দেগঙ্গা , 29 অগাস্ট : দেগঙ্গায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ । শুক্রবার গভীর রাতে দেগঙ্গার হাদিপুর-ঝিকড়া এক নম্বর পঞ্চায়েতের তৃণমূলের গ্ৰামসভার সদস্য তথা তৃণমূল নেতা কামাল উদ্দিন মণ্ডলের বাড়িতে প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী হামলা চালায় । বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় পাঁচজন জখম হয়েছেন । এরপরই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
শুধু তৃণমূল নেতার বাড়ি নয় । বেশ কয়েকটি দোকান ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তাছাড়া, তিনটি দোকানে আগুন লাগায় । আগুন নেভাতে দমকলের একটি গাড়ি ঘটনাস্থানে যায় । ফাস্টফুড কর্নারে লুটপাট চালানো হয় । এর পাশাপাশি এলাকায় ব্যাপক বোমাবাজি চালায় দুষ্কৃতীরা । ভাঙচুর করা হয় জেলা পরিষদের জল প্রকল্পের টিউবওয়েল । মনে করা হচ্ছে, জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । বোমার আতঙ্কে দশ দিনের বাচ্চা অসুস্থ হয়ে পড়ে । তার মায়ের পেটের সেলাই কেটে গেছে । মা ও শিশু-সহ আরও তিনজনকে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়েছে ।
এই বিষয়ে ওই তৃণমূল নেতা বলেন , "গতকাল রাত তিনটে নাগাদ আচমকা বোমা ফাটে । বাড়ি, দোকানপাট ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় । আমি তৃণমূলের সদস্য । যারা এই কাজ করেছে তাদের আমি চিনি । জমি বিবাদের কারণে কংগ্রেসের লোকেরা এসে এই কাজ করেছে । বারবার আমার উপর অত্যাচার করা হয়েছে । আমাকে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে।"
উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল দে বলেন, "দেগঙ্গার ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র নেই । তৃণমূলের নিজেদের মধ্যেই গোলমাল । গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে । আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে ।"
তৃণমূল নেতার বাড়ি হামলার প্রতিবাদে ও দূষ্কতীদের গ্ৰেপ্তারের দাবিতে শনিবার ভোর চারটে থেকে বেড়াচাঁপা- হাড়োয়া রোডের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে গ্ৰামবাসীরা । এলাকায় উত্তেজনা ছড়ায় । ঘটনাস্থানে আসে বারাসত থানার পুলিশ । পুলিশের আশ্বাসে দু'ঘন্টা পর অবরোধ উঠে যায় । ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দেগঙ্গায় গোলমাল হয়েছে । বাসিন্দারা ভোরবেলায় কিছুক্ষণ পথ অবরোধ করেন । পরে সেই অবরোধ তুলে দেওয়া হয়েছে । গোলমালের ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ।"