ব্যারাকপুর, 7 সেপ্টেম্বর : ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করলেন BJP সাংসদ অর্জুন সিং ৷
31 অগাস্ট শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন ঘটনাস্থানে যায় পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । পুলিশ লাঠিচার্জ করে এবং স্থানীয় বিধায়ক তথা অর্জুনের ছেলে পবনকে আটক করে ।
এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । এলাকায় বোমাবাজি শুরু হয় । পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে । শূন্যে গুলি চালাতে দেখা যায় খোদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । গোলমালে জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে অর্জুনের মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় । তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে । তবে কিভাবে অর্জুনের মাথা ফেটে যায় তা এখনও স্পষ্ট নয় । যদিও অর্জুনের দাবি, পুলিশ কমিশনার মনোজ ভার্মাই পিস্তলের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কমিশানার ৷
পরে গোলমালের ঘটনায় পুলিশের তরফে অর্জুনের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করা হয় । অন্যদিকে, আজ মনোজ ভার্মার বিরুদ্ধে ব্যারাকপুর আদালতে মামলা দায়ের করেন অর্জুন ।