ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত 1

এদিন ভোরে সুন্দরী ও তাঁর শাশুড়ি যশোর রোডের পাশে দাঁড়িয়েছিলেন । সেই সময় হাবরা থেকে বনগাঁগামী একটি আলু বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় । গাড়ির নিচে চাপা পড়েন সুন্দরী ও তাঁর শাশুড়ি ।

author img

By

Published : Jun 8, 2021, 4:02 PM IST

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত 1, গুরুতর আহত 1
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি, মৃত 1, গুরুতর আহত 1

গাইঘাটা, 8 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল আলু বোঝাই লরি । এ ঘটনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর ৷ গুরুতর আহত তাঁর শাশুড়ি রেবা বিশ্বাস । মৃত গৃহবধূর নাম সুন্দরী বিশ্বাস (30) । মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামপুর সরকার পাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সুন্দরী ও তাঁর শাশুড়ি যশোর রোডের পাশে দাঁড়িয়েছিলেন । সেই সময় হাবরা থেকে বনগাঁগামী একটি আলু বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় । গাড়ির নিচে চাপা পড়েন সুন্দরী ও তাঁর শাশুড়ি । স্থানীয়রা এসে গুরুতর জখম রেবা বিশ্বাসকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠায় ৷ তবে সুন্দরীকে তাঁরা উদ্ধার করতে পারেননি ৷

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ । ঘন্টাখানেকের প্রচেষ্টায় রিকোভারি ভ্যান দিয়ে গাড়ি সরিয়ে সুন্দরীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : আচমকা ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি গাইঘাটায়, গৃহহীন শতাধিক পরিবার

গাইঘাটা, 8 জুন : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল আলু বোঝাই লরি । এ ঘটনায় মৃত্যু হয়েছে এক গৃহবধূর ৷ গুরুতর আহত তাঁর শাশুড়ি রেবা বিশ্বাস । মৃত গৃহবধূর নাম সুন্দরী বিশ্বাস (30) । মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার রামপুর সরকার পাড়া এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সুন্দরী ও তাঁর শাশুড়ি যশোর রোডের পাশে দাঁড়িয়েছিলেন । সেই সময় হাবরা থেকে বনগাঁগামী একটি আলু বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মেরে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় । গাড়ির নিচে চাপা পড়েন সুন্দরী ও তাঁর শাশুড়ি । স্থানীয়রা এসে গুরুতর জখম রেবা বিশ্বাসকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠায় ৷ তবে সুন্দরীকে তাঁরা উদ্ধার করতে পারেননি ৷

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে লরি

খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ । ঘন্টাখানেকের প্রচেষ্টায় রিকোভারি ভ্যান দিয়ে গাড়ি সরিয়ে সুন্দরীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ।

আরও পড়ুন : আচমকা ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি গাইঘাটায়, গৃহহীন শতাধিক পরিবার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.