ETV Bharat / state

Molestation Allegations: রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি ! গ্রেফতার অধ্য়াপক

রাস্তায় পিছু নিয়ে কলেজছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ (Molestation Allegations) উঠল বিএড কলেজের অধ্যাপকের (B-Ed College Lecturer Accused of molestation) বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ বাগুইআটি থানা (Baguiati Police Station) এলাকার ঘটনা ৷

BEd College Lecturer arrested for Molestation Allegations in Baguiati Police Station area
অভিযুক্ত অধ্যাপক ৷
author img

By

Published : Dec 22, 2022, 1:33 PM IST

ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন অধ্যাপক, দেখুন ভিডিয়ো

বাগুইআটি, 22 ডিসেম্বর: বিএড কলেজের অধ্যাপকের (B-Ed College Lecturer Accused of molestation) বিরুদ্ধে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegations) ৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অধ্যাপককে আটকে রেখে বাগুইআটি থানায় (Baguiati Police Station) খবর দেন ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক ৷ ধৃতকে বৃহস্পতিবারই বারাসত আদালতে পেশ করা হবে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির অভিযোগটি দায়ের করা হয় বুধবার রাতে ৷ ওই ছাত্রীর দাবি, গত কয়েকদিন ধরেই তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন ওই অধ্যাপক ৷ কিন্তু, ছাত্রী বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেননি ৷ এই অবস্থায় বুধবার ওই অধ্যাপক রাস্তায় ছাত্রীটির পিছু নেন ! তাঁকে উত্ত্যক্ত করেন ৷ ছাত্রী এর প্রতিবাদ করতেই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ তখন ওই ছাত্রী চেঁচিয়ে ওঠেন ৷ তাঁর চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে জমা হয়ে যান ৷ তাঁরাই অভিযুক্ত অধ্যাপককে আটকে রেখে পুলিশে খবর দেন ৷

আরও পড়ুন: মাঠে একা পেয়ে বধূকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা ! অভিযুক্ত ঘাটালের বিজেপি কর্মী

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে অধ্যাপককে আটক করে ৷ পরবর্তীতে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে গ্রেফতার করা হয় ৷ যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যাপক জানান, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ৷ অভিযোগকারিণীকে তিনি ঠিক মতো চেনেনই না ! তবে, তাঁর সঙ্গে একবার ফোনে এবং একবার সাক্ষাতে কথা হয়েছিল তাঁর ৷ এর বেশি তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ তিনি কখনই ওই ছাত্রীর অসম্মান করেননি বলেও দাবি করেছেন ওই অধ্যাপক ৷

ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত হলেন অধ্যাপক, দেখুন ভিডিয়ো

বাগুইআটি, 22 ডিসেম্বর: বিএড কলেজের অধ্যাপকের (B-Ed College Lecturer Accused of molestation) বিরুদ্ধে কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ (Molestation Allegations) ৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত অধ্যাপককে আটকে রেখে বাগুইআটি থানায় (Baguiati Police Station) খবর দেন ৷ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ওই অধ্যাপক ৷ ধৃতকে বৃহস্পতিবারই বারাসত আদালতে পেশ করা হবে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্লীলতাহানির অভিযোগটি দায়ের করা হয় বুধবার রাতে ৷ ওই ছাত্রীর দাবি, গত কয়েকদিন ধরেই তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন ওই অধ্যাপক ৷ কিন্তু, ছাত্রী বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করেননি ৷ এই অবস্থায় বুধবার ওই অধ্যাপক রাস্তায় ছাত্রীটির পিছু নেন ! তাঁকে উত্ত্যক্ত করেন ৷ ছাত্রী এর প্রতিবাদ করতেই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ ৷ তখন ওই ছাত্রী চেঁচিয়ে ওঠেন ৷ তাঁর চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে জমা হয়ে যান ৷ তাঁরাই অভিযুক্ত অধ্যাপককে আটকে রেখে পুলিশে খবর দেন ৷

আরও পড়ুন: মাঠে একা পেয়ে বধূকে শ্লীলতাহানি ও হত্যার চেষ্টা ! অভিযুক্ত ঘাটালের বিজেপি কর্মী

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে অধ্যাপককে আটক করে ৷ পরবর্তীতে ওই কলেজ ছাত্রী বাগুইআটি থানায় অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অধ্যাপককে গ্রেফতার করা হয় ৷ যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যাপক জানান, তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ৷ অভিযোগকারিণীকে তিনি ঠিক মতো চেনেনই না ! তবে, তাঁর সঙ্গে একবার ফোনে এবং একবার সাক্ষাতে কথা হয়েছিল তাঁর ৷ এর বেশি তাঁদের মধ্যে কোনও সম্পর্ক নেই ৷ তিনি কখনই ওই ছাত্রীর অসম্মান করেননি বলেও দাবি করেছেন ওই অধ্যাপক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.