ETV Bharat / state

বিরোধীদের ‘রাম দাওয়াই’ দেওয়ার নিদান অশোকনগরের বিধায়কের - BJP NEWS

বিরোধীদের রাম দাওয়াই দেওয়ার নিদান দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী ৷ আর তার এই মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক ৷ জেলা বিজেপির তরফে এ নিয়ে তৃণমূলকে পাল্টা নিশানা করা হয়েছে ৷ যেখানে বলা হয়েছে, এটাই তৃণমূলের সংস্কৃতি ৷

Ashoknagar MLA Narayan Goswami made controversial remarks on opposition party
বিরোধীদের ‘রাম দাওয়াই’ দেওয়ার নিদান অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর
author img

By

Published : Jun 28, 2021, 6:14 PM IST

অশোকনগর, 28 জুন : প্রকাশ্য মঞ্চে বিরোধী বিজেপিকে রাম দাওয়াই দেওয়ার নিদান দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । হুমকির সুরে তিনি বলেন, কোথাও অশান্তি করার চেষ্টা করলে পাল্টা রাম দাওয়াই দেওয়া হবে । বিজেপি যেন এখনই সতর্ক হয়ে যায় ৷ রবিবার উত্তর 24 পরগনার অশোকনগরে তৃণমূল আয়োজিত এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এ কথা বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।

তিনি অভিযোগ করেছেন, গ্রামাঞ্চলে কোথাও কোথাও এখনও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিরোধীরা ৷ তাঁর কথায়, বাংলায় শান্তি থাকবে । এমনকি অশোকনগরেও শান্তি থাকবে ৷ কিন্তু, এই শান্তি যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের রাম দাওয়াই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নারায়ণ গোস্বামী ।

গেরুয়া শিবির ছেড়ে শাসক দলে যোগদানের হিড়িককেও ভাল চোখে দেখছেন না তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপির কেউ কেউ এখন নিজেরাই সবুজ আবির মাথায় দিয়ে তৃণমূল হওয়ার চেষ্টা করছে । তৃণমূলে ভিড়ে যাচ্ছে । দু’দিন আগেও এরা বিজেপির বুথ এজেন্ট ছিলেন । মাথায় সবুজ আবির দিলেও, এখনও তাঁরা গেরুয়া ফাইল ছাড়তে পারেনি ৷’’ তিনি মনে করেন, এই সব বিজেপি ছেড়ে তৃণমূলের আসতে চাওয়া লোকজনকে দলে নেওয়ার আগে যাচাই করা উচিত ৷

নারায়ণ গোস্বামীর এই বক্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়েছে । আর সেই নিয়ে সাফাইও দিতে হল তাঁকে ৷ সাফাই দিতে গিয়ে নারায়ণ গোস্বামী বলেন, অশোকনগরের গ্রামীণ এলাকায় এখনও সিপিএম ও কংগ্রেসের জোট সঙ্গী আইএসএফ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে । পুলিশ পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করছে । তা সত্ত্বেও যদি কেউ তাঁকে ঢিল ছোড়ে বা বোমা মারে । তাহলে তিনি রসগোল্লা বিলি করবেন না বলে জানিয়েছেন নারায়ণ গোস্বামী । তিনি জানিয়েছেন, দলীয় কর্মীদের মানসিক জোর দিতে এই দাওয়াই দেওয়া হয়েছে । বাড়িতে থেকে শুধু কান্নাকাটি করলে হবে না । পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷

আরও পড়ুন : উলটপূরাণ, হাতজোড় করে ক্ষমা চেয়ে তৃণমূল থেকে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

অন্যদিকে, শাসক দলের বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এটাই এখন তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে । যে যত হুমকি, বিতর্কিত মন্তব্য করবে, তার পয়েন্ট তত বাড়বে ওদের দলের নেত্রীর কাছে । মুখ্যমন্ত্রী নিজে বলছেন রাজ্যের কোথাও অশান্তি নেই । অথচ, শাসকদলের জন প্রতিনিধির এমন কথাবার্তায় হিংসা বাড়ছে রাজ্যে ৷’’ একজন বিধায়ক কীভাবে প্রকাশ্য মঞ্চে বিরোধীদের হুমকি দিতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই বিজেপি নেতা ৷

