ETV Bharat / state

জামিন পেলেন আইনজীবী স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা - anindita pal gets bail

খুনের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হবে বলেও দাবি করেছেন অনিন্দিতার আইনজীবী ৷ আদালত জামিন মঞ্জুর করায় মঙ্গলবার বিকেলে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান অনিন্দিতা ৷ তার আগেই বারাসত আদালতে হাজিরা দিতে এসে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা ৷

অনিন্দিতা
author img

By

Published : Oct 2, 2019, 4:22 AM IST

Updated : Oct 2, 2019, 6:26 AM IST

বারাসত, 2 অক্টোবর : আইনজীবী রজতকুমার দে খুনের মামলায় অবশেষে জামিন পেলেন তাঁর স্ত্রী অনিন্দিতা দে (পাল)৷ খুনের মামলার দশ মাসের মাথায় জামিনে ছাড়া পেলেন তিনি ৷ 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে অনিন্দিতার ৷ জামিনের শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি তাঁর কলকাতার বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করে আদালত ৷

সুপ্রিম কোর্ট অনিন্দিতার জামিন মঞ্জুর করলেও সব কাগজপত্র আজ জমা দেওয়া হয় বারাসত আদালতে ৷ তারপর‌ই জামিনে ছাড়া পান তিনি ৷ ফাস্ট ট্রাক থার্ড কোর্টের এজলাসে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র গতকাল দুপুরে জমা দেন অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ ৷ তিনি জানান, 27 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত অনিন্দিতার জামিন মঞ্জুর করে ৷ জামিনের শর্ত হিসেবে পাসপোর্ট জমা রাখা, কলকাতার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ৷ এর বাইরে তেমন বড় কিছু শর্ত দেয়নি সুপ্রিম কোর্ট ৷ চন্দ্রশেখর জানিয়েছেন, মামলা মামলার মতো চলবে ৷

খুনের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হবে বলেও দাবি করেছেন অনিন্দিতার আইনজীবী ৷ আদালত জামিন মঞ্জুর করায় মঙ্গলবার বিকেলে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান অনিন্দিতা ৷ তার আগেই বারাসত আদালতে হাজিরা দিতে এসে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা ৷

2018 সালের 25 নভেম্বর নিউ টাউনের ডি বি ব্লকের ফ্ল্যাট থেকে আইনজীবী রজতকুমার দে-র নিথর দেহ উদ্ধার করে পুলিশ ৷ এই মৃত্যু ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধে ৷ ঘটনার একদিন বাদে মৃতের বাবা সমীরকুমার দে অভিযোগ দায়ের করেন নিউ টাউন থানায় ৷ পরে, পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ গত বছরের 1 ডিসেম্বর খুনের অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে (পাল)-কে গ্রেপ্তার করা হয় ৷ এর পর থেকেই মামলাটি বারাসত আদালতের সিজেএম-র এজলাসে চলছে ৷ খুনের 81 দিনের মাথায় এই এজলাসের বিচারক রতন শূরের কাছে অনিন্দিতার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ ৷ 302 ধারা (খুন) ও 201 (তথ্য লোপাট) ধারার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ৷ প্রায় 350 পাতার চার্জশিট জমা দেওয়া হয় ৷ 39 জন সাক্ষ্য দেবেন বলে চার্জশিটে উল্লেখ করা হয় ৷ সেই সাক্ষ্য এখনও চলছে ৷

বারাসত, 2 অক্টোবর : আইনজীবী রজতকুমার দে খুনের মামলায় অবশেষে জামিন পেলেন তাঁর স্ত্রী অনিন্দিতা দে (পাল)৷ খুনের মামলার দশ মাসের মাথায় জামিনে ছাড়া পেলেন তিনি ৷ 27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট 50 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে অনিন্দিতার ৷ জামিনের শর্ত হিসেবে তাঁকে পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দেওয়া হয় ৷ পাশাপাশি তাঁর কলকাতার বাইরে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করে আদালত ৷

