ETV Bharat / state

আমফান ত্রাণ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ মিছিল BJP-র - দত্তপুকুরে BJP মিছিল

আমফানের ত্রাণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করল BJP । দত্তপুকুরে তারা মিছিল করে, রাস্তা অবরোধ করে । বিক্ষোভকারীদের জোর করে সরিয়ে দেয় পুলিশ ।

bjp
bjp
author img

By

Published : Jun 14, 2020, 7:44 AM IST

দত্তপুকুর, 13 জুন : ত্রাণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মিছিল করল BJP । রাস্তা অবরোধ করে তারা । মিছিল ঘিরে আজ উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দত্তপুকুরে । মিছিলে বাধা দেয় পুলিশ । BJP কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাধে । চলে ধস্তাধস্তিও । লকডাউন নিয়মবিধি তখন শিকেয় । শেষে দত্তপুকুর থানার পুলিশ একপ্রকার জোর করেই হটিয়ে দেয় বিক্ষোভকারীদের । এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

আমফানের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বণ্টন করা হচ্ছে না । সুপার সাইক্লোনে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা টাকা পাচ্ছেন না । টাকা বণ্টনের ক্ষেত্রে বিশেষ পক্ষপাতিত্ব করছে তৃণমূল । তৃণমূল নেতাদের কাছের লোকেদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে অভিযোগ করেন BJP কর্মীরা ।

আজ দুপুরে BJP -র নেতা ও কর্মীরা দত্তপুকুরের চৌমাথার বটতলায় মিছিলের আয়োজন করেন । কিন্তু মিছিল শুরু হতেই তাতে বাধা দেয় পুলিশ । এই নিয়ে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি বেধে যায় । এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে তাঁরা স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান । বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর এলাকা । শীঘ্রই ক্ষতিগ্রস্তদের হাতে টাকা না পৌঁছালে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে অচল হবে দত্তপুকুর সহ পার্শ্ববর্তী এলাকা বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেয় BJP ।

এই বিষয়ে BJP-র আমডাঙা তিন মণ্ডলের সভাপতি উৎপল দত্ত বলেন, "গত দুই তিনদিন ধরে আমরা দেখছি আমফানের ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতা অথবা তাঁদের কাছের লোকেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকছে । প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন । কাশিমপুর, দত্তপুকুর 1 ও 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধানের মদতেই ক্ষতিপূরণের এই টাকা নিয়ে দুর্নীতি চলছে । BDO-র অফিসে সেই তালিকা পাঠানো হচ্ছে । সেই তালিকা অনুযায়ী কারও অ্যাকাউন্টে 20 হাজার টাকা পাঠানো হচ্ছে । কারও অ্যাকাউন্টে 25 হাজার টাকা চলেও এসেছে । এই নিয়ে গতকাল BDO-র সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে অভব্য আচরণ করেন । আমফানের ক্ষতিপূরণ বাবদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাজার কোটি টাকা ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়েছে । সেই টাকা তৃণমূল নেতাদের পকেটে ভরার জন্য নয় ।”

যদিও অভিযোগ অস্বীকার করেন কাশিমপুর পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী ও তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল । তিনি বলেন, “ BJP চটকদারি রাজনীতি করার জন্য মিথ্যা অভিযোগ করছে । আমরা সবসময় কোরোনা ও আমফানে অবহেলিত, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি । সেখানে BJP নেতারা ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন । এখন সস্তা রাজনীতি করতে রাস্তায় নেমেছেন।”

দত্তপুকুর, 13 জুন : ত্রাণের টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মিছিল করল BJP । রাস্তা অবরোধ করে তারা । মিছিল ঘিরে আজ উত্তেজনা ছড়ায় উত্তর 24 পরগনার দত্তপুকুরে । মিছিলে বাধা দেয় পুলিশ । BJP কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বাধে । চলে ধস্তাধস্তিও । লকডাউন নিয়মবিধি তখন শিকেয় । শেষে দত্তপুকুর থানার পুলিশ একপ্রকার জোর করেই হটিয়ে দেয় বিক্ষোভকারীদের । এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় ।

আমফানের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বণ্টন করা হচ্ছে না । সুপার সাইক্লোনে যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁরা টাকা পাচ্ছেন না । টাকা বণ্টনের ক্ষেত্রে বিশেষ পক্ষপাতিত্ব করছে তৃণমূল । তৃণমূল নেতাদের কাছের লোকেদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে অভিযোগ করেন BJP কর্মীরা ।

আজ দুপুরে BJP -র নেতা ও কর্মীরা দত্তপুকুরের চৌমাথার বটতলায় মিছিলের আয়োজন করেন । কিন্তু মিছিল শুরু হতেই তাতে বাধা দেয় পুলিশ । এই নিয়ে পুলিশের সঙ্গে BJP কর্মী-সমর্থকদের বচসা ও ধস্তাধস্তি বেধে যায় । এলাকায় উত্তেজনা ছড়ায় । পরে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলে প্ল্যাকার্ড হাতে তাঁরা স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান । বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে স্টেশন চত্বর এলাকা । শীঘ্রই ক্ষতিগ্রস্তদের হাতে টাকা না পৌঁছালে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে অচল হবে দত্তপুকুর সহ পার্শ্ববর্তী এলাকা বলে প্রশাসনকে হুঁশিয়ারি দেয় BJP ।

এই বিষয়ে BJP-র আমডাঙা তিন মণ্ডলের সভাপতি উৎপল দত্ত বলেন, "গত দুই তিনদিন ধরে আমরা দেখছি আমফানের ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতা অথবা তাঁদের কাছের লোকেদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকছে । প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন । কাশিমপুর, দত্তপুকুর 1 ও 2 নম্বর পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধানের মদতেই ক্ষতিপূরণের এই টাকা নিয়ে দুর্নীতি চলছে । BDO-র অফিসে সেই তালিকা পাঠানো হচ্ছে । সেই তালিকা অনুযায়ী কারও অ্যাকাউন্টে 20 হাজার টাকা পাঠানো হচ্ছে । কারও অ্যাকাউন্টে 25 হাজার টাকা চলেও এসেছে । এই নিয়ে গতকাল BDO-র সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের সঙ্গে অভব্য আচরণ করেন । আমফানের ক্ষতিপূরণ বাবদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক হাজার কোটি টাকা ইতিমধ্যে রাজ্য সরকারকে দিয়েছে । সেই টাকা তৃণমূল নেতাদের পকেটে ভরার জন্য নয় ।”

যদিও অভিযোগ অস্বীকার করেন কাশিমপুর পঞ্চায়েতের উপ-প্রধানের স্বামী ও তৃণমূল নেতা গোপাল কাঞ্জিলাল । তিনি বলেন, “ BJP চটকদারি রাজনীতি করার জন্য মিথ্যা অভিযোগ করছে । আমরা সবসময় কোরোনা ও আমফানে অবহেলিত, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি । সেখানে BJP নেতারা ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন । এখন সস্তা রাজনীতি করতে রাস্তায় নেমেছেন।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.