ETV Bharat / state

হাড়োয়ায় 2 ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ অফিসারকে গণপিটুনি

author img

By

Published : Jan 18, 2020, 5:17 PM IST

Updated : Jan 18, 2020, 6:04 PM IST

হাড়োয়ায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ অফিসারকে গণপিটুনি দিল স্থানীয়রা ।

ছবি
ছবি

হাড়োয়া, 18 জানুয়ারি : পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ । প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিল বাসিন্দারা । আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে । উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা ।

গতরাতে হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাইস্কুলে রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল । সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক ASI জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন । স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গেছিল । অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন । কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ ।

image
পুলিশের শাস্তির দাবিতে উত্তপ্ত এলাকা

খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলে । তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখে । তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে ৷

পুলিশকে মারধর উত্তেজিত জনতার

উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । পুলিশের মোটর বাইকে আগুনে ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হাড়োয়া ও মিনাখাঁ থানার পুলিশ । পৌঁছায় কমব্যাট ফোর্স । তবে, এখনও ওই দুই ছাত্রীর পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । আক্রান্ত ASI জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পড়েছে ।

হাড়োয়া, 18 জানুয়ারি : পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ । প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিল বাসিন্দারা । আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের বাইকে । উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘটনা ।

গতরাতে হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাইস্কুলে রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল । সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক ASI জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন । স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গেছিল । অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন । কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ ।

image
পুলিশের শাস্তির দাবিতে উত্তপ্ত এলাকা

খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলে । তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখে । তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করে ৷

পুলিশকে মারধর উত্তেজিত জনতার

উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা । পুলিশের মোটর বাইকে আগুনে ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় হাড়োয়া ও মিনাখাঁ থানার পুলিশ । পৌঁছায় কমব্যাট ফোর্স । তবে, এখনও ওই দুই ছাত্রীর পরিবারের তরফে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । আক্রান্ত ASI জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন । আজ সকালে অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পড়েছে ।

Intro:ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে পুলিশ অফিসারকে গণপিটুনি, পুলিশের গাড়িতে আগুন

হাড়োয়াঃ সরকারি অনুষ্ঠানে পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিলেন বাসিন্দারা। অাগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের একটি বাইকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাই স্কুলে শুক্রবার রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল। সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক এএসআই জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন। সন্ধের পর স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গিয়েছিল। অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন। কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্নীলতাহানি করে বলেও অভিযোগ। সেই কথা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলেন। তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখেন। তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পুলিশের একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া ও মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছয় কমব্যাট ফোর্সও।
তবে শ্লীলতাহানির অভিযোগ তোলা ওই দুই ছাত্রীর পরিবার থানায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। আক্রান্ত এএসআই জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে অভিযু পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পডেছে। Body:ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে পুলিশ অফিসারকে গণপিটুনি, পুলিশের গাড়িতে আগুন

হাড়োয়াঃ সরকারি অনুষ্ঠানে পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিলেন বাসিন্দারা। অাগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের একটি বাইকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাই স্কুলে শুক্রবার রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল। সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক এএসআই জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন। সন্ধের পর স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গিয়েছিল। অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন। কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্নীলতাহানি করে বলেও অভিযোগ। সেই কথা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলেন। তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখেন। তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পুলিশের একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া ও মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছয় কমব্যাট ফোর্সও।
তবে শ্লীলতাহানির অভিযোগ তোলা ওই দুই ছাত্রীর পরিবার থানায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। আক্রান্ত এএসআই জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে অভিযু পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পডেছে। Conclusion:ছাত্রীকে শ্লীলতাহানি, প্রতিবাদে পুলিশ অফিসারকে গণপিটুনি, পুলিশের গাড়িতে আগুন

হাড়োয়াঃ সরকারি অনুষ্ঠানে পুলিশকর্মীর বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। প্রতিবাদে অভিযুক্ত পুলিশকর্মীকে গণপিটুনি দিলেন বাসিন্দারা। অাগুন লাগিয়ে দেওয়া হল পুলিশের একটি বাইকে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার মোহনপুর বাছড়া এমসিএইচ হাই স্কুলে শুক্রবার রাজ্য সরকারের ছাত্র-যুব উৎসব পালিত হচ্ছিল। সেখানে হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের আধিকারিক এএসআই জাহাঙ্গির হোসেন গাজি কর্তব্যরত ছিলেন। সন্ধের পর স্থানীয় মল্লিকঘেরি কুঁজিপাড়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রী ওই অনুষ্ঠানে গিয়েছিল। অভিযোগ, জাহাঙ্গির তাদের কুপ্রস্তাব দেন। কথা বলার সময় ওই পুলিশকর্মী তাদের শ্নীলতাহানি করে বলেও অভিযোগ। সেই কথা ছড়িয়ে পড়তেই অভিযুক্ত পুলিশকর্মীকে বাসিন্দারা ঘিরে ফেলেন। তাঁকে ধরে নিয়ে স্কুলের একটি ঘরে আটকে রাখেন। তারই মধ্যে একদল গ্রামবাসী স্কুলঘরে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেন। মুহূর্তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা পুলিশের একটি মোটরবাইকে আগুন ধরিয়ে দেয়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া ও মিনাখাঁ থানার বিশাল পুলিশ বাহিনী। পৌঁছয় কমব্যাট ফোর্সও।
তবে শ্লীলতাহানির অভিযোগ তোলা ওই দুই ছাত্রীর পরিবার থানায় এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। আক্রান্ত এএসআই জাহাঙ্গির হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে অভিযু পুলিশকর্মীর শাস্তির দাবিতে ওই স্কুলের দেওয়ালে পোস্টার পডেছে।
Last Updated : Jan 18, 2020, 6:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.