অশোকনগর, 28 জুন : প্রকাশ্য মঞ্চে বিরোধী বিজেপিকে রাম দাওয়াই দেওয়ার নিদান দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । হুমকির সুরে তিনি বলেন, কোথাও অশান্তি করার চেষ্টা করলে পাল্টা রাম দাওয়াই দেওয়া হবে । বিজেপি যেন এখনই সতর্ক হয়ে যায় ৷ রবিবার উত্তর 24 পরগনার অশোকনগরে তৃণমূল আয়োজিত এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এ কথা বলেন বিধায়ক নারায়ণ গোস্বামী ।

তিনি অভিযোগ করেছেন, গ্রামাঞ্চলে কোথাও কোথাও এখনও গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিরোধীরা ৷ তাঁর কথায়, বাংলায় শান্তি থাকবে । এমনকি অশোকনগরেও শান্তি থাকবে ৷ কিন্তু, এই শান্তি যারা বিঘ্নিত করার চেষ্টা করবে, তাদের রাম দাওয়াই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নারায়ণ গোস্বামী ।

গেরুয়া শিবির ছেড়ে শাসক দলে যোগদানের হিড়িককেও ভাল চোখে দেখছেন না তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী । এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বিজেপির কেউ কেউ এখন নিজেরাই সবুজ আবির মাথায় দিয়ে তৃণমূল হওয়ার চেষ্টা করছে । তৃণমূলে ভিড়ে যাচ্ছে । দু’দিন আগেও এরা বিজেপির বুথ এজেন্ট ছিলেন । মাথায় সবুজ আবির দিলেও, এখনও তাঁরা গেরুয়া ফাইল ছাড়তে পারেনি ৷’’ তিনি মনে করেন, এই সব বিজেপি ছেড়ে তৃণমূলের আসতে চাওয়া লোকজনকে দলে নেওয়ার আগে যাচাই করা উচিত ৷

নারায়ণ গোস্বামীর এই বক্তব্যের পরেই বিতর্ক তৈরি হয়েছে । আর সেই নিয়ে সাফাইও দিতে হল তাঁকে ৷ সাফাই দিতে গিয়ে নারায়ণ গোস্বামী বলেন, অশোকনগরের গ্রামীণ এলাকায় এখনও সিপিএম ও কংগ্রেসের জোট সঙ্গী আইএসএফ শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে । পুলিশ পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণ করছে । তা সত্ত্বেও যদি কেউ তাঁকে ঢিল ছোড়ে বা বোমা মারে । তাহলে তিনি রসগোল্লা বিলি করবেন না বলে জানিয়েছেন নারায়ণ গোস্বামী । তিনি জানিয়েছেন, দলীয় কর্মীদের মানসিক জোর দিতে এই দাওয়াই দেওয়া হয়েছে । বাড়িতে থেকে শুধু কান্নাকাটি করলে হবে না । পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে ৷

আরও পড়ুন : উলটপূরাণ, হাতজোড় করে ক্ষমা চেয়ে তৃণমূল থেকে পদ্মে ফিরলেন বিজেপি নেতা

অন্যদিকে, শাসক দলের বিধায়কের এই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘‘এটাই এখন তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে । যে যত হুমকি, বিতর্কিত মন্তব্য করবে, তার পয়েন্ট তত বাড়বে ওদের দলের নেত্রীর কাছে । মুখ্যমন্ত্রী নিজে বলছেন রাজ্যের কোথাও অশান্তি নেই । অথচ, শাসকদলের জন প্রতিনিধির এমন কথাবার্তায় হিংসা বাড়ছে রাজ্যে ৷’’ একজন বিধায়ক কীভাবে প্রকাশ্য মঞ্চে বিরোধীদের হুমকি দিতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ওই বিজেপি নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.