ETV Bharat / state

Threat to TMC Councillor: খড়দা খুনকাণ্ডে তৃণমূল কাউন্সিলরকে হুমকি ধৃত দলীয় কর্মীর - ধৃত তৃণমূল কর্মী

তৃণমূলের দুই কাউন্সিলরদের অনুগামীদের মধ্যে সংঘর্ষে রবিবার খড়দার টিটাগড়ে খুন হন এক তৃণমূল কর্মী ৷ সেই ঘটনায় ধৃত এক তৃণমূলকর্মী এদিন দলীয় কাউন্সিলরকেই হুমকি দিলেন ৷

ETV Bharat
ধৃত
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 8:07 PM IST

খড়দা খুনকাণ্ডে তৃণমূল কাউন্সিলরকে হুমকি ধৃত দলীয় কর্মীর

ব‍্যারাকপুর, 31 অক্টোবর: "বিকাশ সিং বেঁচে থাকতে পারবে না । ওকে বেঁচে থাকতে দেব না।" তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে এভাবেই খুনের হুমকি দিতে দেখা গেল খড়দা খুনকাণ্ডে ধৃত অর্জুন সাউকে । যিনি আবার টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু সাউয়ের অনুগামী হিসেবে পরিচিত । শুধু খুনের হুমকি দেওয়াই নয়, এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর সোনু সাউয়ের ঘনিষ্ঠ ধৃত দলীয় কর্মী অর্জুন সাউ । শাসকদলের একজন কাউন্সিলরকে এভাবে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে টিটাগড় পৌরসভা এলাকায় । সেই সঙ্গে চাঞ্চল্যকর মোড় নিল এই ঘটনায় ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার টিটাগড় পৌরসভার পুরানি বাজায় এলাকায় খুন হন আকাশ প্রসাদ নামে দলীয় এক কর্মী । নিহত আকাশ টিটাগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত । মূলত শাসকদলের দুই কাউন্সিলর সোনু সাউ ও বিকাশ সিংয়ের এলাকা দখলের কর্তৃত্বকে ঘিরেই সেদিনের ঘটনার সূত্রপাত । গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ যায় কাউন্সিলর বিকাশ সিং ঘনিষ্ঠ বছর সাতাশের আকাশ প্রসাদের ।

নিহতের পরিবারের লোকজনও খুনের অভিযোগ দায়ের করেন খড়দা থানায় । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউন্সিলর সোনু সাউয়ের ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মী অর্জুন সাউ এবং রোহিত সাউকে গ্রেফতার করে । ধৃত দুই তৃণমূল কর্মীকে মঙ্গলবার নিজেদের হেফাজতে নিতে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে খড়দা থানার পুলিশ । প্রিজন ভ‍্যান থেকে নামানোর সময় কাউন্সিলর বিকাশ সিংয়ের বিরুদ্ধে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে কাউন্সিলর সোনু সাউ ঘনিষ্ঠ অর্জুন সাউ ও রোহিত সাউ ৷

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলরকে ধমক থানার আইসি'র, প্রশংসায় অর্জুন সিং

তারই মধ্যে অর্জুন সাউকে বলতে শোনা যায়, "বিকাশ সিং এসব করাচ্ছে । আমরা সেদিন ওখানে ছিলাম না। আমরা কিছু করিনি । এর আগে পৌরসভায় বিকাশ সিং আমাকে মারধর করেছে । ওরাই সব করছে । ও (বিকাশ সিং) কাউন্সিলর হলেও কাজের নয় । বিকাশের লোকজন মিথ্যা মামলা করে ফাঁসাচ্ছে ৷" এরপরই হুমকির সুরে কাউন্সিলর বিকাশ সিংয়ের উদ্দেশ্যে ধৃত অর্জুন সাউ বলতে থাকেন, "ও(বিকাশ)-র উপর মানহানির কেস করব আমরা । ওকে বেঁচে থাকতে দেবনা। ও বাঁচতে পারবে না । আমি অর্জুন সাউ একথা বলে যাচ্ছি ৷ 'এদিকে, আদালত চত্বরে শাসকদলের কাউন্সিলরকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।

খড়দা খুনকাণ্ডে তৃণমূল কাউন্সিলরকে হুমকি ধৃত দলীয় কর্মীর

ব‍্যারাকপুর, 31 অক্টোবর: "বিকাশ সিং বেঁচে থাকতে পারবে না । ওকে বেঁচে থাকতে দেব না।" তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে এভাবেই খুনের হুমকি দিতে দেখা গেল খড়দা খুনকাণ্ডে ধৃত অর্জুন সাউকে । যিনি আবার টিটাগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু সাউয়ের অনুগামী হিসেবে পরিচিত । শুধু খুনের হুমকি দেওয়াই নয়, এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন কাউন্সিলর সোনু সাউয়ের ঘনিষ্ঠ ধৃত দলীয় কর্মী অর্জুন সাউ । শাসকদলের একজন কাউন্সিলরকে এভাবে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার ঘটনায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে টিটাগড় পৌরসভা এলাকায় । সেই সঙ্গে চাঞ্চল্যকর মোড় নিল এই ঘটনায় ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রবিবার টিটাগড় পৌরসভার পুরানি বাজায় এলাকায় খুন হন আকাশ প্রসাদ নামে দলীয় এক কর্মী । নিহত আকাশ টিটাগড় পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের অনুগামী বলে পরিচিত । মূলত শাসকদলের দুই কাউন্সিলর সোনু সাউ ও বিকাশ সিংয়ের এলাকা দখলের কর্তৃত্বকে ঘিরেই সেদিনের ঘটনার সূত্রপাত । গোষ্ঠী সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ যায় কাউন্সিলর বিকাশ সিং ঘনিষ্ঠ বছর সাতাশের আকাশ প্রসাদের ।

নিহতের পরিবারের লোকজনও খুনের অভিযোগ দায়ের করেন খড়দা থানায় । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কাউন্সিলর সোনু সাউয়ের ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মী অর্জুন সাউ এবং রোহিত সাউকে গ্রেফতার করে । ধৃত দুই তৃণমূল কর্মীকে মঙ্গলবার নিজেদের হেফাজতে নিতে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে খড়দা থানার পুলিশ । প্রিজন ভ‍্যান থেকে নামানোর সময় কাউন্সিলর বিকাশ সিংয়ের বিরুদ্ধে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে কাউন্সিলর সোনু সাউ ঘনিষ্ঠ অর্জুন সাউ ও রোহিত সাউ ৷

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলরকে ধমক থানার আইসি'র, প্রশংসায় অর্জুন সিং

তারই মধ্যে অর্জুন সাউকে বলতে শোনা যায়, "বিকাশ সিং এসব করাচ্ছে । আমরা সেদিন ওখানে ছিলাম না। আমরা কিছু করিনি । এর আগে পৌরসভায় বিকাশ সিং আমাকে মারধর করেছে । ওরাই সব করছে । ও (বিকাশ সিং) কাউন্সিলর হলেও কাজের নয় । বিকাশের লোকজন মিথ্যা মামলা করে ফাঁসাচ্ছে ৷" এরপরই হুমকির সুরে কাউন্সিলর বিকাশ সিংয়ের উদ্দেশ্যে ধৃত অর্জুন সাউ বলতে থাকেন, "ও(বিকাশ)-র উপর মানহানির কেস করব আমরা । ওকে বেঁচে থাকতে দেবনা। ও বাঁচতে পারবে না । আমি অর্জুন সাউ একথা বলে যাচ্ছি ৷ 'এদিকে, আদালত চত্বরে শাসকদলের কাউন্সিলরকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.