ETV Bharat / state

ফের CGO কমপ্লেক্সে হাজিরা অর্ণব ঘোষের - cbi

CGO কমপ্লেক্সে আজ ফের হাজিরা দিলেন অর্ণব ঘোষ । আজ সকাল 10টা নাগাদ আসেন তিনি ।

অর্ণব ঘোষ
author img

By

Published : May 30, 2019, 1:29 PM IST

Updated : May 30, 2019, 1:42 PM IST

কলকাতা, 30 মে : নির্দেশ মতো ফের CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন অর্ণব ঘোষ । আজ সকাল 10টা নাগাদ আসেন তিনি । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

মঙ্গলবার নোটিশ পাঠিয়েছিল CBI । সেই মতো গতকাল CGO কমপ্লেক্সে হাজির দেন অর্ণব ঘোষ । সাড়ে 9 ঘণ্টা জেরা করা হয় তাঁকে । তখনই আজ ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । একাধিক নথি নিয়ে অর্ণব আজ CGO কমপ্লেক্সে আসেন । সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন এই অর্ণব ঘোষ। তখন তিনি ছিলেন বিধাননগরের DCDD।

CGO কমপ্লেক্সে অর্ণব ঘোষ

এদিকে, গতকালের পর আজ প্রচুর নথিপত্র নিয়ে CGO কমপ্লেক্সে আসেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তৎকালীন সাব ইন্সপেক্টর আর আই মোল্লা । তাঁকে সারদা মামলায় তলব করেছিল CBI । সারদা মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি । গতকালই তাঁকে বিভিন্ন নথি নিয়ে আসতে বলা হয়েছিল ।

এই সংক্রান্ত খবর : CBI থেকে রেহাই পেতে হাইকোর্টে রাজীব

এই সংক্রান্ত খবর : সারদা তদন্ত : CGO কমপ্লেক্সে হাজিরা অর্ণব ঘোষের

কলকাতা, 30 মে : নির্দেশ মতো ফের CGO কমপ্লেক্সে হাজিরা দিলেন অর্ণব ঘোষ । আজ সকাল 10টা নাগাদ আসেন তিনি । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

মঙ্গলবার নোটিশ পাঠিয়েছিল CBI । সেই মতো গতকাল CGO কমপ্লেক্সে হাজির দেন অর্ণব ঘোষ । সাড়ে 9 ঘণ্টা জেরা করা হয় তাঁকে । তখনই আজ ফের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । একাধিক নথি নিয়ে অর্ণব আজ CGO কমপ্লেক্সে আসেন । সারদা কেলেঙ্কারির তদন্তে গঠিত SIT-এর সদস্য ছিলেন এই অর্ণব ঘোষ। তখন তিনি ছিলেন বিধাননগরের DCDD।

CGO কমপ্লেক্সে অর্ণব ঘোষ

এদিকে, গতকালের পর আজ প্রচুর নথিপত্র নিয়ে CGO কমপ্লেক্সে আসেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তৎকালীন সাব ইন্সপেক্টর আর আই মোল্লা । তাঁকে সারদা মামলায় তলব করেছিল CBI । সারদা মামলার তদন্তকারী অফিসার ছিলেন তিনি । গতকালই তাঁকে বিভিন্ন নথি নিয়ে আসতে বলা হয়েছিল ।

এই সংক্রান্ত খবর : CBI থেকে রেহাই পেতে হাইকোর্টে রাজীব

এই সংক্রান্ত খবর : সারদা তদন্ত : CGO কমপ্লেক্সে হাজিরা অর্ণব ঘোষের

sample description
Last Updated : May 30, 2019, 1:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.