সুপ্রিম কোর্ট অনিন্দিতার জামিন মঞ্জুর করলেও সব কাগজপত্র আজ জমা দেওয়া হয় বারাসত আদালতে ৷ তারপর‌ই জামিনে ছাড়া পান তিনি ৷ ফাস্ট ট্রাক থার্ড কোর্টের এজলাসে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র গতকাল দুপুরে জমা দেন অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ ৷ তিনি জানান, 27 সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত অনিন্দিতার জামিন মঞ্জুর করে ৷ জামিনের শর্ত হিসেবে পাসপোর্ট জমা রাখা, কলকাতার বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় ৷ এর বাইরে তেমন বড় কিছু শর্ত দেয়নি সুপ্রিম কোর্ট ৷ চন্দ্রশেখর জানিয়েছেন, মামলা মামলার মতো চলবে ৷

খুনের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হবে বলেও দাবি করেছেন অনিন্দিতার আইনজীবী ৷ আদালত জামিন মঞ্জুর করায় মঙ্গলবার বিকেলে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান অনিন্দিতা ৷ তার আগেই বারাসত আদালতে হাজিরা দিতে এসে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা ৷

2018 সালের 25 নভেম্বর নিউ টাউনের ডি বি ব্লকের ফ্ল্যাট থেকে আইনজীবী রজতকুমার দে-র নিথর দেহ উদ্ধার করে পুলিশ ৷ এই মৃত্যু ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধে ৷ ঘটনার একদিন বাদে মৃতের বাবা সমীরকুমার দে অভিযোগ দায়ের করেন নিউ টাউন থানায় ৷ পরে, পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে ৷ গত বছরের 1 ডিসেম্বর খুনের অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে (পাল)-কে গ্রেপ্তার করা হয় ৷ এর পর থেকেই মামলাটি বারাসত আদালতের সিজেএম-র এজলাসে চলছে ৷ খুনের 81 দিনের মাথায় এই এজলাসের বিচারক রতন শূরের কাছে অনিন্দিতার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ ৷ 302 ধারা (খুন) ও 201 (তথ্য লোপাট) ধারার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে ৷ প্রায় 350 পাতার চার্জশিট জমা দেওয়া হয় ৷ 39 জন সাক্ষ্য দেবেন বলে চার্জশিটে উল্লেখ করা হয় ৷ সেই সাক্ষ্য এখনও চলছে ৷

