হাড়োয়া, 20 অগাস্ট : 12 ঘণ্টার মধ্যে বিদ্যাধরী বাঁধের দু'জায়গায় ভাঙন । প্লাবিত হল উত্তর 24 পরগনার হাড়োয়া ব্লকের আটপুকুর পঞ্চায়েতের মুন্সিঘেরি এলাকা । আজ বেলা 12টা নাগাদ বিদ্যাধরী নদীর বাঁধের প্রায় 20 ফুট আচমকাই ভেঙে পড়ে । ফলে মুন্সিঘেরি, মল্লিকঘেরি, ছয়আনি, ঘাটপাড়া সহ কয়েকটি গ্রামে নদীর জল ঢুকে পড়েছে ।
মিনাখাঁ ব্লকের চণ্ডীবাড়ি এলাকায় বিদ্যাধরীর বাঁধের আরও 30 ফুট ভেঙে গেছে । তাতে মোহনপুর, চণ্ডীবাড়ি সহ কয়েকটি জায়গায় চাষের জমিতে জল ঢুকে পড়েছে । চলতি বছর মে মাসে আমফান ঘূর্ণিঝড়ের দাপটে একই জায়গায় বিদ্যাধরী নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে গেছিল । পরে অবশ্য পঞ্চায়েত সমিতি ও সেচদপ্তর বাঁধ মেরামতের কাজ করে । কিন্তু বৃষ্টির জল বাড়তেই আবার ভাঙল নদীবাঁধ । নতুন করে নদীবাঁধ ভেঙে যাওয়ায় বিপদে গ্রামের বাসিন্দারা ।
একদিকে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ চাষের জমিতে নোনাজল ঢুকে ফসলের ক্ষতি হয়েছে অন্যদিকে ভেড়িতে জল ঢুকে মাছচাষেরও ক্ষতি হয়েছে । আমফানের দুর্যোগ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল সুন্দরবন । এর মাঝে নদীবাঁধের ভাঙনে ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের । ইতিমধ্যেই ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা ভাঙা বাঁধ পরিদর্শনে গেছেন । বাঁশ ও বালির বস্তা দিয়ে অস্থায়ীভাবে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে ।