ETV Bharat / state

Deganga Clash: দেগঙ্গায় জমি বিবাদের জের, মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী - মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী

জমি বিবাদের জেরে এক মহিলার কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দেগঙ্গার শিমুলিয়া গ্রামে (attack on lady for land dispute case in Deganga) ৷

ETV Bharat
দেগঙ্গায় এক মহিলার কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে
author img

By

Published : Jan 5, 2023, 7:34 PM IST

দেগঙ্গা, 5 জানুয়ারি: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড! মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী । বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলার দুই ছেলেও । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গার শিমুলিয়া গ্রামে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷ অভিযুক্ত সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামের বাসিন্দা মানোয়ারা বিবি । প্রতিবেশী সফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ রয়েছে তাঁর পরিবারের । এই নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়েছে আগে । সেই বিবাদ মেটানোর চেষ্টা হলেও তার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । তারই মধ্যে বৃহস্পতিবার সকালে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার সময় আচমকা মানোয়ারা বিবির উপর প্রতিবেশী সফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী তনুজা বিবি ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ । কিছু বুঝে ওঠার আগে হঠাৎই মানোয়ারার কান কামড়ে ছিঁড়ে নেয় তনুজা (attack on lady in Deganga) ।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামীর

এই খবর শুনে বাড়ির অদূরে ঘটনাস্থলে ছুটে যায় মহিলার দুই ছেলে । তাঁরা লক্ষ্য করেন, দুল-সহ মায়ের কানের অংশ ছিঁড়ে পড়ে রয়েছে মাটিতে । রক্তে ভেসে গিয়েছে তাঁর শরীর । সেই দৃশ্য দেখে হামলাকারীদের হাত থেকে মাকে বাঁচাতে যান হাসানুর জামান ও তাঁর দাদা । তখন যাবতীয় রোষ গিয়ে পড়ে তাঁদের ওপর । দু'জনকেই মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ । শেষে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ৷ তবে তার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা (attack on lady for land dispute case in Deganga) ৷

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় । রক্তাক্ত অবস্থায় আহত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে আহত মহিলার। তবে আক্রান্ত মহিলার দুই ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে (Deganga Clash) ৷

এই প্রসঙ্গে আক্রান্ত মহিলা মানোয়ারা বিবি জানিয়েছেন, তাঁদের পৈতৃক জমি দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছে প্রতিবেশী সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা । তাতে বাঁধা পেয়েই এদিন হামলা চালানো হয় তাঁর ওপর ৷ ঘটনার পর এদিন দুপুরে প্রতিবেশী সফিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলার ছেলে হাসানুর জামান । তদন্ত শুরু করেছে পুলিশ ।

দেগঙ্গা, 5 জানুয়ারি: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড! মহিলার কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী । বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন মহিলার দুই ছেলেও । বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গার শিমুলিয়া গ্রামে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ৷ অভিযুক্ত সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের খোঁজ শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গার চৌরাশিয়া পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামের বাসিন্দা মানোয়ারা বিবি । প্রতিবেশী সফিকুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ রয়েছে তাঁর পরিবারের । এই নিয়ে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তিও হয়েছে আগে । সেই বিবাদ মেটানোর চেষ্টা হলেও তার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । তারই মধ্যে বৃহস্পতিবার সকালে পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি ফেরার সময় আচমকা মানোয়ারা বিবির উপর প্রতিবেশী সফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী তনুজা বিবি ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ । কিছু বুঝে ওঠার আগে হঠাৎই মানোয়ারার কান কামড়ে ছিঁড়ে নেয় তনুজা (attack on lady in Deganga) ।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ চাওয়ায় স্ত্রীকে খুন, দুর্গাপুরকাণ্ডে আদালতে স্বীকার স্বামীর

এই খবর শুনে বাড়ির অদূরে ঘটনাস্থলে ছুটে যায় মহিলার দুই ছেলে । তাঁরা লক্ষ্য করেন, দুল-সহ মায়ের কানের অংশ ছিঁড়ে পড়ে রয়েছে মাটিতে । রক্তে ভেসে গিয়েছে তাঁর শরীর । সেই দৃশ্য দেখে হামলাকারীদের হাত থেকে মাকে বাঁচাতে যান হাসানুর জামান ও তাঁর দাদা । তখন যাবতীয় রোষ গিয়ে পড়ে তাঁদের ওপর । দু'জনকেই মাটিতে ফেলে পেটানো হয় বলে অভিযোগ । শেষে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন ৷ তবে তার আগেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্তরা (attack on lady for land dispute case in Deganga) ৷

এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায় । রক্তাক্ত অবস্থায় আহত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তরিত করা হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে আহত মহিলার। তবে আক্রান্ত মহিলার দুই ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে (Deganga Clash) ৷

এই প্রসঙ্গে আক্রান্ত মহিলা মানোয়ারা বিবি জানিয়েছেন, তাঁদের পৈতৃক জমি দীর্ঘদিন ধরেই দখল করার চেষ্টা করছে প্রতিবেশী সফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা । তাতে বাঁধা পেয়েই এদিন হামলা চালানো হয় তাঁর ওপর ৷ ঘটনার পর এদিন দুপুরে প্রতিবেশী সফিকুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলার ছেলে হাসানুর জামান । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.