Intro:নিউটাউনে আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় অবশেষে জামিন পেলেন তাঁর স্ত্রী অনিন্দিতা দে (পাল)! খুনের মামলার ঠিক দশ মাসের মাথায় জামিনে ছাড়া পেলেন তিনি!২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ৫০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন অনিন্দিতার! জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হবে! পাশাপাশি তিনি কলকাতার বাইরেও যেতে পারবেন না!Body:রাজু বিশ্বাস,বারাসত:-নিউটাউনে আইনজীবী রজত কুমার দে খুনের মামলায় অবশেষে জামিন পেলেন তাঁর স্ত্রী অনিন্দিতা দে(পাল)! গ্রেপ্তার হ‌ওয়ার ঠিক দশ মাসের মাথায় জামিনে ছাড়া পেলেন তিনি!২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট ৫০ হাজার টাকার বন্ডে অনিন্দিতার জামিন মঞ্জুর করেন!জামিনের শর্ত হিসেবে বলা হয়, পাসপোর্ট জমা রাখতে হবে!পাশাপাশি কলকাতার বাইরেও যেতে পারবেন না তিনি!তবে, সুপ্রিম কোর্ট অনিন্দিতার জামিন মঞ্জুর করলেও সেই সমস্ত কাগজপত্র আজ জমা দেওয়া হয় বারাসত আদালতে!তারপর‌ই, জামিনে ছাড়া পান তিনি! ফাস্ট ট্রাক থার্ড কোর্টের এজলাসে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র আজ দুপুরে জমা দেন অনিন্দিতার আইনজীবী চন্দ্র শেখর বাগ!তিনি বলেন,২৭ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ আদালত আমার মক্কেল অনিন্দিতার জামিন মঞ্জুর করেন!জামিনের শর্ত হিসেবে পাসপোর্ট জমা রাখা,কলকাতার বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়!এর বাইরে তেমন বড় কিছু শর্ত দেয়নি মহামান্য সুপ্রিম কোর্ট! আমরা আজ জামিনের নির্দেশ সংক্রান্ত কাগজপত্র জমা দিলাম ফাস্ট ট্রাক থার্ড কোর্টের এজলাসে! তিনি সেই কাগজপত্র দেখে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী করলেন"! চন্দ্র শেখর বাবুর কথায়,"মামলা মামলার মতো চলবে"!তবে,খুনের অভিযোগ ভিত্তিহীন বলেও প্রমান হবে বলে দাবি করেছেন অনিন্দিতার আইনজীবী!আদালত জামিন মঞ্জুর করায় বিকালে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান অনিন্দিতা!তার আগে বারাসত আদালতে হাজিরা দিতে এসে ফের একবার নিজেকে নির্দোষ বললেন স্বামী খুনে অভিযুক্ত অনিন্দিতা!প্রসঙ্গত,২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউনের ডি বি ব্লকের ফ্ল্যাট থেকে আইনজীবী রজত কুমার দে-র নিথর দেহ উদ্ধার করে পুলিশ!এই মৃত্যু ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধে!ঘটনার একদিন বাদে মৃতের বাবা সমীর কুমার দে অভিযোগ দায়ের করে নিউটাউন থানায়!পরে,পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে! চলতি বছরের ১ ডিসেম্বর খুনের অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে(পাল)-কে গ্রেপ্তার করা হয়!এরপর থেকেই মামলাটি বারাসত আদালতের সিজেএম-র এজলাসে চলছে!খুনের ৮১ দিনের মাথায় এই এজলাসের বিচারক রতন শূরের কাছে অনিন্দিতার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ!৩০২ ধারা(খুন)ও ২০১(তথ্য প্রমান লোপাট)ধারার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে! প্রায় ৩৫০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়!৩৯ জন সাক্ষ্য দেবেন বলে চার্জশিটে বলা হয়!সেই সাক্ষ‍্য এখনও চলছে বলে আদালত সূত্রে জানা গেছে!Conclusion:প্রসঙ্গত,২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউনের ডি বি ব্লকের ফ্ল্যাট থেকে আইনজীবী রজত কুমার দে-র নিথর দেহ উদ্ধার করে পুলিশ!এই মৃত্যু ঘিরে প্রথম থেকেই রহস্য দানা বাঁধে! ঘটনার একদিন বাদে মৃতের বাবা সমীর কুমার দে অভিযোগ দায়ের করেন নিউটাউন থানায়!পরে, পুলিশ খুনের মামলা রুজু করে তদন্তে নামে! চলতি বছরের ১ ডিসেম্বর খুনের অভিযোগে মৃতের স্ত্রী অনিন্দিতা দে(পাল)-কে গ্রেপ্তার করা হয়! এরপর থেকেই মামলাটি বারাসত আদালতের সিজেএম-র এজলাসে চলছে! খুনের ৮১ দিনের মাথায় অনিন্দিতার বিরুদ্ধে এই এজলাসে চার্জশিট জমা দেয় পুলিশ! চার্জশিটে তাঁর বিরুদ্ধে ৩০২(খুন),২০১(তথ্য প্রমান লোপাট)ধারায় অভিযোগ আনা হয়!৩৯ জনকে সাক্ষী হিসাবেও দেখানো হয়!তার সাক্ষ্য এখনও বারাসত আদালতে চলছে বলে সূত্রের খবর!
Last Updated : Oct 2, 2019, 6:26 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.