বনগাঁ, 3 ফেব্রুয়ারি : স্বামী-স্ত্রীকে মারধর করে দোকান ভাঙচুরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে । আক্রান্ত মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ । ঘটনাটি বনগাঁ থানার জয়পুর মগপাড়া এলাকার । অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals block road demanding arrest of accused in Bangaon) । বুধবার রাত 8টা নাগাদ বনগাঁর মতিগঞ্জ ইছামতী বাসস্ট্যান্ডের সামনে বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করেন মগপাড়ার শতাধিক বাসিন্দা । পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তাঁরা ৷
অবরোধকারীরা জানিয়েছেন, আক্রান্ত ওই মহিলার বাড়ি সংলগ্ন একটি দোকান রয়েছে । বেশ কিছুদিন ধরে অভিযুক্ত হাবিবুর রহমান, শামসুর মণ্ডল ও সুজন মগ মহিলার নামে নানাভাবে কুৎসা রটাচ্ছিল । মমতাজ তাদের সে বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তাদের সঙ্গে বচসা বাধে ৷ অভিযোগ, এরপরই দুপুরে অভিযুক্তরা তাঁর দোকানে গিয়ে চড়াও হয় । মহিলা ও তাঁর স্বামীকে বেধড়ক মারধর করে । দোকান ভাঙচুর করে বলেও অভিযোগ ৷
আরও পড়ুন : SFI Agitation in Barasat : স্কুল-কলেজ খোলার দাবিতে এসএফআইয়ের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার বারাসতে
তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যায় । স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে ৷ মহিলার হাতে ও মাথায় চোট লাগে । পরবর্তীতে অভিযুক্তদের নামে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত পরিবার ।
অবরোধকারীদের দাবি, অভিযোগ করার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না । উল্টে অভিযুক্তদের সুরক্ষা দিচ্ছে । তাঁদের বক্তব্য, অভিযুক্ত সকলেই স্থানীয় এক ব্যবসায়ীর মদতপুষ্ট । তারা বেশ কিছুদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে । প্রায় এক ঘণ্টা অবরোধ চালার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ । পুলিশর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন অবরোধকারীরা ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা । তারা পাল্টা অভিযোগ করেছে, ওই মহিলা দোকানে মাদক দ্রব্য বিক্রি করেন । মহিলা ও তাঁর স্বামী দলবল নিয়ে তাদেরই মারধর করে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