দেগঙ্গা, 24 মে : দলীয় কর্মীর দখল করে সেখানে বাড়ি তৈরির অভিযোগে উঠল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে (Allegations of Forcible Occupation of Party Worker Land Against TMC Panchayat Pradhan)৷ মঙ্গলবার তা দখলমুক্ত করতে এলে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে । থামাতে এসে হেনস্থা হতে হয় শাসকদলের পঞ্চায়েত সদস্য হাবিব রেজা চৌধুরীকে । অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্যের সোনার হারও ছিনতাইয়ের চেষ্টা করা হয় ৷ এই সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
তৃণমূলের পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর নির্দেশে বহিরাগত দুষ্কৃতীরা হামলা এবং মহিলাদের মারধর করেছে বলে অভিযোগ চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠদের । যদিও পালটা অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠরা । ফলে, অভিযোগ এবং পালটা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকা ।
স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের রণখোলা তেঁতুলতলা এলাকায় দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন সূর্য মণ্ডলের পরিবার । শরিকি তিন শতক জমি নিয়ে বেশ কয়েকবছর ধরে বিবাদ চলছে সূর্য মণ্ডল এবং অপর্ণা মণ্ডলের পরিবারের মধ্যে । একপক্ষের দাবি, ওই তিন শতক জমি জোর করে দখল করে বাড়ি বানিয়েছে সূর্য মণ্ডলের পরিবার ।
অন্যপক্ষের দাবি, সেই জমির প্রকৃত মালিক তাঁরাই । এই বিবাদ মেটানোর চেষ্টা হলেও তা মেটেনি বলে অভিযোগ । তারই মধ্যে অপর্ণা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর হয়ে পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দলবল বসতবাড়ি থেকে সূর্য মণ্ডলের পরিবারকে উৎখাত করতে যায় বলে অভিযোগ উঠেছে ।
আরও পড়ুন : TMC Inner Clash: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার
এই ঘটনার প্রতিবাদ করেন হুমায়ুনের বিরুদ্ধ গোষ্ঠী চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের লোকজন । শুরু হয় বচসা, বিবাদ । একসময় তা গড়ায় হাতাহাতিতে । মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে । মহিলাদের মারধর, কটুক্তি কিছুই বাদ যায়নি সংঘর্ষের জেরে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ এনেছে ৷
যদিও এই সব বিষয় অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, "আমি এসবের ব্যাপারে কিছুই জানি না ৷ এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই ৷ সবাই জানে আমি কেমন ৷"
আরও পড়ুন : TMC Inner Clash : রাস্তা দেখভালের দায়িত্ব কার হাতে ! ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বে আহত 2 তৃণমূলকর্মী