ETV Bharat / state

প্রশাসনিক বৈঠকে খুনে অভিযুক্ত বাবু মাস্টার, প্রশ্ন শুনে 'বিরক্ত' মুখ্যমন্ত্রী

আজ মধ্যমগ্রামে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সভায় হাজির ছিলেন সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ় কামাল গাজি ওরফে বাবু মাস্টার । শুধু হাজির নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে বলেন ।

বাবু মাস্টার
author img

By

Published : Jul 26, 2019, 11:38 PM IST

মধ্যমগ্রাম, 26 জুলাই : দলের কর্মসূচি, জেলা পরিষদের অনুষ্ঠানের পর এবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ় কামাল গাজি ওরফে বাবু মাস্টার । শুধু হাজির নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন । যদিও মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ গুরুত্ব দেননি । বরং বাবু মাস্টার কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ।

9 জুন সন্দেশখালির ভাঙিপাড়ায় তৃণমূল-BJP সংঘর্ষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও কায়ুম মোল্লা নামে তিনজনের মৃত্যু হয় । দেবদাস মণ্ডল নামে এক BJP কর্মী এখনও নিখোঁজ । ঘটনার পরের দিন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সন্দেশখালি থানায় মোট 25 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । সন্দেশখালি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাজাহান শেখের সঙ্গে সেই তালিকায় নাম রয়েছে বাবু মাস্টারের । বাবু মাস্টার হাসনাবাদ-সন্দেশখালি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ।

যার বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ রয়েছে, এমন একজনকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় দেখা যাওয়ায় নানা প্রশ্ন উঠছে । কারণ সভামঞ্চে হাজির ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও ।

মধ্যমগ্রাম, 26 জুলাই : দলের কর্মসূচি, জেলা পরিষদের অনুষ্ঠানের পর এবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত ফিরোজ় কামাল গাজি ওরফে বাবু মাস্টার । শুধু হাজির নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন । যদিও মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ গুরুত্ব দেননি । বরং বাবু মাস্টার কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ।

9 জুন সন্দেশখালির ভাঙিপাড়ায় তৃণমূল-BJP সংঘর্ষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও কায়ুম মোল্লা নামে তিনজনের মৃত্যু হয় । দেবদাস মণ্ডল নামে এক BJP কর্মী এখনও নিখোঁজ । ঘটনার পরের দিন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সন্দেশখালি থানায় মোট 25 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন । সন্দেশখালি এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শাজাহান শেখের সঙ্গে সেই তালিকায় নাম রয়েছে বাবু মাস্টারের । বাবু মাস্টার হাসনাবাদ-সন্দেশখালি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ।

যার বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ রয়েছে, এমন একজনকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় দেখা যাওয়ায় নানা প্রশ্ন উঠছে । কারণ সভামঞ্চে হাজির ছিলেন পুলিশ-প্রশাসনের কর্তারাও ।

Intro:মুখ্যমন্ত্রীর সভাতেও সন্দেশখালির অভিযুক্ত বাবু মাস্টার

মধ্যমগ্রামঃ দলের কর্মসূচি, জেলা পরিষদের অনুষ্ঠানের পর এবার খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শুধু হাজির থাকলেনই না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও পানীয় জলের দাবি করলেন। যদিও মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। বরং বাবু মাস্টার কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে বিরক্তিপ্রকাশ করতে দেখা যায়।

গত ৯ জুন সন্দেশখালির ভাঙিপাড়ায় তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও কায়য়ুম মোল্লা নামে তিন জনের মৃত্যু হয়। দেবদাস মণ্ডল নামে এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ। ঘটনার পরের দিন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সন্দেশখালি থানায় মোট ২৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তৃণমূলের সন্দেশখালি-এক ব্লক সভাপতি শাজাহান শেখের সঙ্গে সেই এফআইআর তালিকার ২ নম্বরে নাম রয়েছে বাবু মাস্টারের। বাবু মাস্টার হাসনাবাদ-সন্দেশখালি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।

গোটা রাজ্য তোলপাড় করা সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত বাবু মাস্টারকে শুক্রবার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় দেখা গেল। যে সভামঞ্চে হাজির রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা।

Body:মুখ্যমন্ত্রীর সভাতেও সন্দেশখালির অভিযুক্ত বাবু মাস্টার

মধ্যমগ্রামঃ দলের কর্মসূচি, জেলা পরিষদের অনুষ্ঠানের পর এবার খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শুধু হাজির থাকলেনই না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও পানীয় জলের দাবি করলেন। যদিও মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। বরং বাবু মাস্টার কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে বিরক্তিপ্রকাশ করতে দেখা যায়।

গত ৯ জুন সন্দেশখালির ভাঙিপাড়ায় তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও কায়য়ুম মোল্লা নামে তিন জনের মৃত্যু হয়। দেবদাস মণ্ডল নামে এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ। ঘটনার পরের দিন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সন্দেশখালি থানায় মোট ২৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তৃণমূলের সন্দেশখালি-এক ব্লক সভাপতি শাজাহান শেখের সঙ্গে সেই এফআইআর তালিকার ২ নম্বরে নাম রয়েছে বাবু মাস্টারের। বাবু মাস্টার হাসনাবাদ-সন্দেশখালি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।

গোটা রাজ্য তোলপাড় করা সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত বাবু মাস্টারকে শুক্রবার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় দেখা গেল। যে সভামঞ্চে হাজির রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা।

Conclusion:মুখ্যমন্ত্রীর সভাতেও সন্দেশখালির অভিযুক্ত বাবু মাস্টার

মধ্যমগ্রামঃ দলের কর্মসূচি, জেলা পরিষদের অনুষ্ঠানের পর এবার খোদ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। শুধু হাজির থাকলেনই না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেতনি নদীর উপর সেতু ও পানীয় জলের দাবি করলেন। যদিও মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। বরং বাবু মাস্টার কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে বিরক্তিপ্রকাশ করতে দেখা যায়।

গত ৯ জুন সন্দেশখালির ভাঙিপাড়ায় তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষে প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও কায়য়ুম মোল্লা নামে তিন জনের মৃত্যু হয়। দেবদাস মণ্ডল নামে এক বিজেপি কর্মী এখনও নিখোঁজ। ঘটনার পরের দিন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল সন্দেশখালি থানায় মোট ২৫ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তৃণমূলের সন্দেশখালি-এক ব্লক সভাপতি শাজাহান শেখের সঙ্গে সেই এফআইআর তালিকার ২ নম্বরে নাম রয়েছে বাবু মাস্টারের। বাবু মাস্টার হাসনাবাদ-সন্দেশখালি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ।

গোটা রাজ্য তোলপাড় করা সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্ত বাবু মাস্টারকে শুক্রবার মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় দেখা গেল। যে সভামঞ্চে হাজির রাজ্য পুলিশ-প্রশাসনের কর্তারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.