ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana : প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান - ধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি

উপভোক্তাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়া ও উপভোক্তাদের ঘরের টাকা আটকে রাখার অভিযোগ । অভিযোগের তীর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার অভিযুক্তের (Pradhan Mantri Awas yojana)।

Pradhan Mantri Awas yojana
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ
author img

By

Published : Jun 5, 2022, 8:27 PM IST

Updated : Jun 5, 2022, 9:17 PM IST

দেগঙ্গা, 5 জুন : দরিদ্রসীমার নীচে বসবাসকারী নাগরিকদের জন্য় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু হয়েছিল ৷ এই প্রকল্পে উপভোক্তাদের টাকা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম রয়েছে উপভোক্তাদের ৷ অথচ,ঘরের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে । কারোও থেকে আবার কাটমানি নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে । এমন অভিযোগ উত্তর 24 পরগনার দেগঙ্গার ফকিরপাড়া ও বিশ্বাসপাড়ার 22 জন উপভোক্তার । অভিযোগের তির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান গফ্ফ আলী মোল্লা ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান (Pradhan Mantri Awas yojana) ৷

এদিকে সরকারি ঘর না মেলায় এখন কোনও রকমে ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন উপভোক্তাদের অধিকাংশ । এই প্রসঙ্গেই মোশারফ মোল্লা নামে এক উপভোক্তা বলেন,"ঘর পাইয়ে দেওয়ার নামে প্রথমে আমার থেকে পাঁচ হাজার টাকা চাওয়া হয় । কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা আমার ছিলনা । পরে স্ত্রীর কানের দুল বন্ধক রেখে এক হাজার টাকা তুলে দিয়েছি পঞ্চায়েত সদস্যের হাতে । কিন্তু তারপরও ঘরের টাকা ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি ।’’

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান

বিষয়টি যে যুক্তিসঙ্গত তা কার্যত মেনে নিয়েছেন কলসুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অজয় বৈদ‍্য। তিনি বলেন,"কিছু লোকের জন্য পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে । আর তাতে মদত জোগাচ্ছে বিরোধীরা । শীঘ্রই বিডিও-র সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে ।" এদিকে,যার বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠেছে সেই কলসুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান গফফর আলী মোল্লা বলেন, "কাটমানির বিরুদ্ধে আমিই প্রথম থেকে লড়াই করছি । তাই,আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বদনাম করা ছাড়া আর কিছুই নয় । কিছু কতিপয় লোক কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাকে। এসব করে কোনও লাভ হবে না ৷"

আরও পড়ুন : ভাড়াবাড়িতে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচারের মুখ , বিড়ম্বনায় লক্ষ্মী

উপভোক্তাদের টাকা আটকে থাকার কারণ হিসাবে মূলত কাগজপত্রে ভুলত্রুটিকেই দায়ী করেছেন দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক । তাঁর কথায়, "দ্রুত ভুল সংশোধন করার চেষ্টা চলছে । আশা করছি শীঘ্রই এই সমস্যা মিটে যাবে । যদিও উপভোক্তাদের তরফে কোনও অভিযোগ এখনও জমা পড়েনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

দেগঙ্গা, 5 জুন : দরিদ্রসীমার নীচে বসবাসকারী নাগরিকদের জন্য় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু হয়েছিল ৷ এই প্রকল্পে উপভোক্তাদের টাকা পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দাদের কথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের তালিকায় নাম রয়েছে উপভোক্তাদের ৷ অথচ,ঘরের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে এক বছরেরও বেশি সময় ধরে । কারোও থেকে আবার কাটমানি নিয়ে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে । এমন অভিযোগ উত্তর 24 পরগনার দেগঙ্গার ফকিরপাড়া ও বিশ্বাসপাড়ার 22 জন উপভোক্তার । অভিযোগের তির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধান গফ্ফ আলী মোল্লা ও এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ৷ তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত উপপ্রধান (Pradhan Mantri Awas yojana) ৷

এদিকে সরকারি ঘর না মেলায় এখন কোনও রকমে ভাঙা ঘরেই দিন কাটাচ্ছেন উপভোক্তাদের অধিকাংশ । এই প্রসঙ্গেই মোশারফ মোল্লা নামে এক উপভোক্তা বলেন,"ঘর পাইয়ে দেওয়ার নামে প্রথমে আমার থেকে পাঁচ হাজার টাকা চাওয়া হয় । কিন্তু এত টাকা দেওয়ার ক্ষমতা আমার ছিলনা । পরে স্ত্রীর কানের দুল বন্ধক রেখে এক হাজার টাকা তুলে দিয়েছি পঞ্চায়েত সদস্যের হাতে । কিন্তু তারপরও ঘরের টাকা ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি ।’’

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান

বিষয়টি যে যুক্তিসঙ্গত তা কার্যত মেনে নিয়েছেন কলসুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান অজয় বৈদ‍্য। তিনি বলেন,"কিছু লোকের জন্য পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নাম ছড়াচ্ছে । আর তাতে মদত জোগাচ্ছে বিরোধীরা । শীঘ্রই বিডিও-র সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে ।" এদিকে,যার বিরুদ্ধে কাটমানির অভিযোগ উঠেছে সেই কলসুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান গফফর আলী মোল্লা বলেন, "কাটমানির বিরুদ্ধে আমিই প্রথম থেকে লড়াই করছি । তাই,আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ বদনাম করা ছাড়া আর কিছুই নয় । কিছু কতিপয় লোক কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমাকে। এসব করে কোনও লাভ হবে না ৷"

আরও পড়ুন : ভাড়াবাড়িতে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রচারের মুখ , বিড়ম্বনায় লক্ষ্মী

উপভোক্তাদের টাকা আটকে থাকার কারণ হিসাবে মূলত কাগজপত্রে ভুলত্রুটিকেই দায়ী করেছেন দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক । তাঁর কথায়, "দ্রুত ভুল সংশোধন করার চেষ্টা চলছে । আশা করছি শীঘ্রই এই সমস্যা মিটে যাবে । যদিও উপভোক্তাদের তরফে কোনও অভিযোগ এখনও জমা পড়েনি । অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

Last Updated : Jun 5, 2022, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.