ETV Bharat / state

Two Killed in Basanti : পাথর ছুড়ে খুন দুই বাইক আরোহীকে, ধৃত অভিযুক্ত 'স্টোনম্যান' - বাসন্তীতে ধৃত স্টোনম্যান

ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের ন‍্যাজাট থানার কলকাতা-বাসন্তী হাইওয়েতে (allegation against mentally unsound man of killing two by stone pelting) ৷ পাথর ছোড়ার এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ও দু'জন আহত হয়েছেন ৷ পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত ব্য মানসিক ভারসাম্যহীন ৷

basanti stone man
পাথর ছুড়ে খুন দুই বাইক আরোহীকে
author img

By

Published : Jun 2, 2022, 8:06 AM IST

বসিরহাট, 2 জুন : রাতের অন্ধকারে পাথর ছুড়ে দুই বাইক আরোহীকে খুন করার অভিযোগ উঠল 'স্টোনম‍্যান'-এর বিরুদ্ধে । পাথর হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন । বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের ন‍্যাজাট থানার কলকাতা-বাসন্তী হাইওয়েতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম, লক্ষ্মণ রাউত ও শাজাহান মোল্লা । হরিপদ প্রামাণিক এবং মিঠুন প্রামাণিক নামে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বকুল কালাম নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন (allegation against mentally unsound man of killing two by stone pelting) ।

নিহত এবং আহতেরা প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রি । তাঁদের বাড়ি বসিরহাটের কানমারি গ্রামে । কাজ শেষে বুধবার ভোররাতে তাঁরা দুটি বাইকে করে বাড়ির দিকে ফিরছিলেন । কলকাতা-বাসন্তী হাইওয়ে ধরে যাওয়ার সময় কানমারি মোড়ের কাছে আচমকাই ওই চার বাইক আরোহীর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পিছন থেকে পাথর ছুঁড়তে শুরু করে বকুল কালাম নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবক । পাথরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান লক্ষ্মণ রাউত নামে এক বাইক আরোহী । বাকি তিনজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে কাতরাতে থাকেন হাইওয়ের উপর । তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন : বেহুলা-লখিন্দরের স্মৃতি উসকে সাপে কাটা মৃতদেহ ভেলায় ভাসাল পরিবার

তাঁদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কলকাতার আরজিকর হাসপাতালে । সেখানেই মারা যান শাজাহান মোল্লা আরও একজন ৷ এই ঘটনার জেরে শোকের ছায়া কানমারি গ্রামে ।

বসিরহাট, 2 জুন : রাতের অন্ধকারে পাথর ছুড়ে দুই বাইক আরোহীকে খুন করার অভিযোগ উঠল 'স্টোনম‍্যান'-এর বিরুদ্ধে । পাথর হামলায় গুরুতর আহত হয়েছেন আরও দু'জন । বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের ন‍্যাজাট থানার কলকাতা-বাসন্তী হাইওয়েতে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত দুই ব্যক্তির নাম, লক্ষ্মণ রাউত ও শাজাহান মোল্লা । হরিপদ প্রামাণিক এবং মিঠুন প্রামাণিক নামে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলকাতার আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই বকুল কালাম নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পুলিশ জানতে পেরেছে ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন (allegation against mentally unsound man of killing two by stone pelting) ।

নিহত এবং আহতেরা প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রি । তাঁদের বাড়ি বসিরহাটের কানমারি গ্রামে । কাজ শেষে বুধবার ভোররাতে তাঁরা দুটি বাইকে করে বাড়ির দিকে ফিরছিলেন । কলকাতা-বাসন্তী হাইওয়ে ধরে যাওয়ার সময় কানমারি মোড়ের কাছে আচমকাই ওই চার বাইক আরোহীর উপর হামলা চালানো হয় । অভিযোগ, তাঁদের লক্ষ্য করে পিছন থেকে পাথর ছুঁড়তে শুরু করে বকুল কালাম নামে মানসিক ভারসাম্যহীন ওই যুবক । পাথরের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান লক্ষ্মণ রাউত নামে এক বাইক আরোহী । বাকি তিনজন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে কাতরাতে থাকেন হাইওয়ের উপর । তাঁদের চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন : বেহুলা-লখিন্দরের স্মৃতি উসকে সাপে কাটা মৃতদেহ ভেলায় ভাসাল পরিবার

তাঁদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় কলকাতার আরজিকর হাসপাতালে । সেখানেই মারা যান শাজাহান মোল্লা আরও একজন ৷ এই ঘটনার জেরে শোকের ছায়া কানমারি গ্রামে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.