বারাসত/দিনহাটা, 11 ডিসেম্বর: সুষ্ঠুভাবে প্রাথমিকের টেট সম্পন্ন করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছিল প্রশাসনের তরফে (WB TET 2022) । কিন্তু, তারই মধ্যে সামনে চলে এল পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত অব্যবস্থার ছবি (Allegation of mismanagement at TET examination centre) । যা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন টেট পরীক্ষার্থীদের অনেকেই । ঘটনাটি ঘটেঠে উত্তর 24 পরগনার বারাসতের নবপল্লী বয়েজ হাইস্কুলে ।
অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়নি । অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতি ছাড়াই এই পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করানো হয় টেট পরীক্ষার্থীদের একে একে । তবে, মেটাল ডিটেক্টর দিয়ে অবশ্য পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে টেট পরীক্ষার্থীদের । তা করতে গিয়ে আবার মহিলা পরীক্ষার্থীদের শাখা-পলা খুলে তা ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে । যার জেরে রীতিমতো অসন্তুষ্ট পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকেরাও । যদিও, যাবতীয় অভিযোগ নিয়ে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
আরও পড়ুন: ব্যাগ বাইরে রেখে ঢুকতে হবে পরীক্ষা কেন্দ্রে, কয়েকটি জেলায় বিক্ষোভ, পথ অবরোধ বীরভূমে
উত্তর 24 পরগনায় মোট টেট পরীক্ষার্থীর সংখ্যা 48 হাজার ৷ 110টি কেন্দ্রে হচ্ছে এই পরীক্ষা (examination centres) ৷ তার মধ্যে বারাসতের নবপল্লি বয়েজ হাইস্কুলে পরীক্ষার্থীর সংখ্যা 300 জন ৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এদিন এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসেন চাকরিপ্রার্থীরা ৷ 9:30 টা পর থেকে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয় ৷ কিন্তু এক ঘণ্টা পেড়িয়ে গেলেও বায়োমেট্রিক পদ্ধতি কাজ না করায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে শেষে চাকরিপ্রার্থীদের কেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হয় ৷ অভিভাবক ও পরীক্ষার্থীদের দাবি, এর ফলে টেট পরীক্ষার স্বচ্ছতা থাকবে না ৷
এদিন টেট পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উত্তেজনা ছড়ায় কোচবিহারে ৷ নাকছাবি, কানের দুল থেকে শাখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয় পরীক্ষার্থীদের বলে অভিযোগ । রবিবার সকালে গোপালনগর এমএসএস হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে গিয়ে এমনই ঘটনার সম্মুখীন হয় পরীক্ষার্থীরা বলে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা ।
মিঠুন দাস অভিযোগ করে বলেন, "এমন কোনও নিয়ম ছিল না । অথচ এদিন দেখলাম শাখা -পলা খুলে দেওয়া হচ্ছে । আমার স্ত্রী পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাচ্ছিলেন তখন তাঁকে নাকছাবি, কানের দুল, শাখা-পলা খুলতে বলা হয়েছে ।" একই বক্তব্য তুফানগঞ্জের বাসিন্দা রাহুল মিশ্রের । তিনি বলেন, "সিভিল সার্ভিস পরীক্ষাতেও শাখা-পলা খোলা হয় না ।"
আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী, বাড়ানো হল প্রবেশের সময়সীমা
কোচবিহারে প্রায় 30 হাজার টেট পরীক্ষার্থী । 69টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে । সকাল আটটা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি রয়েছে । পরীক্ষা চলাকালীন প্রতিটি হল ঘরে সিসি ক্যামেরা থাকছে । এছাড়া প্রতিটি ঘরে একটি করে দেওয়াল ঘড়ি থাকছে । পরীক্ষা কেন্দ্রের বাইরে জেরক্স ও নেটের দোকান বন্ধ রয়েছে । মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ।