ETV Bharat / state

রায়দান পিছানোয় হতাশ হয়ে বাংলাদেশ ফিরছে অনুপমের পরিবার - barasat court

অনুপম সিংহ হত্যা মামলার রায়দান পিছানোয় হতাশ অনুপম সিংহর পরিবার । 25 জুলাই রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার ।

রায়দান পিছানোয় হতাশ হয়ে বাংলাদেশ ফিরছে অনুপমের পরিবার
author img

By

Published : Jul 16, 2019, 2:22 AM IST

Updated : Jul 17, 2019, 6:54 AM IST

বারাসত, 16 জুলাই : পিছিয়ে গেছে অনুপম সিংহ হত্যা মামলার রায়দান । 25 জুলাই রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার । আর তা শুনে হতাশ অনুপম সিংহর পরিবার । এই বিষয়ে ETV ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে অনুপমের মা কল্পনা সিংহ বলেন, "রায়দান পিছিয়ে যাওয়ায় হতাশ হ‌ওয়াটাই স্বাভাবিক । আদালত রায় দেবে বলে অনেক আশা নিয়ে বারাসত আদালতে এসেছিলাম । কিন্তু রায়দান কেন পিছিয়ে গেল তা বুঝতে পারছি না ৷"

"শুধু ছেলের হত‍্যাকারীদের সাজা শুনব বলে বাংলাদেশ থেকে এখানে এসেছি । কিন্তু তা না হ‌ওয়ায় আবার বাংলাদেশে ফিরে যেতে হবে । আমার ছেলেকে আমি আর ফিরে পাব না ।" একথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন কল্পনা সিংহ ।

কোনওক্রমে চোখের জল মুছে কল্পনা সিংহ বলেন,"আমি যে কষ্ট বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটা সকলের বোঝা উচিত । আদালতেরও এটা বোঝা দরকার । অবশ্য় আদালতের উপর আমাদের আস্থা আছে । আদালত মনুয়া ও অজিতকে সর্বোচ্চ শাস্তিই দেবে বলে আশা করছি । আমি এখনও ছেলের হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে অনড় ।"

মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে সরব হন অনুপমের বাবা জগদীশ চন্দ্র সিংহও । বলেন,"বাংলাদেশ থেকে অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছি । ভেবেছিলাম মনুয়া ও অজিতের সাজা ঘোষণা হবে । কিন্তু সেটা হল না ৷ আদালত কি রায় দেবে, সেটা আদালতের ব‍্যাপার । কিন্তু আমার ছেলের হত‍্যাকারী মনুয়া ও অজিতের ফাঁসি চাই ।" 25 জুলাই আদালতে হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

বারাসত, 16 জুলাই : পিছিয়ে গেছে অনুপম সিংহ হত্যা মামলার রায়দান । 25 জুলাই রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বারাসত ফাস্ট ট্র্যাক (ফোর্থ) কোর্টের বিচারক বৈষ্ণব সরকার । আর তা শুনে হতাশ অনুপম সিংহর পরিবার । এই বিষয়ে ETV ভারত-কে দেওয়া সাক্ষাৎকারে অনুপমের মা কল্পনা সিংহ বলেন, "রায়দান পিছিয়ে যাওয়ায় হতাশ হ‌ওয়াটাই স্বাভাবিক । আদালত রায় দেবে বলে অনেক আশা নিয়ে বারাসত আদালতে এসেছিলাম । কিন্তু রায়দান কেন পিছিয়ে গেল তা বুঝতে পারছি না ৷"

"শুধু ছেলের হত‍্যাকারীদের সাজা শুনব বলে বাংলাদেশ থেকে এখানে এসেছি । কিন্তু তা না হ‌ওয়ায় আবার বাংলাদেশে ফিরে যেতে হবে । আমার ছেলেকে আমি আর ফিরে পাব না ।" একথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন কল্পনা সিংহ ।

কোনওক্রমে চোখের জল মুছে কল্পনা সিংহ বলেন,"আমি যে কষ্ট বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি সেটা সকলের বোঝা উচিত । আদালতেরও এটা বোঝা দরকার । অবশ্য় আদালতের উপর আমাদের আস্থা আছে । আদালত মনুয়া ও অজিতকে সর্বোচ্চ শাস্তিই দেবে বলে আশা করছি । আমি এখনও ছেলের হত‍্যাকারীদের ফাঁসির দাবিতে অনড় ।"

মনুয়া ও অজিতের ফাঁসির দাবিতে সরব হন অনুপমের বাবা জগদীশ চন্দ্র সিংহও । বলেন,"বাংলাদেশ থেকে অসুস্থ শরীর নিয়ে এখানে এসেছি । ভেবেছিলাম মনুয়া ও অজিতের সাজা ঘোষণা হবে । কিন্তু সেটা হল না ৷ আদালত কি রায় দেবে, সেটা আদালতের ব‍্যাপার । কিন্তু আমার ছেলের হত‍্যাকারী মনুয়া ও অজিতের ফাঁসি চাই ।" 25 জুলাই আদালতে হাজির থাকবেন বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jul 17, 2019, 6:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.