দমদম, 28 জুন: দমদমে আক্রান্ত তৃণমূলের বুথকর্মী ৷ অভিযোগের তির বহিষ্কৃত এক তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে (allegation against expelled TMC leader of attack on TMC worker)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উল্লেখ্য, গত পৌরনির্বাচনের পর থেকেই অশান্ত হয়ে উঠেছে দমদম বিধানসভার অন্তর্গত দক্ষিণ দমদম পৌর এলাকা । অভিযোগ, প্রায় রোজই মারপিটের ঘটনা ঘটেছে এই এলাকায় । আর সবক্ষেত্রেই তৃণমূলের কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছেন ।
অভিযোগ, সোমবার রাতে দক্ষিণ দমদম পৌর এলাকার 12 নং ওয়ার্ডের তৃণমূল বুথকর্মী গৌতম বিশ্বাসকে মারধর করা হয় । এই ঘটনার পরেই মঙ্গলবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয় । বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । তাঁদের দাবি, গত পৌরনির্বাচনের পর থেকেই বহিষ্কৃত তৃণমূল নেতা প্রবীর পাল ও তাঁর অনুগামীরা এলাকা দখল করতে হামলা চালাচ্ছে । মারধর করা হচ্ছে তৃণমূল কর্মীদের ।
আরও পড়ুন : রাজভবনে তৃণমূল প্রতিনিধি দল, শুভেন্দুর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগ
বর্তমানে দমদম গোরাবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৌতম বিশ্বাস নামে ওই তৃণমূল কর্মী ৷ অভিযোগ, সোমবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁকে মারধর করা হয় ৷ বন্দুকের বাট দিয়ে মারা হয় তাঁকে ৷ এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই নাগেরবাজার থানায় বহিষ্কৃত তৃণমূল নেতা প্রবীর পাল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে । এই ঘটনার প্রেক্ষিতে দমদমের টাউন তৃণমূল সভাপতি রাজু সেন শর্মা জানিয়েছেন, শান্তিপ্রিয় এলাকায় অশান্তি করার চেষ্টা চালাচ্ছে প্রবীর পাল নামে বহিষ্কৃত ওই তৃণমূল নেতা ও তার অনুগামীরা ৷ গোটা বিষয়টি দলকে জানানো হয়েছে ৷