কলকাতা, 2 জানুয়ারি : ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 30 জানুয়ারি তিনি রাজ্যে আসতে পারেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্র থেকে। বিজেপির ওই সূত্রের দাবি, ওই সফরে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে তিনি একটি জনসভা করবেন। বনগাঁর সাংসদ বিজেপির শান্তনু ঠাকুরের আমন্ত্রণে তিনি রাজ্যে আসছেন। মূলত, মতুয়া সম্প্রদায়ের মানুষকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করতেই তাঁর এই সফর বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই শান্তনু ঠাকুর অমিত শাহকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রথমে ঠাকুরবাড়িতে আসবেন অমিত শাহ। এর পর একজন মতুয়া সম্প্রদায়ের বাড়িতে গৃহসম্পর্ক অভিযানে অংশ নিয়ে দুপুরে খাবেন। তারপর ঠাকুরনগরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শান্তনু ঠাকুর বলেন, "অমিত শাহ 30 জানুয়ারি রাজ্যে আসবেন। সেই বিষয়ে আজই দিল্লি থেকে চূড়ান্ত ছাড়পত্র এসেছে।"
2019 সালে লোকসভা নির্বাচনের আগে ঠাকুরনগরে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গিয়েছিলেন ঠাকুরবাড়িতে। সেই সময় মতুয়া সম্প্রদায়ের বড়মা বেঁচেছিলেন। তাঁর সঙ্গেও মোদি দেখা করেন। এরপর দ্বিতীয়বার সরকারে আসার পর বিজেপি নাগরিকত্ব আইন সংশোধন করে। এর ফলে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রভাব পড়বে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
আরও পড়ুন: কাশ্মীরে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলে কলকাতায় কেন না?
কিন্তু কোরোনার কারণে ওই আইন এখনও কার্যকর করা যায়নি। তাই সম্প্রতি শান্তনু ঠাকুরের বিভিন্ন মন্তব্যে অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এই পরিস্থিতিতে অমিত শাহের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ওইদিন তিনি মতুয়া সম্প্রদায়ের উদ্দেশে নাগরিকত্ব আইন নিয়ে বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।