ETV Bharat / state

ATM Robbery : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুট, পলাতক দুষ্কৃতীরা

মধ্যমগ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা (ATM Robbery)। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় ৷

ATM Robbery
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট
author img

By

Published : Apr 5, 2022, 2:48 PM IST

মধ্যমগ্রাম, 5 এপ্রিল : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠ করে পালাল দুষ্কৃতীরা (ATM Robbery)। ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে মধ্যমগ্রাম কালীবাড়ির কাছে ৷ জনবহুল এলাকায় লুঠে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পর সোমবার ঘটানাস্থলে আসে পুলিশ এবং তদন্ত শুরু করে।

সূত্রের খবর, ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না । সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এটিএমের সর্বস্ব লুঠ করে পালায় বলে ধারণা তদন্তকারীদের। তবে এটিএম ভেঙে ঠিক কত টাকা লুঠ হয়েছে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে পুলিশকে জানাতে পারেনি ৷ তবে,বড় অঙ্কের টাকা লুঠ হতে পারে বলে অনুমান কর্তৃপক্ষের।

আরও পড়ুন : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠে গ্রেফতার রক্ষণাবেক্ষণকারী সংস্থার ইঞ্জিনিয়ার

ইতিমধ্যে তদন্তকারীরা এটিএম-সহ এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে । প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । যদিও পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরতে সবরকমের চেষ্টা চলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মধ্যমগ্রাম, 5 এপ্রিল : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙে লুঠ করে পালাল দুষ্কৃতীরা (ATM Robbery)। ৷ ঘটনাটি ঘটে রবিবার রাতে মধ্যমগ্রাম কালীবাড়ির কাছে ৷ জনবহুল এলাকায় লুঠে চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনার পর সোমবার ঘটানাস্থলে আসে পুলিশ এবং তদন্ত শুরু করে।

সূত্রের খবর, ওই এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না । সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্কৃতীরা এটিএমের সর্বস্ব লুঠ করে পালায় বলে ধারণা তদন্তকারীদের। তবে এটিএম ভেঙে ঠিক কত টাকা লুঠ হয়েছে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষ নির্দিষ্টভাবে পুলিশকে জানাতে পারেনি ৷ তবে,বড় অঙ্কের টাকা লুঠ হতে পারে বলে অনুমান কর্তৃপক্ষের।

আরও পড়ুন : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠে গ্রেফতার রক্ষণাবেক্ষণকারী সংস্থার ইঞ্জিনিয়ার

ইতিমধ্যে তদন্তকারীরা এটিএম-সহ এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে । প্রশ্ন উঠেছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে । যদিও পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের ধরতে সবরকমের চেষ্টা চলছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.