ETV Bharat / state

TMC Inner Clash : দলীয় কর্মীর জমি দখলের অভিযোগ প্রধানের অনুগামীদের বিরুদ্ধে, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব - দেগঙ্গায় জোর করে বাড়ি দখলের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

দেগঙ্গায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল(TMC Inner Clash)৷ দলীয় কর্মীর জমি দখল করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে ৷

tmc inner clash
জোর করে জমি দখল নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব দলের অন্যান্য কর্মীরা
author img

By

Published : May 24, 2022, 7:46 PM IST

দেগঙ্গা, 24 মে : দলীয় কর্মীর দখল করে সেখানে বাড়ি তৈরির অভিযোগে উঠল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে (Allegations of Forcible Occupation of Party Worker Land Against TMC Panchayat Pradhan)৷ মঙ্গলবার তা দখলমুক্ত করতে এলে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে । থামাতে এসে হেনস্থা হতে হয় শাসকদলের পঞ্চায়েত সদস্য হাবিব রেজা চৌধুরীকে । অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্যের সোনার হারও ছিনতাইয়ের চেষ্টা করা হয় ৷ এই সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

তৃণমূলের পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর নির্দেশে বহিরাগত দুষ্কৃতীরা হামলা এবং মহিলাদের মারধর করেছে বলে অভিযোগ চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠদের । যদিও পালটা অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠরা । ফলে, অভিযোগ এবং পালটা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকা ।

আরও পড়ুন : Agitation in Deganga : দুয়ারে রেশন বণ্টন নিয়ে ধুন্ধুমার দেগঙ্গায়, ইটবৃষ্টিতে জখম 12, রেহাই নেই অন্তঃসত্ত্বারও

স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের রণখোলা তেঁতুলতলা এলাকায় দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন সূর্য মণ্ডলের পরিবার । শরিকি তিন শতক জমি নিয়ে বেশ কয়েকবছর ধরে বিবাদ চলছে সূর্য মণ্ডল এবং অপর্ণা মণ্ডলের পরিবারের মধ্যে । একপক্ষের দাবি, ওই তিন শতক জমি জোর করে দখল করে বাড়ি বানিয়েছে সূর্য মণ্ডলের পরিবার ।

জোর করে জমি দখল নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব দলের অন্যান্য কর্মীরা

অন্যপক্ষের দাবি, সেই জমির প্রকৃত মালিক তাঁরাই । এই বিবাদ মেটানোর চেষ্টা হলেও তা মেটেনি বলে অভিযোগ । তারই মধ্যে অপর্ণা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর হয়ে পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দলবল বসতবাড়ি থেকে সূর্য মণ্ডলের পরিবারকে উৎখাত করতে যায় বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : TMC Inner Clash: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

এই ঘটনার প্রতিবাদ করেন হুমায়ুনের বিরুদ্ধ গোষ্ঠী চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের লোকজন । শুরু হয় বচসা, বিবাদ । একসময় তা গড়ায় হাতাহাতিতে । মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে । মহিলাদের মারধর, কটুক্তি কিছুই বাদ যায়নি সংঘর্ষের জেরে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ এনেছে ৷

যদিও এই সব বিষয় অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, "আমি এসবের ব্যাপারে কিছুই জানি না ৷ এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই ৷ সবাই জানে আমি কেমন ৷"

আরও পড়ুন : TMC Inner Clash : রাস্তা দেখভালের দায়িত্ব কার হাতে ! ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বে আহত 2 তৃণমূলকর্মী

দেগঙ্গা, 24 মে : দলীয় কর্মীর দখল করে সেখানে বাড়ি তৈরির অভিযোগে উঠল পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে (Allegations of Forcible Occupation of Party Worker Land Against TMC Panchayat Pradhan)৷ মঙ্গলবার তা দখলমুক্ত করতে এলে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে । থামাতে এসে হেনস্থা হতে হয় শাসকদলের পঞ্চায়েত সদস্য হাবিব রেজা চৌধুরীকে । অভিযোগ, ওই পঞ্চায়েত সদস্যের সোনার হারও ছিনতাইয়ের চেষ্টা করা হয় ৷ এই সংঘর্ষের জেরে উভয়পক্ষের বেশ কয়েকজন জখম হন বলে জানা গিয়েছে । খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

তৃণমূলের পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর নির্দেশে বহিরাগত দুষ্কৃতীরা হামলা এবং মহিলাদের মারধর করেছে বলে অভিযোগ চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠদের । যদিও পালটা অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছে পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠরা । ফলে, অভিযোগ এবং পালটা অভিযোগে রীতিমতো সরগরম হয়ে উঠেছে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকা ।

আরও পড়ুন : Agitation in Deganga : দুয়ারে রেশন বণ্টন নিয়ে ধুন্ধুমার দেগঙ্গায়, ইটবৃষ্টিতে জখম 12, রেহাই নেই অন্তঃসত্ত্বারও

স্থানীয় সূত্রে খবর, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের রণখোলা তেঁতুলতলা এলাকায় দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন সূর্য মণ্ডলের পরিবার । শরিকি তিন শতক জমি নিয়ে বেশ কয়েকবছর ধরে বিবাদ চলছে সূর্য মণ্ডল এবং অপর্ণা মণ্ডলের পরিবারের মধ্যে । একপক্ষের দাবি, ওই তিন শতক জমি জোর করে দখল করে বাড়ি বানিয়েছে সূর্য মণ্ডলের পরিবার ।

জোর করে জমি দখল নিয়ে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব দলের অন্যান্য কর্মীরা

অন্যপক্ষের দাবি, সেই জমির প্রকৃত মালিক তাঁরাই । এই বিবাদ মেটানোর চেষ্টা হলেও তা মেটেনি বলে অভিযোগ । তারই মধ্যে অপর্ণা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মীর হয়ে পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দলবল বসতবাড়ি থেকে সূর্য মণ্ডলের পরিবারকে উৎখাত করতে যায় বলে অভিযোগ উঠেছে ।

আরও পড়ুন : TMC Inner Clash: খড়দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

এই ঘটনার প্রতিবাদ করেন হুমায়ুনের বিরুদ্ধ গোষ্ঠী চাঁপাতলা অঞ্চলের তৃণমূল সভাপতি আব্দুর রাজ্জাকের লোকজন । শুরু হয় বচসা, বিবাদ । একসময় তা গড়ায় হাতাহাতিতে । মুহূর্তে সংঘর্ষ বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে । মহিলাদের মারধর, কটুক্তি কিছুই বাদ যায়নি সংঘর্ষের জেরে । দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ এনেছে ৷

যদিও এই সব বিষয় অস্বীকার করে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, "আমি এসবের ব্যাপারে কিছুই জানি না ৷ এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই ৷ সবাই জানে আমি কেমন ৷"

আরও পড়ুন : TMC Inner Clash : রাস্তা দেখভালের দায়িত্ব কার হাতে ! ঘাটালে গোষ্ঠীদ্বন্দ্বে আহত 2 তৃণমূলকর্মী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.