ETV Bharat / state

PoK-কে ভারতে অন্তর্ভুক্তির দাবি প্রথম জানিয়েছিলাম আমরা : অধীর

"জম্মু-কাশ্মীরের ওই (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য আমরাই প্রথম দাবি করেছিলাম । 1994 সালে কংগ্রেস সরকারই প্রথম লোকসভা ও রাজ্যসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছিল ।" আজ কাশ্মীর ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷

অধীর
author img

By

Published : Sep 11, 2019, 4:58 PM IST

বারাসত, 11 সেপ্টেম্বর : "পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ল্যাজেগোবরে অবস্থা কেন্দ্রের ।" আজ কাশ্মীর ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । আজ বারাসত বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীর ইশু নিয়ে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের ওই (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য আমরাই প্রথম দাবি করেছিলাম । 1994 সালে কংগ্রেস সরকারই প্রথম লোকসভা ও রাজ্যসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছিল ।"

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরও কি জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান হয়েছে, আজ এই প্রশ্ন তোলেন অধীর ৷ বলেন, "370 ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের অবস্থা খতিয়ে দেখতে সেখানে যান রাহুল গান্ধি ৷ কিন্তু তাঁকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি । দেশের লোকই সেখানে যেতে পারছেন না । 25টা হোটেলের বুকিং বাতিল হয়েছে । বাঙালিরা প্রতিবছর দুর্গাপুজোর সময় কাশ্মীরে যান । এবার যেতে পারছেন না ।" NRC ইশু নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অধীর ৷ বলেন, "NRC-র নামে মুসলমানদের দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে BJP ৷ কেন্দ্রীয় সরকার আসলে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে । ওরা BJP শাসিত রাজ্যে কেন NRC চালু করছে না ?"

দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, "অর্থনীতির বিপর্যয়ের জন্য কেবল দেশের অর্থমন্ত্রী একা দায়ি নন । গোটা BJP সরকার দায়ি । সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার সময় এদের নেই । মোদি সরকার টিভিতে বিজ্ঞাপন দিতেই ব্যস্ত । দেশের অর্থনৈতিক বিপর্যয় নোটবাতিলের সময় থেকে শুরু হয়েছে । সেদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যা বলেছিলেন, আজ তা সত্য বলে প্রমাণিত হয়েছে । মোদি সরকার নোটবাতিল করে দেশে কালোটাকা ফিরিয়ে আনবে বলেছিল । রাত 12টার সময় GST চালু করেছিল । নোটবাতিল ও GST করে দেশের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে । কংগ্রেস নেতা কপিল সিব্বল নোটবাতিল নিয়ে একটা বড় দুর্নীতি সামনে আনবেন । কেন্দ্রীয় সরকার সেটাও চাপা দেওয়ার চেষ্টা করছে । ব্ল্যাক আউট করছে ।"

মেট্রোর কাজের জেরে বউবাজারের একধিক বাড়িতে ধস নামে ৷ এপ্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে অধীর বলেন, "রাজ্যের চাপে মেট্রোর গতিপথ বদল হয়েছে ৷ এর ফলেই বিপর্যয় দেখা দিয়েছে । বউবাজার-সহ বহু জায়গায় বাড়ি ভেঙে পড়ছে । কলকাতায় মেট্রোর বিপর্যয় নিয়ে আমি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছি । ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে যে ঘটনা ঘটল, তা অপ্রত্যাশিত । এই ঘটনার তদন্ত হওয়া উচিত ৷" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অধীর বলেন, "মমতা ব্যান্দ্যোপাধ্যায় আগে যে ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করতেন এখন তাঁর মুখে আর সেই ভাষা শোনা যাচ্ছে না । 370 ধারা ও মেট্রো নিয়েও মমতা নীরব । উনি সব কিছু জানেন বলেই নীরব হয়ে আছেন ।"

বারাসত, 11 সেপ্টেম্বর : "পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ল্যাজেগোবরে অবস্থা কেন্দ্রের ।" আজ কাশ্মীর ইশু নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথা বললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি । আজ বারাসত বিশেষ আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসেন তিনি ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীর ইশু নিয়ে তিনি বলেন, "জম্মু-কাশ্মীরের ওই (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) অংশকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করার জন্য আমরাই প্রথম দাবি করেছিলাম । 1994 সালে কংগ্রেস সরকারই প্রথম লোকসভা ও রাজ্যসভায় এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছিল ।"

জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পরও কি জম্মু-কাশ্মীর সমস্যার সমাধান হয়েছে, আজ এই প্রশ্ন তোলেন অধীর ৷ বলেন, "370 ধারা প্রত্যাহারের পর কাশ্মীরের অবস্থা খতিয়ে দেখতে সেখানে যান রাহুল গান্ধি ৷ কিন্তু তাঁকে কাশ্মীরে ঢুকতে দেওয়া হয়নি । দেশের লোকই সেখানে যেতে পারছেন না । 25টা হোটেলের বুকিং বাতিল হয়েছে । বাঙালিরা প্রতিবছর দুর্গাপুজোর সময় কাশ্মীরে যান । এবার যেতে পারছেন না ।" NRC ইশু নিয়েও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন অধীর ৷ বলেন, "NRC-র নামে মুসলমানদের দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করেছে BJP ৷ কেন্দ্রীয় সরকার আসলে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে । ওরা BJP শাসিত রাজ্যে কেন NRC চালু করছে না ?"

দেশের অর্থনৈতিক বিপর্যয় প্রসঙ্গে কংগ্রেস সাংসদ বলেন, "অর্থনীতির বিপর্যয়ের জন্য কেবল দেশের অর্থমন্ত্রী একা দায়ি নন । গোটা BJP সরকার দায়ি । সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার সময় এদের নেই । মোদি সরকার টিভিতে বিজ্ঞাপন দিতেই ব্যস্ত । দেশের অর্থনৈতিক বিপর্যয় নোটবাতিলের সময় থেকে শুরু হয়েছে । সেদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং যা বলেছিলেন, আজ তা সত্য বলে প্রমাণিত হয়েছে । মোদি সরকার নোটবাতিল করে দেশে কালোটাকা ফিরিয়ে আনবে বলেছিল । রাত 12টার সময় GST চালু করেছিল । নোটবাতিল ও GST করে দেশের অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে । কংগ্রেস নেতা কপিল সিব্বল নোটবাতিল নিয়ে একটা বড় দুর্নীতি সামনে আনবেন । কেন্দ্রীয় সরকার সেটাও চাপা দেওয়ার চেষ্টা করছে । ব্ল্যাক আউট করছে ।"

মেট্রোর কাজের জেরে বউবাজারের একধিক বাড়িতে ধস নামে ৷ এপ্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করে অধীর বলেন, "রাজ্যের চাপে মেট্রোর গতিপথ বদল হয়েছে ৷ এর ফলেই বিপর্যয় দেখা দিয়েছে । বউবাজার-সহ বহু জায়গায় বাড়ি ভেঙে পড়ছে । কলকাতায় মেট্রোর বিপর্যয় নিয়ে আমি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছি । ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে যে ঘটনা ঘটল, তা অপ্রত্যাশিত । এই ঘটনার তদন্ত হওয়া উচিত ৷" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অধীর বলেন, "মমতা ব্যান্দ্যোপাধ্যায় আগে যে ভাষায় নরেন্দ্র মোদিকে আক্রমণ করতেন এখন তাঁর মুখে আর সেই ভাষা শোনা যাচ্ছে না । 370 ধারা ও মেট্রো নিয়েও মমতা নীরব । উনি সব কিছু জানেন বলেই নীরব হয়ে আছেন ।"

Intro:রাজ্যের চাপে মেট্রোর গতিপথ বদল। তদন্ত চাইলেন অধীর চৌধুরী

বারাসতঃ রাজ্য সরকারের চাপেই কলকাতায় মেট্রোরেলের গতিপথ বদল করা হয়েছে। আর তাতেই বিপর্যয় দেখা দিয়েছে। বউবাজার-সহ বহু জায়গায় বাড়ি ভেঙে পড়ছে। বুধবার বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি আরও বলেন, কলকাতায় মেট্রোর বিপর্যয় নিয়ে আমি রেলমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে দেখা করেছি। ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে যে ঘটনা ঘটল, তা প্রত্যাশিত নয়। মানুষ রেল দপ্তর ও মেট্রো রেলের উপর ভরসা করে। বউবাজারে বিপর্যয়ের জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা নেওয়া হয়নি। এই ঘটনায় আমরা কাকে দায়ী করব আর কাকে অভিযুক্ত করব তা তদন্ত হওয়া দরকার। আমি লোকসভায় বিষয়টি তুলব।' বহরমপুরের সাংসদের তোপ, 'ইস্ট ওয়েস্ট মেট্রোর গতিপথ পরিবর্তনের জন্য এত বড় বিপর্যয় ঘটেছে। বউবাজারে এখন ত্রাহি ত্রাহি রব। আমি যখন রেল দপ্তরের মন্ত্রী ছিলাম, তখন জানি বউবাজারে মেন রোডের নীচ দিয়ে মেট্রোর পথ যাওয়ার কথা। কিন্তু সেটাই রাজ্য সরকারের চাপে পরিবর্তন করা হয়েছে।'

