বসিরহাট, 9 ফেব্রুয়ারি : দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন ক্রিমিনাল । জ্যোতিবাবু বেঁচে থাকলে বা দেশের বিচার ব্যবস্থা ঠিক থাকলে অমিত শাহকে জেলে থাকতে হত । গতকাল উত্তর 24 পরগনার বসিরহাটে দলীয় সভা থেকে এই মন্তব্য করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ।
সুজন আরও বলেন, "জ্যোতিবাবুর মৃত্যু বামফ্রন্টের কাছে রাজনৈতিকভাবে অভূতপূর্ব ক্ষতি । বুদ্ধবাবুর রাজনীতি থেকে সরে দাঁড়ানো CPI(M) নেতাদের কাছে নেতৃত্বের শূন্যতা ।" সেই শূন্যতার সুযোগে অমিত শাহরা রেহাই পেয়ে যাচ্ছেন এমন ইঙ্গিত দিয়ে সুজন বলেন, "কেন্দ্রীয় সরকার CAA পাশ করিয়ে যেভাবে দেশের দু'কোটি মানুষকে তাড়াবে বলছে, সেটা এক ধরনের ক্রিমিনালের মতো আচরণ । আর সেটা করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । জ্যোতিবাবু বেঁচে থাকলে ও বুদ্ধদেববাবু সুস্থ থাকলে অমিত শাহ এতদিনে জেলে থাকতেন । উনি তো একটা ক্রিমিনাল । দেশে বিচারব্যবস্থা ঠিকমতো কাজ করলেও অমিত শাহের মতো লোককে জেলে থাকতে হত ।"
সুজনের আরও সংযোজন, ''জামিয়া শাহিনবাগে ছাত্ররা যেভাবে আন্দোলন করে শিক্ষা দিচ্ছে, সেখানে BJP মাতব্বরি দেখাতে পারছে না । এটাই একটা শিক্ষা পাচ্ছে । ভারতবর্ষের স্বাধীনতার পর বাংলাকে টুকরো করেছিল ব্রিটিশরা । আর ব্রিটিশদের উত্তরসূরি BJP ও RSS।'' BJP-র উদ্দেশ্যে সুজনের প্রশ্ন, "NRC ও NPR-এর মধ্য দিয়ে তোমরা কাগজ দেখতে চাইছ? আগে তোমাদের কাগজ দেখাও।"
তৃণমূলকেও আক্রমণের নিশানা করতে ছাড়েননি সুজন । বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের PhD-র কাগজ অরিজিনাল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্র্যাজুয়েশনের কাগজ অরিজিনাল? সেটা আগে দেখাও । তারপরে NPR ও NRC-র কাগজ দেখতে চাইবে ।''
বসিরহাট এক ও দুই এরিয়া কমিটির ডাকে টাউন হল মাঠে সুজন ছাড়াও উপস্থিত ছিলেন দলের উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ রায়চৌধুরিসহ অন্য নেতারা ।