ETV Bharat / state

মহিলাকে মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

author img

By

Published : Sep 20, 2020, 12:39 PM IST

মহিলার অভিযোগ, বিয়ের পর তাঁর স্বামী ও জা'য়ের মধ্যে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারেন তিনি । পাশাপাশি তাঁর স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য তাঁর উপর চাপ দিতেন বলে অভিযোগ ।

allegation of beating woman against in laws at gopalnagar of north 24 paraganas
গোপালনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও BJP কর্মী জায়ের বিরুদ্ধে

গোপালনগর, 20 সেপ্টেম্বর : মহিলাকে মারধরের অভিযোগ উঠল জা সহ স্বামী ও ভাসুরের বিরুদ্ধে । গোপালনগর থানার নহাটা এলাকার ঘটনা । ওই মহিলার জা নমিতা রায় স্থানীয় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

13 বছর আগে নহাটার বিদ্যুৎ রায়ের সঙ্গে রুম্পা রায়ের বিয়ে হয় । ওই দম্পতির দুই ছেলে-মেয়ে রয়েছে । রুম্পার অভিযোগ, জা নমিতা রায়ের সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । বিয়ের পর থেকে তিনি তা লক্ষ্য করেন । তাঁর অভিযোগ, প্রতিবাদ করলে তাঁকে নির্যাতন করা হত । সম্প্রতি স্বামী বিদ্যুৎ, জা নমিতা ও ভাসুর বিপ্লব তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন । রুম্পা আগে তাঁর বাবা নেপাল দেবনাথের কাছ থেকে দু'লাখ টাকা এনে দিয়েছেন বলে দাবি করেন । গত বৃহস্পতিবার রাতে ফের জা, স্বামী ও ভাসুর বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয় । অভিযোগ, রুম্পা তাতে রাজি না হাওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । আহত অবস্থায় তিনি বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি হন । শনিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রুম্পা গোপালনগর থানায় স্বামী, জা ও ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রুম্পার জা নমিতা রায় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । রুম্পার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "দেওর ও জায়ের মধ্যে অশান্তি হয়েছে । আমি ওই গোলমালে নেই । আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে ।"

গোপালনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও জা-এর বিরুদ্ধে

ওই মহিলার স্বামী বিদ্যুৎ রায় বলেন, "আমার স্ত্রী বাড়ির সবাইকে গালিগালাজ করেন । বাচ্চাদের কারও সঙ্গে মিশতে দেয় না । বৃহস্পতিবার রাতে আমি বাড়ি ফেরার পর ফের অশান্তি হয় । সেই সময় আমার স্ত্রী আমার মাথায় কোপ মারে ।" বউদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে । বউদি পঞ্চায়েত প্রধান বলে আমার স্ত্রী তাঁর নামে মিথ্যা রটাচ্ছেন ।" যদিও স্ত্রীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি বিদ্যুৎ ।

রুম্পার বাবা নেপাল দেবনাথ বলেন, "আমার মেয়েকে জামাই মারধর করেছে । জামাইয়ের সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক রয়েছে । মেয়ে জানতে পারায় অশান্তি শুরু হয় । 2012 সালে একবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল জামাইয়ের বিরুদ্ধে । কিন্তু তারপরও জামাই শোধরায়নি ।"

গোপালনগর, 20 সেপ্টেম্বর : মহিলাকে মারধরের অভিযোগ উঠল জা সহ স্বামী ও ভাসুরের বিরুদ্ধে । গোপালনগর থানার নহাটা এলাকার ঘটনা । ওই মহিলার জা নমিতা রায় স্থানীয় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

13 বছর আগে নহাটার বিদ্যুৎ রায়ের সঙ্গে রুম্পা রায়ের বিয়ে হয় । ওই দম্পতির দুই ছেলে-মেয়ে রয়েছে । রুম্পার অভিযোগ, জা নমিতা রায়ের সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে । বিয়ের পর থেকে তিনি তা লক্ষ্য করেন । তাঁর অভিযোগ, প্রতিবাদ করলে তাঁকে নির্যাতন করা হত । সম্প্রতি স্বামী বিদ্যুৎ, জা নমিতা ও ভাসুর বিপ্লব তাঁকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিচ্ছিলেন । রুম্পা আগে তাঁর বাবা নেপাল দেবনাথের কাছ থেকে দু'লাখ টাকা এনে দিয়েছেন বলে দাবি করেন । গত বৃহস্পতিবার রাতে ফের জা, স্বামী ও ভাসুর বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয় । অভিযোগ, রুম্পা তাতে রাজি না হাওয়ায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় । আহত অবস্থায় তিনি বনগাঁ মহাকুমা হাসপাতালে ভরতি হন । শনিবার হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর রুম্পা গোপালনগর থানায় স্বামী, জা ও ভাসুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । রুম্পার জা নমিতা রায় চৌবেড়িয়া-2 এলাকার BJP-র অঞ্চল প্রধান । রুম্পার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, "দেওর ও জায়ের মধ্যে অশান্তি হয়েছে । আমি ওই গোলমালে নেই । আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে ।"

গোপালনগরে গৃহবধূকে মারধরের অভিযোগ স্বামী ও জা-এর বিরুদ্ধে

ওই মহিলার স্বামী বিদ্যুৎ রায় বলেন, "আমার স্ত্রী বাড়ির সবাইকে গালিগালাজ করেন । বাচ্চাদের কারও সঙ্গে মিশতে দেয় না । বৃহস্পতিবার রাতে আমি বাড়ি ফেরার পর ফের অশান্তি হয় । সেই সময় আমার স্ত্রী আমার মাথায় কোপ মারে ।" বউদির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, "মিথ্যা অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধে । বউদি পঞ্চায়েত প্রধান বলে আমার স্ত্রী তাঁর নামে মিথ্যা রটাচ্ছেন ।" যদিও স্ত্রীর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ দায়ের করেননি বিদ্যুৎ ।

রুম্পার বাবা নেপাল দেবনাথ বলেন, "আমার মেয়েকে জামাই মারধর করেছে । জামাইয়ের সঙ্গে তার বউদির অবৈধ সম্পর্ক রয়েছে । মেয়ে জানতে পারায় অশান্তি শুরু হয় । 2012 সালে একবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল জামাইয়ের বিরুদ্ধে । কিন্তু তারপরও জামাই শোধরায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.