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অধীর বলেন, 'মমতা ব্যানার্জি আগে যে ভাষায় আক্রমণ করে কথা বলতেন, এখন মোদির বিরুদ্ধে সেই ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে না। ৩৭০ ধারা ও মেট্রো নিয়েও মমতা নীরব।' মমতা ব্যানার্জি সব কিছু জানেন বলেই নীরব হয়ে আছেন। মেট্রোরেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে।'Body:রাজ্যের চাপে মেট্রোর গতিপথ বদল। তদন্ত চাইলেন অধীর চৌধুরী

বারাসতঃ রাজ্য সরকারের চাপেই কলকাতায় মেট্রোরেলের গতিপথ বদল করা হয়েছে। আর তাতেই বিপর্যয় দেখা দিয়েছে। বউবাজার-সহ বহু জায়গায় বাড়ি ভেঙে পড়ছে। বুধবার বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি আরও বলেন, কলকাতায় মেট্রোর বিপর্যয় নিয়ে আমি রেলমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে দেখা করেছি। ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে যে ঘটনা ঘটল, তা প্রত্যাশিত নয়। মানুষ রেল দপ্তর ও মেট্রো রেলের উপর ভরসা করে। বউবাজারে বিপর্যয়ের জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা নেওয়া হয়নি। এই ঘটনায় আমরা কাকে দায়ী করব আর কাকে অভিযুক্ত করব তা তদন্ত হওয়া দরকার। আমি লোকসভায় বিষয়টি তুলব।' বহরমপুরের সাংসদের তোপ, 'ইস্ট ওয়েস্ট মেট্রোর গতিপথ পরিবর্তনের জন্য এত বড় বিপর্যয় ঘটেছে। বউবাজারে এখন ত্রাহি ত্রাহি রব। আমি যখন রেল দপ্তরের মন্ত্রী ছিলাম, তখন জানি বউবাজারে মেন রোডের নীচ দিয়ে মেট্রোর পথ যাওয়ার কথা। কিন্তু সেটাই রাজ্য সরকারের চাপে পরিবর্তন করা হয়েছে।'

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অধীর বলেন, 'মমতা ব্যানার্জি আগে যে ভাষায় আক্রমণ করে কথা বলতেন, এখন মোদির বিরুদ্ধে সেই ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে না। ৩৭০ ধারা ও মেট্রো নিয়েও মমতা নীরব।' মমতা ব্যানার্জি সব কিছু জানেন বলেই নীরব হয়ে আছেন। মেট্রোরেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে।'Conclusion:রাজ্যের চাপে মেট্রোর গতিপথ বদল। তদন্ত চাইলেন অধীর চৌধুরী

বারাসতঃ রাজ্য সরকারের চাপেই কলকাতায় মেট্রোরেলের গতিপথ বদল করা হয়েছে। আর তাতেই বিপর্যয় দেখা দিয়েছে। বউবাজার-সহ বহু জায়গায় বাড়ি ভেঙে পড়ছে। বুধবার বারাসতে বিশেষ আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি আরও বলেন, কলকাতায় মেট্রোর বিপর্যয় নিয়ে আমি রেলমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে দেখা করেছি। ইস্ট ওয়েস্ট মেট্রো নিয়ে যে ঘটনা ঘটল, তা প্রত্যাশিত নয়। মানুষ রেল দপ্তর ও মেট্রো রেলের উপর ভরসা করে। বউবাজারে বিপর্যয়ের জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, তা নেওয়া হয়নি। এই ঘটনায় আমরা কাকে দায়ী করব আর কাকে অভিযুক্ত করব তা তদন্ত হওয়া দরকার। আমি লোকসভায় বিষয়টি তুলব।' বহরমপুরের সাংসদের তোপ, 'ইস্ট ওয়েস্ট মেট্রোর গতিপথ পরিবর্তনের জন্য এত বড় বিপর্যয় ঘটেছে। বউবাজারে এখন ত্রাহি ত্রাহি রব। আমি যখন রেল দপ্তরের মন্ত্রী ছিলাম, তখন জানি বউবাজারে মেন রোডের নীচ দিয়ে মেট্রোর পথ যাওয়ার কথা। কিন্তু সেটাই রাজ্য সরকারের চাপে পরিবর্তন করা হয়েছে।'

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে অধীর বলেন, 'মমতা ব্যানার্জি আগে যে ভাষায় আক্রমণ করে কথা বলতেন, এখন মোদির বিরুদ্ধে সেই ভাষায় কথা বলতে শোনা যাচ্ছে না। ৩৭০ ধারা ও মেট্রো নিয়েও মমতা নীরব।' মমতা ব্যানার্জি সব কিছু জানেন বলেই নীরব হয়ে আছেন। মেট্রোরেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে।'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.