ETV Bharat / state

Ambika Roy on Matua Sentiment : মতুয়াদের ভাবাবেগকে অসম্মান করা উচিত নয়, জ্যোতিপ্রিয়র সমালোচনা অম্বিকা রায়ের - BJP Protest Over Attacks on Matua Pilgrims Bus in Barasat

মতুয়াদের নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের ‘রাজনীতি’ মন্তব্যের সমালোচনা করলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy Criticises Jyotipriya Mallick Over His Remarks on Matua) ৷ বিজেপি বিধায়কের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের সদস্যও তিনি ৷ অভিযোগ করেছেন, জ্য়োতিপ্রিয় মল্লিক মতুয়াদের ভাবাবেগে আঘাত করেছেন (Ambika Roy on Matua Sentiment) ৷

Ambika Roy Criticises Jyotipriya Mallick Over His Remarks on Matua
Ambika Roy Criticises Jyotipriya Mallick Over His Remarks on Matua
author img

By

Published : Apr 3, 2022, 1:18 PM IST

বারাসত, 3 এপ্রিল : বারাসতে মতুয়াদের বাসে হামলার ঘটনায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘রাজনীতি’ মন্তব্যের সমালোচনা করলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy Criticises Jyotipriya Mallick Over His Remarks on Matua) ৷ তিনি নিজেও মতুয়া সম্প্রদায়ের সদস্য ৷ তিনি বলেন, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িত ৷ সেই ভাবাবেগকে (Ambika Roy on Matua Sentiment) অসম্মান করা কিংবা আঘাত দেওয়া কারও উচিত নয় ৷ পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধায়ক হওয়ার পিছনে যে মতুয়াদের একটা অংশের সমর্থন রয়েছে, তা রাজ্যের এই মন্ত্রী ভুলে গিয়েছেন বলে মনে করেন অম্বিকা রায় ৷

গতকাল বারাসত থানায় বিজেপির একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিয়েছে ৷ সেখানে মতুয়াদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাকিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷ সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের রাজনীতির অভিযোগের সমালোচনা করেন অম্বিকা রায় ৷ প্রসঙ্গত, শনিবার বিকেলে হাবড়া পৌরসভায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, মতুয়াদের উপরে হামলার বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর ৷ ঠাকুরবাড়ি এবং মতুয়ারা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও মন্তব্য করেন রাজ্যের বনমন্ত্রী ৷ সরাসরি বিজেপির বিরুদ্ধে হামলার ঘটনায় রাজনৈতিক রং লাগানোর অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় ৷

মতুয়াদের নিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্যের সমালোচনা অম্বিকার

আরও পড়ুন : Four Arrest for Matua Pilgrims Attack Case : মতুয়াদের বাসে হামলার ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

জ্যোতিপ্রিয়র সেই অভিযোগেরই সমালোচনা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক তথা মতুয়া সম্প্রদায়ের সদস্য অম্বিকা রায় ৷

বারাসত, 3 এপ্রিল : বারাসতে মতুয়াদের বাসে হামলার ঘটনায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘রাজনীতি’ মন্তব্যের সমালোচনা করলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় (Ambika Roy Criticises Jyotipriya Mallick Over His Remarks on Matua) ৷ তিনি নিজেও মতুয়া সম্প্রদায়ের সদস্য ৷ তিনি বলেন, মতুয়া সম্প্রদায়ের সঙ্গে ধর্মীয় ভাবাবেগ জড়িত ৷ সেই ভাবাবেগকে (Ambika Roy on Matua Sentiment) অসম্মান করা কিংবা আঘাত দেওয়া কারও উচিত নয় ৷ পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধায়ক হওয়ার পিছনে যে মতুয়াদের একটা অংশের সমর্থন রয়েছে, তা রাজ্যের এই মন্ত্রী ভুলে গিয়েছেন বলে মনে করেন অম্বিকা রায় ৷

গতকাল বারাসত থানায় বিজেপির একটি প্রতিনিধিদল স্মারকলিপি জমা দিয়েছে ৷ সেখানে মতুয়াদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত বাকিদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে ৷ সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের রাজনীতির অভিযোগের সমালোচনা করেন অম্বিকা রায় ৷ প্রসঙ্গত, শনিবার বিকেলে হাবড়া পৌরসভায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেন, মতুয়াদের উপরে হামলার বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন শান্তনু ঠাকুর ৷ ঠাকুরবাড়ি এবং মতুয়ারা কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বলেও মন্তব্য করেন রাজ্যের বনমন্ত্রী ৷ সরাসরি বিজেপির বিরুদ্ধে হামলার ঘটনায় রাজনৈতিক রং লাগানোর অভিযোগ করেছেন জ্যোতিপ্রিয় ৷

মতুয়াদের নিয়ে জ্যোতিপ্রিয়র মন্তব্যের সমালোচনা অম্বিকার

আরও পড়ুন : Four Arrest for Matua Pilgrims Attack Case : মতুয়াদের বাসে হামলার ঘটনায় 4 অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

জ্যোতিপ্রিয়র সেই অভিযোগেরই সমালোচনা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক তথা মতুয়া সম্প্রদায়ের সদস্য অম্বিকা রায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.