বারাসত, 14 এপ্রিল : গোষ্ঠীদ্বন্দ্বের জেরে পৌর পারিষদ গঠিত হওয়ার একদিন পরেও বারাসত পৌরসভার দলীয় কাউন্সিলরদের মধ্যে দায়িত্ব বণ্টন করতে পারল না তৃণমূল (Councillors duty division stopped in Barasat)। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়ল না গেরুয়া শিবির ।
এবারের পৌর নির্বাচনে বিরোধীদের দুরমুশ করে এককভাবে ক্ষমতায় এসেছে শাসকদল । পৌরসভার মোট 35টি আসনের মধ্যে তৃণমূলের একার দখলেই গিয়েছে 30টি আসন । তবে এককভাবে পৌরসভার ক্ষমতায় আসলেও গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা কিন্তু পিছু ছাড়ছে না শাসক শিবিরের (TMC's inner clash)।
16 মার্চ বারাসত পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নেন অশনি মুখোপাধ্যায় । সেদিনই শাসক এবং বিরোধী কাউন্সিলররা শপথ নিলেও পৌর পারিষদ গঠন করা সম্ভব হয়নি । এর পিছনে কারণ হিসেবে আদি ও নব্য তৃণমূলের ক্ষমতা দখলের লড়াই বলে মনে করছিল রাজনৈতিক মহল । যার জেরে চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরেও পৌরবোর্ড গঠন আটকে ছিল প্রায় একমাসের কাছাকাছি সময় ধরে । অবশেষে দ্বন্দ্ব মিটিয়ে বুধবার পাঁচজনের পৌর পারিষদ গঠন হয়েছে ঠিকই । কিন্তু দায়িত্ব বণ্টন ঝুলিয়ে রাখা হয়েছে । এর পিছনেও সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
এদিকে পারিষদদের দায়িত্ব বণ্টন নিয়ে যে বিতর্ক রয়েছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর চম্পক দাস । তিনি বলেন, "কেন বিতর্ক রয়েছে সেটা দলই ভাল বলতে পারবে । এখনও পৌর পারিষদদের দায়িত্ব বণ্টন করা হয়নি । তবে এবারও আমাকে যে দায়িত্ব দেওয়া হবে তা নিষ্ঠার সঙ্গে পালন করব । গতবারের পৌরবোর্ডে আমাকে স্বাস্থ্যের দায়িত্বে দেওয়া হয়েছিল । সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করে এসেছি ।"
আরও পড়ুন : Fraud Sister At Daspur : ভুয়ো বোন বানিয়ে জমি হাতানোর ছক, আটক 5
অন্যদিকে এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র বলেন, "নির্বাচনের আগে প্রায় দু'বছর প্রশাসক বোর্ড চালিয়েছে শাসকদল । তখন থেকেই নাগরিক পরিষেবা লাটে উঠেছে বারাসতে । বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতায় আসার পর মারদাঙ্গা, লুঠ করে পৌরসভার নির্বাচন জিতেছে তৃণমূল । গণতন্ত্রকে হরণ করা হয়েছে । এখন আবার পৌর পারিষদের দায়িত্ব বণ্টন নিয়ে তৃণমূলের অন্দরেই কোন্দল শুরু হয়েছে । যার ফলে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা । আমরা চাই নাগরিক পরিষেবার দিকে নজর দেওয়া হোক ।"
তবে বিতর্ক থাকলেও পৌর পারিষদদের দায়িত্ব বণ্টন শীঘ্রই হয়ে যাবে বলে দাবি করেছে শাসক শিবির ।
আরও পড়ুন : Hanskhali Rape AAP Protest : হাঁসখালি কাণ্ডে মৌন অবস্থান আম আদমি পার্টির