনগাঁ পৌরসভা । পেরেক তোলার পাশাপাশি ব্যবসায়ীদের সচেতন করা হয়। মাইকিং করে । বলা হয়, আগামীদিনে গাছের গায়ে পেরেক পোতা যাবে না । লাগানো যাবে না কোনও ধরনের হোর্ডিং । বনগাঁ পৌরসভার প্রশাসক গোপাল শেঠ বলেন,"শহর মুখ ডেকেছে ব্যানার-পোস্টারে ৷ শহরের সৌন্দর্যবৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ ধারাবাহিকভাবে চলবে । আগামীতে যশোর রোডের দু'পাশ দিয়ে চার ফুটের ফুটপাত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: অব্যাহত ভোট পরবর্তী হিংসা, জগদ্দলে ভাঙচুর বিজেপি সমর্থকের দোকান-বাড়ি

পৌরসভার এই উদ্যোগ সাধুবাদ জানিয়েছে, শহরের বাসিন্দারাও । তারা বলছে, "গাছের আরেক নাম জীবন গাছ বাঁচলে আমরা বাঁচবো তাই গাছরক্ষা করার দায়িত্ব আমাদের । গাছের গায়ে এভাবে পেরেক লাগিয়ে হোর্ডিং যারা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.