ETV Bharat / state

আর্থিক দুর্নীতির অভিযোগে অর্জুন সিংয়ের ভাইপোকে 10 দিনের পুলিশি হেপাজত - আর্থিক দুর্নীতিতে গ্রেপ্তার সঞ্জিত সিং

ভাটপাড়া - নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে 25 কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার অর্জুনে সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ।

সঞ্জিত সিং
সঞ্জিত সিং
author img

By

Published : Oct 10, 2020, 4:48 PM IST

Updated : Oct 10, 2020, 11:04 PM IST

ভাটপাড়া, 10 অক্টোবর : উত্তর 24 পরগনার ভাটপাড়া - নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে পুলিশ গ্রেপ্তার করেছে । বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সঞ্জিত । অবশেষে গতরাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন । ধৃত সঞ্জিতকে আজ বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

আজ আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাপ্পু দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর আ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি ।

অন্যদিকে মামলায় বিশেষ সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন, "তদন্তের স্বার্থে সঞ্জিত সিংকে বারবার ডাকা হলেও তিনি আসেননি । গ্রেপ্তারের আগেই হঠাৎ করে তিনি 10 লাখ টাকা ফিরিয়ে দিলেন। তিনি যদি তছরুপ না করে থাকেন, তাহলে 10 লাখ টাকা ফেরত দিলেন কেন ? টাকা ফেরত দিয়ে তিনি তছরুপের দায় স্বীকার করে নিলেন ।"

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় সঞ্জিত সিংকে

সরকারি আইনজীবী আরও বলেন, তথ্য বলছে নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান পদে ছিলেন অর্জুন সিং। সেই সময় একাধিক ভুয়ো ওয়ার্ক অর্ডারে ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে । সেই ভুয়ে ওয়ার্ক অর্ডারগুলোয় ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের সই রয়েছে। তদন্তের অগ্রগতি হলে দেখা যাবে, আর্থিক তছরুপের ঘটনায় সাংসদ অর্জুন সিংয়েরও নাম উঠে আসবে। তিনিও জড়িয়ে আছেন।"

তবে অর্জুন সিংয়ের দাবি, তাঁর ভাইপো নিজেই তদন্তের স্বার্থে পুলিশের কাছে গেছিলেন । তখনই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ব্যাঙ্কের পক্ষ থেকে যে FIR করা হয়েছিল, তাতে সঞ্জিত সিংয়ের নাম ছিল। ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । যদিও অর্জুন সিংয়ের পালটা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ও তাঁর ভাইপোকে ফাঁসানো হচ্ছে ।

তৃণমূল কংগ্রেসের ভাটপাড়া বিধানসভার আহ্বায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাংকের যে 25 কোটি টাকা দুর্নীতি হয়েছে তার মধ্যে অর্জুন সিং ও তাঁর ভাইপো জড়িত।

ভাটপাড়া, 10 অক্টোবর : উত্তর 24 পরগনার ভাটপাড়া - নৈহাটি কো-অপারেটিভ ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে পুলিশ গ্রেপ্তার করেছে । বেশ কিছুদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সঞ্জিত । অবশেষে গতরাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা তাঁকে গ্রেপ্তার করেন । ধৃত সঞ্জিতকে আজ বারাসত আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে 10 দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন ।

আজ আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাপ্পু দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে। তাঁর আ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি ।

অন্যদিকে মামলায় বিশেষ সরকারি আইনজীবী সত্যব্রত দাস বলেন, "তদন্তের স্বার্থে সঞ্জিত সিংকে বারবার ডাকা হলেও তিনি আসেননি । গ্রেপ্তারের আগেই হঠাৎ করে তিনি 10 লাখ টাকা ফিরিয়ে দিলেন। তিনি যদি তছরুপ না করে থাকেন, তাহলে 10 লাখ টাকা ফেরত দিলেন কেন ? টাকা ফেরত দিয়ে তিনি তছরুপের দায় স্বীকার করে নিলেন ।"

আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় সঞ্জিত সিংকে

সরকারি আইনজীবী আরও বলেন, তথ্য বলছে নৈহাটি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধান পদে ছিলেন অর্জুন সিং। সেই সময় একাধিক ভুয়ো ওয়ার্ক অর্ডারে ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে । সেই ভুয়ে ওয়ার্ক অর্ডারগুলোয় ভাটপাড়া পৌরসভার পৌরপ্রধানের সই রয়েছে। তদন্তের অগ্রগতি হলে দেখা যাবে, আর্থিক তছরুপের ঘটনায় সাংসদ অর্জুন সিংয়েরও নাম উঠে আসবে। তিনিও জড়িয়ে আছেন।"

তবে অর্জুন সিংয়ের দাবি, তাঁর ভাইপো নিজেই তদন্তের স্বার্থে পুলিশের কাছে গেছিলেন । তখনই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ব্যাঙ্কের পক্ষ থেকে যে FIR করা হয়েছিল, তাতে সঞ্জিত সিংয়ের নাম ছিল। ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে তা শোধ না করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । যদিও অর্জুন সিংয়ের পালটা অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ও তাঁর ভাইপোকে ফাঁসানো হচ্ছে ।

তৃণমূল কংগ্রেসের ভাটপাড়া বিধানসভার আহ্বায়ক সোমনাথ শ্যাম অভিযোগ করেছেন, ভাটপাড়া- নৈহাটি সমবায় ব্যাংকের যে 25 কোটি টাকা দুর্নীতি হয়েছে তার মধ্যে অর্জুন সিং ও তাঁর ভাইপো জড়িত।

Last Updated : Oct 10, 2020, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.