ETV Bharat / state

পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে মামলা অর্জুনের - Manoj Verma

31 অগাস্ট শ্যামনগরে পার্টি অফিস দখলকে পুলিশ ও BJP-র মধ্যে খণ্ডযুদ্ধ বাধে ৷ অভিযোগ , এই সংঘর্ষ চলাকালীন পুলিশ কমিশনার মনোজ ভার্মা বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে অর্জুনের ৷ এই ঘটনায় পুলিশের তরফে তাঁর নামে একটি স্বত:প্রণোদিত মামলা করা হয় । অন্যদিকে, আজ মনোজ ভার্মার বিরুদ্ধে ব্যারাকপুর আদালতে মামলা দায়ের করেন অর্জুন ।

অর্জুন
author img

By

Published : Sep 7, 2019, 9:33 PM IST

ব্যারাকপুর, 7 সেপ্টেম্বর : ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করলেন BJP সাংসদ অর্জুন সিং ৷

31 অগাস্ট শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন ঘটনাস্থানে যায় পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । পুলিশ লাঠিচার্জ করে এবং স্থানীয় বিধায়ক তথা অর্জুনের ছেলে পবনকে আটক করে ।

এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । এলাকায় বোমাবাজি শুরু হয় । পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে । শূন্যে গুলি চালাতে দেখা যায় খোদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । গোলমালে জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে অর্জুনের মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় । তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে । তবে কিভাবে অর্জুনের মাথা ফেটে যায় তা এখনও স্পষ্ট নয় । যদিও অর্জুনের দাবি, পুলিশ কমিশনার মনোজ ভার্মাই পিস্তলের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কমিশানার ৷

পরে গোলমালের ঘটনায় পুলিশের তরফে অর্জুনের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করা হয় । অন্যদিকে, আজ মনোজ ভার্মার বিরুদ্ধে ব্যারাকপুর আদালতে মামলা দায়ের করেন অর্জুন ।

ব্যারাকপুর, 7 সেপ্টেম্বর : ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে মামলা দায়ের করলেন BJP সাংসদ অর্জুন সিং ৷

31 অগাস্ট শ্যামনগরে পার্টি অফিস দখলকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । পার্টি অফিস দখলের প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ শুরু করে BJP । সার্কাস মোড়ে অবরোধ চলাকালীন ঘটনাস্থানে যায় পুলিশ । অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে BJP কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । পুলিশ লাঠিচার্জ করে এবং স্থানীয় বিধায়ক তথা অর্জুনের ছেলে পবনকে আটক করে ।

এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । এলাকায় বোমাবাজি শুরু হয় । পালটা গুলি চালানো হয় পুলিশের তরফে । শূন্যে গুলি চালাতে দেখা যায় খোদ ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে । গোলমালে জখম হন একাধিক পুলিশ ও BJP কর্মী । লাঠির ঘায়ে অর্জুনের মাথা ফেটে যায় । রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয় । তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে । তবে কিভাবে অর্জুনের মাথা ফেটে যায় তা এখনও স্পষ্ট নয় । যদিও অর্জুনের দাবি, পুলিশ কমিশনার মনোজ ভার্মাই পিস্তলের বাট দিয়ে মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছেন । যদিও অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ কমিশানার ৷

পরে গোলমালের ঘটনায় পুলিশের তরফে অর্জুনের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করা হয় । অন্যদিকে, আজ মনোজ ভার্মার বিরুদ্ধে ব্যারাকপুর আদালতে মামলা দায়ের করেন অর্জুন ।

Intro:এতদিন তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছিলো নানা রাজনৈতিক ঘটনার পরিপ্রেক্ষিতে। এবার তিনি পাল্টা মামলা করার পথে হাঁটলেন। তাও আবার ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার বিরুদ্ধে।Body:গত তারিখে শ্যামনগর বাসুদেবপুর রোড এর ওপর একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর গাড়ি ভাঙচুর এর মতো ঘটনা ঘটে। তারই প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা একাধিক জায়গায় পথ অবরোধে সামিল হয়। সেই অবরোধে সামিল হয় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পবন সিং।দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পবন তার বাড়ির কাছেই ব্যারাকপুর ঘোষপাড়া রোড এর উপর সার্কাস মোড়ে পথ অবরোধ শুরু করেন। সেখানে পথ অবরোধ তুলতে ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী র‌্যাফ গিয়ে লাঠিচার্জ করে অবরোধ উঠিয়ে দেয়।সেই লাঠিচার্জে ঘায়েল হয় বিধায়ক পবন সিং। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং।তখনই পুলিশ কে লক্ষ্য করে শুরু। হয় ইঁটবৃষ্টি।সেই সময় অর্জুন সিং এর মাথা ফেটে যায়।রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় সাতটি সেলাই পড়ে। তবে কি ভাবে তার মাথা ফেটে যায় তা এখনো পরিষ্কার নয়। অর্জুন সিং অভিযোগ পুলিশ কমিশনার মনোজ ভার্মা বন্দুক এর বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাপানউতোর সৃষ্টি হয়েছে।এই ঘটনায় পুলিশের তরফে অর্জুন সিং এর নামে একটি স্বতপ্রণোদিত মামলা করা হয়েছে। অন্যদিকে অর্জুন সিং ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মার নামে ব্যারাকপুর আদালতে একটি মামলা দায়ের করে।

Conclusion:সব মিলিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং এবং পুলিশ কমিশনার মনোজ ভার্মা রীতিমত সম্মুখ সমরে এই মূহুর্তে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.