ETV Bharat / state

Fake Identity : অ্যাসিস্টেন্ট সুপার পরিচয় দিয়ে আর্থিক প্রতারণা, মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল জনতা

বারাসত হাসপাতাল সুপারের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ মারধর করে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা ৷

Fake Identity
Fake Identity
author img

By

Published : Aug 2, 2021, 8:05 AM IST

Updated : Aug 2, 2021, 9:03 AM IST

অশোকনগর, 2 অগস্ট : ভুয়ো আইপিএস, ভুয়ো আইনজীবী, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো অ্যাসিস্ট্যান্ট সুপার ৷ বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ পেয়ে উত্তর 24 পরগনার প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক মানস বসু অভিযুক্ত ব্যক্তির বাড়িতে এসে পরিচয়-পত্র দেখতে চান ৷ তা না দেখাতে পারায় অভিযুক্তকে মারধর শুরু করেন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার 4 নম্বর ওয়ার্ডে । অভিযুক্তের নাম আকাশ দাস ৷ জানা গিয়েছে, অশোকনগর এলাকায় ভাড়া থাকত আকাশ ৷ খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷

এই বিষয়ে মানস বসু বলেন, "বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে সার্টিফিকেট নিয়ে নতুন সার্টিফিকেট তৈরি করা সহ বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম হাজার হাজার টাকা নিত এই ব্যক্তি ৷ এরপর সেই পরিবারগুলি আমার কাছে অভিযোগ জানালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷

আরও পড়ুন : জলের তোড়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয়

প্রতারিতদের অভিযোগ, কোনও বাড়িতে বিশেষভাবে সক্ষম সদস্য থাকলেই এই প্রতারক সেই বাড়িতে পৌঁছে যেত । এরপর শারীরিক অসুস্থতার সার্টিফিকেট দেখে বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্নজনের থেকে টাকা নিত ৷ মানুষ বিশেষে টাকার পরিমাণও ভিন্ন হত ৷

তাঁদের দাবি, আকাশ দাস নিজেকে বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিত । বলত, বারাসত হাসপাতাল থেকে আসছি ৷ এই অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে অশোকনগর, আমডাঙা-সহ একাধিক জায়গা থেকে বহু মানুষের থেকে টাকা নিয়েছে । কিন্তু কোনওরকম কার্ড বা সুযোগ-সুবিধা পাননি তাঁরা ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করলেই অজুহাত দেখাত । এরপর জেলা প্রতিবন্ধী সম্মিলনীতে বিষয়টি জানাতেই আকাশের কুকীর্তির কথা ফাঁস হয়ে যায় ৷

ভুয়ো হাসপাতাল সুপারের পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে দিল জনতা

আরও পড়ুন : mothers body recovered : দুই শিশু সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার

অশোকনগর, 2 অগস্ট : ভুয়ো আইপিএস, ভুয়ো আইনজীবী, ভুয়ো সাংবাদিকের পর এবার ভুয়ো অ্যাসিস্ট্যান্ট সুপার ৷ বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে দীর্ঘদিন ধরে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে ৷ অভিযোগ পেয়ে উত্তর 24 পরগনার প্রতিবন্ধী সম্মিলনীর সম্পাদক মানস বসু অভিযুক্ত ব্যক্তির বাড়িতে এসে পরিচয়-পত্র দেখতে চান ৷ তা না দেখাতে পারায় অভিযুক্তকে মারধর শুরু করেন ৷ রবিবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার 4 নম্বর ওয়ার্ডে । অভিযুক্তের নাম আকাশ দাস ৷ জানা গিয়েছে, অশোকনগর এলাকায় ভাড়া থাকত আকাশ ৷ খবর পেয়ে অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে ৷

এই বিষয়ে মানস বসু বলেন, "বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিবারের থেকে সার্টিফিকেট নিয়ে নতুন সার্টিফিকেট তৈরি করা সহ বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম হাজার হাজার টাকা নিত এই ব্যক্তি ৷ এরপর সেই পরিবারগুলি আমার কাছে অভিযোগ জানালে বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷

আরও পড়ুন : জলের তোড়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয়

প্রতারিতদের অভিযোগ, কোনও বাড়িতে বিশেষভাবে সক্ষম সদস্য থাকলেই এই প্রতারক সেই বাড়িতে পৌঁছে যেত । এরপর শারীরিক অসুস্থতার সার্টিফিকেট দেখে বিভিন্ন রকম সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্নজনের থেকে টাকা নিত ৷ মানুষ বিশেষে টাকার পরিমাণও ভিন্ন হত ৷

তাঁদের দাবি, আকাশ দাস নিজেকে বারাসত হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার বলে পরিচয় দিত । বলত, বারাসত হাসপাতাল থেকে আসছি ৷ এই অ্যাসিস্ট্যান্ট সুপারের পরিচয় দিয়ে অশোকনগর, আমডাঙা-সহ একাধিক জায়গা থেকে বহু মানুষের থেকে টাকা নিয়েছে । কিন্তু কোনওরকম কার্ড বা সুযোগ-সুবিধা পাননি তাঁরা ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করলেই অজুহাত দেখাত । এরপর জেলা প্রতিবন্ধী সম্মিলনীতে বিষয়টি জানাতেই আকাশের কুকীর্তির কথা ফাঁস হয়ে যায় ৷

ভুয়ো হাসপাতাল সুপারের পরিচয়ে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে পুলিশে দিল জনতা

আরও পড়ুন : mothers body recovered : দুই শিশু সন্তান-সহ মায়ের দেহ উদ্ধার

Last Updated : Aug 2, 2021, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.