ETV Bharat / state

Arjun Singh: দুর্নীতির অভিযোগে বিদ্ধ দলের নেতা-মন্ত্রীরা, আত্মশুদ্ধির ডাক অর্জুনের - Arjun Singhs advice to party workers

দলীয় কর্মীদের চালচলন এবং আত্মশুদ্ধির কথা মনে করালেন তৃণমূল নেতা তথা সাংসদ অর্জুন সিং ৷ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করলেন তিনি ।

ETV Bharat
অর্জুন সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:56 PM IST

অর্জুন সিংয়ের বক্তব্য

জগদ্দল, 11 নভেম্বর: দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী জেলে । এই পরিস্থিতিতে দলে আত্মশুদ্ধির ডাক দিলেন ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মনে করালেন দলীয় শৃঙ্খলা,নেতা-কর্মীদের চালচলনের উপর নজর দিতে। শুক্রবার অর্জুন সিং বলেন,"কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে লড়াই করতে হলে আমাদের নিজেদেরও ঠিক রাখতে হবে । কোনও নেতা-কর্মীর জন্য যদি অন‍্যরা প্রশ্নের মুখে পড়ে তাহলে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়াই ভালো ৷"

অর্জুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ কারণ, তিনি যে সময়ে দলে শুদ্ধিকরণের ডাক দিচ্ছেন তখন বিভিন্ন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর। বিশেষ করে রেশন দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার বেশিদিনের ঘটনা নয় ।

শুক্রবার জগদ্দলের শ‍্যামনগরে দলের বিজয়া সম্মেলনীর এক অনুষ্ঠানে হাজির ছিলেন ব‍্যারাকপুর সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। সেই মঞ্চ থেকে তৃণমূলের একের পর এক নেতার বাড়িতে ইডি, সিবিআই এবং আয়কর হানা নিয়ে মুখ খোলেন তিনি । অর্জুন সিং বলেন,"এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেদেরও ঠিক থাকতে হবে । দল যা সিদ্ধান্ত নেবে সেই মতো চলতে হবে সকলকে । মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করবেন, সেই অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে ৷ "এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেই অর্জুন সিং বলেন, "বাংলার রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর কেউ চেনেন না । উনি যদি কিছু ‘স্টেপ’ নেন, সব কর্মীকে সেটা সমর্থন করতে হবে । ঠিক-ভুল মানুষ বিচার করবেন ৷"

2024 সালের লোকসভা ভোটকে সামনে রেখে এখনই তৃণমূল কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন অর্জুন । তিনি জানান, আগামিদিনে নির্বাচন রয়েছে । শত্রুকে দুর্বল ভাবা ঠিক নয় । আর আবেগ দিয়ে রাজনীতি হয় না । যদি বুথে সঠিক কর্মী না থাকে,ভোটার লিস্ট যদি ভোটারদের মুখস্থ না থাকে। কে বিরোধী রাজনীতি করে, তা যদি বুঝতে না পারা যায়, তা হলেই সমস্যা । মানুষের সঙ্গে তাই ব্যবহার ঠিক রাখতে হবে ৷

আরও পড়ুন:

1. ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না, নাম না-করে নওশাদকে জবাব অভিষেকের

2. বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

অর্জুন সিংয়ের বক্তব্য

জগদ্দল, 11 নভেম্বর: দুর্নীতির অভিযোগে তৃণমূলের একের পর এক নেতা-মন্ত্রী জেলে । এই পরিস্থিতিতে দলে আত্মশুদ্ধির ডাক দিলেন ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। মনে করালেন দলীয় শৃঙ্খলা,নেতা-কর্মীদের চালচলনের উপর নজর দিতে। শুক্রবার অর্জুন সিং বলেন,"কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে লড়াই করতে হলে আমাদের নিজেদেরও ঠিক রাখতে হবে । কোনও নেতা-কর্মীর জন্য যদি অন‍্যরা প্রশ্নের মুখে পড়ে তাহলে তাঁকে দল থেকে সরিয়ে দেওয়াই ভালো ৷"

অর্জুনের এই মন্তব্যে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ কারণ, তিনি যে সময়ে দলে শুদ্ধিকরণের ডাক দিচ্ছেন তখন বিভিন্ন দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর। বিশেষ করে রেশন দুর্নীতি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার বেশিদিনের ঘটনা নয় ।

শুক্রবার জগদ্দলের শ‍্যামনগরে দলের বিজয়া সম্মেলনীর এক অনুষ্ঠানে হাজির ছিলেন ব‍্যারাকপুর সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। সেই মঞ্চ থেকে তৃণমূলের একের পর এক নেতার বাড়িতে ইডি, সিবিআই এবং আয়কর হানা নিয়ে মুখ খোলেন তিনি । অর্জুন সিং বলেন,"এজেন্সির সঙ্গে লড়তে গেলে নিজেদেরও ঠিক থাকতে হবে । দল যা সিদ্ধান্ত নেবে সেই মতো চলতে হবে সকলকে । মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ করবেন, সেই অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে ৷ "এদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেই অর্জুন সিং বলেন, "বাংলার রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আর কেউ চেনেন না । উনি যদি কিছু ‘স্টেপ’ নেন, সব কর্মীকে সেটা সমর্থন করতে হবে । ঠিক-ভুল মানুষ বিচার করবেন ৷"

2024 সালের লোকসভা ভোটকে সামনে রেখে এখনই তৃণমূল কর্মীদের জনসংযোগ বাড়ানোর পরামর্শ দেন অর্জুন । তিনি জানান, আগামিদিনে নির্বাচন রয়েছে । শত্রুকে দুর্বল ভাবা ঠিক নয় । আর আবেগ দিয়ে রাজনীতি হয় না । যদি বুথে সঠিক কর্মী না থাকে,ভোটার লিস্ট যদি ভোটারদের মুখস্থ না থাকে। কে বিরোধী রাজনীতি করে, তা যদি বুঝতে না পারা যায়, তা হলেই সমস্যা । মানুষের সঙ্গে তাই ব্যবহার ঠিক রাখতে হবে ৷

আরও পড়ুন:

1. ডায়মন্ড হারবারে সাম্প্রদায়িক রাজনীতি করতে দেব না, নাম না-করে নওশাদকে জবাব অভিষেকের

2. বিডিও নিয়োগের তথ্য না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.